হায়দরাবাদ, 23 ডিসেম্বর: 'মুফাসা: দ্য লায়ন কিং', 'ভিদুথলাই 2', 'ইউআই দ্য মুভি' ও চারটে বাংলা সিনেমা মুক্তির পরেও ভারতীয় বক্সঅফিসে জারি রয়েছে পুষ্পার দাপট ৷ 5 তারিখ মুক্তি পাওয়া এই ছবি 18 জিন ধরেও দর্শক জরবারে সমান জনপ্রিয় ৷
চলতি বছর ইতিমধ্যেই হাজার কোটির ক্লাবে ঢুকে পুষ্পা 2 ইতিহাস তৈরি করেছে ৷ এবার আরও এক রেকর্ড তৈরির অপেক্ষায় ৷ ভারতীয় বক্সঅফিসে 1100 কোটি পার করা এখন প্রধান লক্ষ্য় ৷
- পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন 18তম দিন
ভারতীয় বক্সঅফিসে এই মুহূর্তে পুষ্পা 2 আয় করে নিয়েছে 1 হাজার 62.9 কোটি টাকা ৷ তৃতীয় রবিবার (18তম দিন) এই ছবির আয় হয়েছে 33.25 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্র্য়াকার স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে প্রতিযোগিতা থাকার পরেও ছবির আয় উইকেন্ডে বেড়েছে 34.34 শতাংশ ৷ বিশেষ করে দুপুর ও রাতের শোয়ে যথাক্রমে ভিড় বেড়েছে 62.96 ও 40.56 শতাংশ ৷ তেলুগু ভার্সনে ছবির দর্শক সংখ্যার রেট বেড়েছে 51.10 শতাংশ ৷ অন্যদিকে হিন্দিতে দর্শক সংখ্যার রেট 50.13 শতাংশ ৷
#Pushpa2 reaffirms its supremacy yet again... The Saturday numbers prove that the #AlluArjun starrer shows no signs of slowing down.
— taran adarsh (@taran_adarsh) December 22, 2024
Looking ahead, #Pushpa2 is expected to unleash a #Boxoffice rampage during the #Christmas and #NewYear holidays.#Pushpa2 [Week 3] Fri 12.50 cr,… pic.twitter.com/HqTlFGmRMT
ছবি মুক্তির প্রথম সপ্তাহে আয় হয় 725.8 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহে ঘরে আসে 264.8 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, বড়দিন ও নতুন বছরের আবহে এই ছবির আয় আরও উপর দিকে যাবে ৷
THE NUMBER ONE FILM AT THE HINDI BOX OFFICE continues its might 💥💥#Pushpa2TheRule collects 645 CRORES NETT in Hindi in 16 days - an ALL TIME RECORD with the highest collection ever for a Hindi Film ❤🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) December 21, 2024
Book your tickets now!
🎟️ https://t.co/tHogUVEOs1#Pushpa2… pic.twitter.com/StUAF4I75j
দিন/সপ্তাহ | ভারতে নেট কালেকশন |
প্রথম সপ্তাহ | 725.8 কোটি টাকা |
দ্বিতীয় সপ্তাহ | 264.8 কোটি টাকা |
16তম দিন | 13.75 কোটি টাকা |
17 তম দিন | 24.75 কোটি টাকা |
18 তম দিন | 33.25 কোটি টাকা (সম্ভাব্য অনুমান) |
মোট | 1062. 9 কোটি টাকা |
প্রসঙ্গত, উত্তর ভারতে ছবির প্রেক্ষাগৃহ নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল ৷ খবর অনুযায়ী, পিভিআর, আইনক্স-এর মতো প্রেক্ষাগৃহগুলি থেকে ছবি নামিয়ে নেওয়া হয়েছিল ৷ মতানৈক্যের কারণে এমনটা হয় বলে জানা যায় ৷ পরে অবশ্য সমস্যা মিটে যায় ৷ প্রেক্ষাগৃহগুলিতে আবার দেওয়া হয় পুষ্পা 2 ৷
সুকুমার পরিচালিত ও মাইথিরি মুভি মেকার্স প্রযোজিত ছবি একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে ৷ আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মন্দানা, ফাওহাদ ফাসিল, ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল, অজয় ঘোষ অভিনীত ছবি নতুন আর কোন কোন নজির তৈরি করে, নজর সেই দিকে ৷