ETV Bharat / state

বাজেয়াপ্ত একাধিক অত্যাধুনিক পিস্তল ! রাজ্যে ফের গ্রেফতার অস্ত্র কারবারি - MAN ARRESTED WITH FIRE ARMS

উদ্ধার হয় 5টি অত্যাধুনিক 7 মিলিমিটারের পিস্তল ও 10টি খালি ম্যাগাজিন ৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিহারের মুঙ্গেরে তৈরি হয়েছিল ।

Man Arrested With 5 Fire Arms in Malda
রাজ্যে ফের গ্রেফতার অস্ত্র কারবারি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 7:38 PM IST

মালদা, 20 ফেব্রুয়ারি: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিহার যোগ ৷ পাঁচটি অত্যাধুনিক 7 মিলিমিটারের পিস্তল ও 10টি খালি ম্যাগাজিন-সহ এক কারবারিকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ ধৃতকে আদালত 8 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৷

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাচারের একটি খবর আসে ৷ সেই তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় নাকা-চেকিং শুরু করে পুলিশ ৷ চেকিংয়ে ঝাড়খণ্ডের নম্বর প্লেটে একটি মোটরবাইক নজরে আসে পুলিশকর্মীদের ৷ ওই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 5টি অত্যাধুনিক 7 মিলিমিটারের পিস্তল ও 10টি খালি ম্যাগাজিন ৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ৷ ধৃত ব্যক্তির নাম রাহেল রানা (36) ৷ বাড়ি বৈষ্ণবনগরের শবদলপুর এলাকায় ৷ তবে সে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে থাকত ৷

একাধিক অত্যাধুনিক পিস্তল বাজেয়াপ্ত (ইটিভি ভারত)

বুধবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, “ধৃত রাহেল রানার বৈষ্ণবনগরে বাড়ি রয়েছে । তবে বিয়ের পর সে সাহেবগঞ্জে থাকত । মালদার এক কারবারির জন্য রাহেল ঝাড়খণ্ড থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসেছিল । প্রাথমিক জেরায় আমরা জানতে পেরেছি, 2 লক্ষ টাকার বিনিময়ে পাঁচটি অত্যাধুনিক 7 মিলিমিটারের পিস্তল ও 10টি খালি ম্যাগাজিন নেওয়া হয়েছিল । ধৃত ব্যক্তি যার থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়েছিল এবং যাকে সেই আগ্নেয়াস্ত্রগুলি দেওয়ার কথা ছিল, তাদের নাম আমরা জানতে পেরেছি । ধৃতকে আদালতের মাধ্যমে 8 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ।”

Man Arrested With 5 Fire Arms in Malda
বাজেয়াপ্ত একাধিক অত্যাধুনিক পিস্তল (ইটিভি ভারত)

পুলিশ সুপার আরও জানান, “জেরায় জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিহারের মুঙ্গেরে তৈরি হয়েছিল । সেখান থেকে আগ্নেয়াস্ত্রগুলি ঝাড়খণ্ডে যায় । সেখান থেকে সেগুলি মালদায় নিয়ে আসা হচ্ছিল । মালদায় যে ব্যক্তিকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি দেওয়া হত, তাকে গ্রেফতার করার পরই বলা যাবে আগ্নেয়াস্ত্রগুলি কোথায় যেত । চলতি বছরে এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় 14টি কেস করা হয়েছে । 25টি আগ্নেয়াস্ত্র ও 32টি তাজা কার্তুজ-সহ 34 জনকে গ্রেফতার করা হয়েছে ।”

আরও পড়ুন

মালদা, 20 ফেব্রুয়ারি: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিহার যোগ ৷ পাঁচটি অত্যাধুনিক 7 মিলিমিটারের পিস্তল ও 10টি খালি ম্যাগাজিন-সহ এক কারবারিকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ ধৃতকে আদালত 8 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৷

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাচারের একটি খবর আসে ৷ সেই তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় নাকা-চেকিং শুরু করে পুলিশ ৷ চেকিংয়ে ঝাড়খণ্ডের নম্বর প্লেটে একটি মোটরবাইক নজরে আসে পুলিশকর্মীদের ৷ ওই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 5টি অত্যাধুনিক 7 মিলিমিটারের পিস্তল ও 10টি খালি ম্যাগাজিন ৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ৷ ধৃত ব্যক্তির নাম রাহেল রানা (36) ৷ বাড়ি বৈষ্ণবনগরের শবদলপুর এলাকায় ৷ তবে সে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে থাকত ৷

একাধিক অত্যাধুনিক পিস্তল বাজেয়াপ্ত (ইটিভি ভারত)

বুধবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, “ধৃত রাহেল রানার বৈষ্ণবনগরে বাড়ি রয়েছে । তবে বিয়ের পর সে সাহেবগঞ্জে থাকত । মালদার এক কারবারির জন্য রাহেল ঝাড়খণ্ড থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসেছিল । প্রাথমিক জেরায় আমরা জানতে পেরেছি, 2 লক্ষ টাকার বিনিময়ে পাঁচটি অত্যাধুনিক 7 মিলিমিটারের পিস্তল ও 10টি খালি ম্যাগাজিন নেওয়া হয়েছিল । ধৃত ব্যক্তি যার থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়েছিল এবং যাকে সেই আগ্নেয়াস্ত্রগুলি দেওয়ার কথা ছিল, তাদের নাম আমরা জানতে পেরেছি । ধৃতকে আদালতের মাধ্যমে 8 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ।”

Man Arrested With 5 Fire Arms in Malda
বাজেয়াপ্ত একাধিক অত্যাধুনিক পিস্তল (ইটিভি ভারত)

পুলিশ সুপার আরও জানান, “জেরায় জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিহারের মুঙ্গেরে তৈরি হয়েছিল । সেখান থেকে আগ্নেয়াস্ত্রগুলি ঝাড়খণ্ডে যায় । সেখান থেকে সেগুলি মালদায় নিয়ে আসা হচ্ছিল । মালদায় যে ব্যক্তিকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি দেওয়া হত, তাকে গ্রেফতার করার পরই বলা যাবে আগ্নেয়াস্ত্রগুলি কোথায় যেত । চলতি বছরে এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় 14টি কেস করা হয়েছে । 25টি আগ্নেয়াস্ত্র ও 32টি তাজা কার্তুজ-সহ 34 জনকে গ্রেফতার করা হয়েছে ।”

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.