হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: কোন জার্সি পরে সাতবছর বাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবেন ভারতীয় ক্রিকেটাররা? জানতে উৎসুক ছিলেন দেশের ক্রীড়া অনুরাগীরা ৷ অনুরাগীদের সেই অপেক্ষার অবসান ৷ সোমবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ দলের তারকা ক্রিকেটারদের ছবি সামনে আনল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ আর জল্পনার অবসান ঘটিয়ে সেই জার্সিতে রয়েছে পাকিস্তানের নাম ৷
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি না-হওয়ায় টুর্নামেন্ট গিয়েছে হাইব্রিড মডেলে ৷ রোহিত শর্মার দল ম্য়াচগুলি খেলবে দুবাইয়ে ৷ তাই গুঞ্জন উঠেছিল ভারতীয় দলের জার্সিতে চ্য়াম্পিয়ন্স ট্রফির যে লোগো ব্যবহার করা হবে, সেখানে থাকবে না আয়োজক পাকিস্তানের নাম ৷ কিন্তু বোর্ডের নয়া সচিব দেবজিৎ সইকিয়া আগেই জানিয়েছিলেন, আইসিসি'র সমস্ত নিয়ম এক্ষেত্রে মানা হবে ৷ অর্থাৎ, জার্সিতে পাকিস্তানের নাম না-থাকা নিয়ে যে গুজব উঠেছিল, তা খারিজ করে দিয়েছিলেন বোর্ড সচিব ৷
সোমবার বিসিসিআই এবং আইসিসি'র তরফে ভারতীয় দলের জার্সির যে ঝলক সামনে আনা হয়েছে, সেখানে বোর্ড সচিবের কথাতেই সিলমোহর পড়েছে ৷ আয়োজক পাকিস্তানের নাম লেখা চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল লোগো দেওয়া জার্সি পরেই ফটোশুট করেছেন বিরাট-রোহিত-গিলরা ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই'য়ের তরেফে লেখা হয়েছে, "এগুলো সব আজকের ছবি ৷ কেমন লাগছে সবাইকে ?"
These pics from today 📸
— BCCI (@BCCI) February 17, 2025
How good 🤌🏻#TeamIndia | #ChampionsTrophy pic.twitter.com/yM50ArMIj5
ইংল্য়ান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান-ডে সিরিজের আগে ভারতের যে নয়া জার্সি সামনে এসেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই জার্সি পরেই খেলবে 'মেন ইন ব্লু' ৷ নীলরঙা সেই জার্সিতে শোভা বাড়াচ্ছে কাঁধে তেরঙা আভা ৷ এখন দেখার নয়া জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা ঝলমলে পারফরম্য়ান্স মেলে ধরতে পারে রোহিতব্রিগেড ৷ এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ ৷ বাবার মৃত্যুর কারণে দেশে ফিরে গিয়েছেন দলের বোলিং কোচ মর্নে মর্কেল ৷ কবে ফিরবেন তাও স্পষ্ট নয় ৷ যা 'মেন ইন ব্লু'র জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা ৷