কলকাতা, 18 ফেব্রুয়ারি: ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে । রাতের তাপমাত্রা আগামী পাঁচদিনে দুই থেকে চার ডিগ্রি বাড়বে । একইভাবে দক্ষিণবঙ্গেও আগামী পাঁচদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে ।
কয়েকদিন ধরেই দিন এবং রাতে ঠান্ডার শিরশিরানি নেই । বদলে দিনের বেলা রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে । সূর্য ডোবার পরেও গায়ে গরম জামাকাপড় না রাখলে অস্বস্তি হচ্ছে না । আলিপুর আবহাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে পারদ চড়বে । চলতি মাসের শেষ দিকে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে ঢুকে পড়বে । সর্বনিম্ন তাপমাত্রা বেশ উপরের দিকে থাকবে । শীত ফেরার কোনও সম্ভাবনা নেই আপাতত ।
বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের লাগোয়া জেলায় ঘূর্ণাবর্ত থাকায় এই রাজ্যের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে । ফলস্বরূপ আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির ভ্রুকুটি তৈরি হয়েছে । এতদিন যে হালকা ঠান্ডার আমেজ রাজ্যজুড়ে ছিল তা দূর হতে শুরু করেছে । নতুন সপ্তাহে রাজ্যের দুই বঙ্গেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ 30-এর ঘরে ঢুকবে ।