পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়বে রাতের তাপমাত্রা, উত্তরের বৃষ্টিতে কি বঙ্গে শীত ফিরবে ? - Weather Update of West Bengal

WB Weather Update: ধীরে ধীরে কমছে শীত ৷ দিনের বেলা রোদ উঠলেই আর সোয়েটার চাদর গায়ে না রাখলেও ঠান্ডা লাগছে না ৷ এটাই কী শীত বিদায়ের পূর্বাভাস ? কী বলছে আলিপুর আবহাওয়া অফিস ?

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 7:29 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে । রাতের তাপমাত্রা আগামী পাঁচদিনে দুই থেকে চার ডিগ্রি বাড়বে । একইভাবে দক্ষিণবঙ্গেও আগামী পাঁচদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে ।

কয়েকদিন ধরেই দিন এবং রাতে ঠান্ডার শিরশিরানি নেই । বদলে দিনের বেলা রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে । সূর্য ডোবার পরেও গায়ে গরম জামাকাপড় না রাখলে অস্বস্তি হচ্ছে না । আলিপুর আবহাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে পারদ চড়বে । চলতি মাসের শেষ দিকে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে ঢুকে পড়বে । সর্বনিম্ন তাপমাত্রা বেশ উপরের দিকে থাকবে । শীত ফেরার কোনও সম্ভাবনা নেই আপাতত ।

বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের লাগোয়া জেলায় ঘূর্ণাবর্ত থাকায় এই রাজ্যের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে । ফলস্বরূপ আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির ভ্রুকুটি তৈরি হয়েছে । এতদিন যে হালকা ঠান্ডার আমেজ রাজ্যজুড়ে ছিল তা দূর হতে শুরু করেছে । নতুন সপ্তাহে রাজ্যের দুই বঙ্গেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ 30-এর ঘরে ঢুকবে ।

বাংলা ক্যালেন্ডারে মাসটা ফাল্গুন । যদি কিছুটা বৃষ্টি হয়েও থাকে তাহলেও তার হাত ধরে ঠান্ডার প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই । গরম ঠান্ডার এই ওঠানামায় শরীর খারাপের সম্ভাবনা জাঁকিয়ে বসছে । এবছর যে চার দফায় শীত পাওয়া গিয়েছে তাতে ঠান্ডার আমেজ ভালোভাবে নিয়েছে শীত বিলাসীরা । আপাতত সেই নিয়ে সন্তুষ্ট থেকে আগামী শীতের জন্য অপেক্ষার কথা বলছে আলিপুর ।

শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.3 তিন ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ । আজ রবিবার দিনের আকাশ মূলত রৌদ্রোজ্জ্বল থাকার পাশাপাশি ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আরও পড়ুন :

  1. কাটবে কেমন ছুটির দিন, রাশিফলে দেখে নিন
  2. দিদির মুখোমুখি দিদি, এবার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নিতে পারেন মমতা !
  3. ওরা কি শাহাজাহানকে গ্রেফতার করতে পেরেছে? সন্দেশখালিকাণ্ডে ইডি'র কোর্টে বল ঠেললেন রাজীব

ABOUT THE AUTHOR

...view details