কলকাতা, 2 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ ৷ এদিকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ এই অবস্থায় গরম জামাকাপড়ের বদলে ছাতা রাখলেই ভালো ৷ আর উত্তরবঙ্গে গরম জামাকাপড় এবং ছাতা দুই রাখলেই সুবিধা ৷
আবহবিদদের একাংশের মতে, এই পরিস্থিতি আদতে শীতের বিদায় ঘণ্টা ৷ আজ শুক্রবার দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে ৷ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে । মেঘলা আকাশে ইডেনে বাংলা বনাম মুম্বইয়ের রনজি ট্রফির ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হওয়ার সম্ভাবনা কমই ৷
উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কালিম্পঙে বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে চলছে হাওয়া ৷ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এরপর থেকে শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে ৷
আজ শুক্রবার পর্যন্ত আকাশ মেঘলাই থাকবে ৷ হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ সৃষ্টি হয়েছে ৷ উত্তুরে বাতাসের অবাধ গতিতে বাধা পড়েছে ৷ বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় বা অ্যান্টি সাইক্লোন এরিয়া তৈরি হয়েছে ৷ এই বলয়টি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, সেইরকম ভাবেই ঘুরছে ৷ আর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিয়ে আসছে ৷ এদিকে উচ্চচাপ বলয়ের ভরকেন্দ্রটি বারবার অবস্থান বদলে কখনও উত্তরে তো কখনও দক্ষিণে যাচ্ছে ৷ আবার কখনও তা পূর্ব কিংবা পশ্চিমে সরে যাচ্ছে ৷ তাই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের বাতাসে প্রবেশ করছে ৷
পাশাপাশি বাংলাদেশের ভূপৃষ্ঠের উপরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ ওই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত ৷ এই অক্ষরেখাটি বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পকে উপরের দিকে তুলে দিচ্ছে ৷ এর ফলে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ দেখা যাচ্ছে ৷ একই সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত বিহার এবং তার আশপাশের অঞ্চলে অবস্থান করছে ৷ এর প্রভাবও পড়েছে বঙ্গের আবহে ৷ তাই রাতের তাপমাত্রা উপরের দিকে থাকছে ৷ ঠাণ্ডার শিরশিরানি মঙ্গলবার থেকে নেই বললেই চলে ৷
বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 19.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ মেঘলাই থাকবে এবং কয়েক পশলা বৃষ্টিও হতে পারে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ শনিবার থেকে শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে। তা গেলেও শীত কি তার ছন্দে ফিরবে। হাওয়া অফিস বলছে শীত থাকবে। এবারের শীতের যাত্রাপথে কাঁটা ছড়িয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়।
আরও পড়ুন:
- আজ কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে কারা, জেনে নিন রাশিফলে
- মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র খুলবে সাড়ে 8টায়, কী কী নিয়ে যাওয়া নিষেধ, রইল একনজরে
- ধরনায় বসছেন মমতা, গান্ধিমূর্তির পাদদেশ থেকে চাকরিপ্রার্থীদের সরতে নির্দেশ