হায়দরাবাদ, 23 ডিসেম্বর: বিশেষজ্ঞেরা নাকি বলেছেন, ঠোঁটে ঠোঁট রাখলে সম্পর্কের দূরত্ব খুব সহজেই কমে যায়। তিলোত্তমার বুকে সেই চুমুর দিব্যি খান নর-নারী ৷ সাহসী পদক্ষেপ দেখে নীতি পুলিশরা রে রে করে ওঠেন ৷ আবার কিছু জন চুমুর সপক্ষে সরব ৷ চুম্বন বিতর্ক এর আগেও দেখেছে নেটপাড়া ৷ বলিউডের বেশ কিছু তারকা জনসমক্ষে চুম্বন খেয়ে পড়েছেন বিতর্কের জালে ৷ ফিরে দেখা যাক বিতর্কিত চুম্বন স্মৃতি ৷
রাখি সাওয়ান্ত-মিকা সিং
সালটা 2006 ৷ মিকা সিংয়ের বার্থে ডে পার্টি ৷ আচমকাই সকলের সামনে রাখি সাওয়ান্তকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রাখেন মিকা ৷ এই বিষয়ে সঙ্গীত তারকা জানিয়েছিলেন, তিনি প্রথমেই সকলকে কেক মাখানো নিয়ে বারণ করেছিলেন ৷ কিন্তু রাখি শোনেননি ৷ তাই তাঁকে শিক্ষা দেওয়ার জন্য জোর করে কিস করেন মিকা ৷ এরপর রাখি, মিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ৷ আত্মপক্ষ সমর্থনে মিকা সেই সময়ে জানিয়েছিলেন, রাখি আগে তাঁকে চুমু খেয়েছে ৷
শিল্পা শেঠ্ঠী- রিচার্ড গিয়ার
ঘটনাটা ঘটেছে 17 বছর আগে ৷ কিন্তু এই চুম্বন বিতর্ক নিয়ে আজও কথা হয় ৷ দিল্লিতে এক চ্যারিটি ইভেন্টে উপস্থিত ছিলেন শিল্পা ও হলিউড তারকা রিচার্ড ৷ সেই অনুষ্ঠানে আচমকাই শিল্পাকে জড়িয়ে ধরে গালে দেন চুম্বনের ছাপ ৷ সেই ঘটনা নিয়ে ব্যপক চর্চা হয়েছিল সেই সময় ৷ যদিও পরে রিচার্ড তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চান ৷ নিজের কর্মকাণ্ডের কারণ হিসাবে তিনি বলেছিলেন, গালে চুমু খেলে এইচআইফি রোগ হয় না, সেই অনুষ্ঠানে এটা বোঝানোর জন্যই নাকি তিনি শিল্পাকে আচমকা চুমু খান ৷
মহেশ ভাট-পূজা ভাট
সম্পর্কে বাবা-মেয়ে ৷ কিন্তু 1992 সালে এক ফটোশুটে তাঁদেরকে দেখা যায় একে অপরকে ঠোঁটে ঠোঁট রাখতে ৷ সেই ম্যাগাজিনের হেডলাইন ছিল, "যদি পূজা আমার মেয়ে না হত তাহলে আমি ওকে বিয়ে করতাম ৷" এই ঘটনা দেশজুড়ে আলোড়ন তুলেছিল ৷ পরে অবশ্য মহেশ ভাট সেই ফটোশুটের ছবিকে ফেক বলে দাবি করেছিলেন ৷
অ্যামি জ্যাকসন-প্রতীক বব্বর
2012 সালে অ্যামি জ্যাকসন তাঁর সহ-অভিনেতা প্রতীক বব্বরকে নতুন বছরের পার্টিতে কিস করেন ৷ পার্টির ভিতরের বিশেষ মুহূর্তের সেই ছবি ফ্রেমবন্দি হয় আর ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় ৷ যা নিয়ে বেশ আলোচনা হয়েছিল সেই সময় ৷
রেখা-হৃতিক রোশন
অনস্ক্রিন তাঁদেরকে মা-ছেলের চরিত্রে ৷ কই মিল গ্যায়া বা ক্রিশ ছবিতে রেখা-হৃতিক একসঙ্গে কাজ করেছেন ৷ কিন্তু এই তারকা জুটির এক বিতর্কিত মুহূর্ত চলে আসে সকলের সামনে ৷ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেখা হৃতিককে জড়িয়ে ধরে গালে কিস করার চেষ্টা করেন ৷ কিন্তু ক্যামেরায় ধরা পড়ে অস্বস্তিকর মুহূর্তের অ্যাঙ্গেল ৷ যা দেখে মনে হয় যেন হৃতিকের ঠোঁটে চুমু খাচ্ছেন রেখা ৷ সেই সময় এই ছবি নিয়ে ব্যপক সমালোচনা হয়েছিল ৷
বিপাশা বাসু- ক্রিস্টিয়ানো রোনাল্ডো
2007 সালে বলিউডে তখন রাজ করছেন বাঙালি অভিনেত্রী বিপাশা বাসু ৷ তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল পর্তুগালের লিসবনের লাজ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে অতিথি হিসাবে ৷ সেই অনুষ্ঠানের পর পার্টি ছিল নাইট ক্লাবে ৷ সেখানে ফুটবলের রাজ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ক্যামেরাবন্দি হল বিপাশা ৷ সেই ছবি নেটপাড়ায় ছড়িয়ে যেতেই সমালোচনা শুরু হয় ৷