পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার - School Recruitment Scam - SCHOOL RECRUITMENT SCAM

Minister Chandranath Sinha at CGO Complex: নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য আগেই তবল করেছিল ইডি ৷ বুধবার সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রাজ্যের মন্ত্রী ৷

Minister Chandranath Sinha at CGO Complex
সিজিও কমপ্লেক্সে হাজিরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 11:26 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ এই আবহে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এবার মামলার তদন্তে আগেই রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহাকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ বুধবার নির্ধারিত সময়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে পৌঁছন মন্ত্রী ৷ 12 তলায় গিয়ে নিজের ফোন জমা দিয়ে ইডি-র দফতরে প্রবেশ করেন তিনি ।

ইডি-র তলবে সাড়া মন্ত্রীর (ইটিভি ভারত)

রাজ্য়ের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য় মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে আগেই তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, সেখান থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয় । এমনকী, মন্ত্রীর একটি ফোনও বাজেয়াপ্ত করেন তদন্তকারী অফিসাররা ৷ এই ফোন খোলার অনুমতি চাওয়া হয় মন্ত্রীর থেকে । সেই ঘটনার পর বুধবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

মূলত তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের কী সম্পর্ক ছিল, তা জানার চেষ্টা করা হবে । পাশাপাশি, নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে তিনি কীভাবে যুক্ত হলেন, সেই সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে মন্ত্রীকে । ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে যে সকল নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলি ভালোভাবে যাচাই করার পরই আজ সাক্ষ্য গ্রহণের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে । আজ তার বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা ৷ অন্যদিকে, মন্ত্রীর ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নম্বর এবং হোয়াটসঅ্যাপ কথোপকথন পেয়েছিলেন তদন্তকারীরা । মনে করা হচ্ছে, সেই সকল বিষয়ে মন্ত্রীর কাছ থেকে জানতে চাইবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ এর আগে, নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের-সহ এসএসসি-র আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তাঁদের গ্রেফতার করা হয়।

ABOUT THE AUTHOR

...view details