ETV Bharat / entertainment

ঝুকেগা নেহি 'পুষ্পা', প্রতিযোগিতাকে ডোন্ট কেয়ার আল্লু অর্জুনের ছবির - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

প্রতিযোগিতায় মুখে পড়েও বক্সঅফিসে হারিয়ে যায়নি আল্লু অর্জুনের 'পুষ্পা 2' ৷ ভারতে 18 শতাংশের বেশি বাড়ল আয় ৷ কত এল ঝুলিতে?

Etv Bharat
পুষ্পা 2 বক্সঅফিস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 23, 2024, 11:57 AM IST

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: 'মুফাসা: দ্য লায়ন কিং', 'ভিদুথলাই 2', 'ইউআই দ্য মুভি' ও চারটে বাংলা সিনেমা মুক্তির পরেও ভারতীয় বক্সঅফিসে জারি রয়েছে পুষ্পার দাপট ৷ 5 তারিখ মুক্তি পাওয়া এই ছবি 18 জিন ধরেও দর্শক জরবারে সমান জনপ্রিয় ৷

চলতি বছর ইতিমধ্যেই হাজার কোটির ক্লাবে ঢুকে পুষ্পা 2 ইতিহাস তৈরি করেছে ৷ এবার আরও এক রেকর্ড তৈরির অপেক্ষায় ৷ ভারতীয় বক্সঅফিসে 1100 কোটি পার করা এখন প্রধান লক্ষ্য় ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন 18তম দিন

ভারতীয় বক্সঅফিসে এই মুহূর্তে পুষ্পা 2 আয় করে নিয়েছে 1 হাজার 62.9 কোটি টাকা ৷ তৃতীয় রবিবার (18তম দিন) এই ছবির আয় হয়েছে 33.25 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্র্য়াকার স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে প্রতিযোগিতা থাকার পরেও ছবির আয় উইকেন্ডে বেড়েছে 34.34 শতাংশ ৷ বিশেষ করে দুপুর ও রাতের শোয়ে যথাক্রমে ভিড় বেড়েছে 62.96 ও 40.56 শতাংশ ৷ তেলুগু ভার্সনে ছবির দর্শক সংখ্যার রেট বেড়েছে 51.10 শতাংশ ৷ অন্যদিকে হিন্দিতে দর্শক সংখ্যার রেট 50.13 শতাংশ ৷

ছবি মুক্তির প্রথম সপ্তাহে আয় হয় 725.8 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহে ঘরে আসে 264.8 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, বড়দিন ও নতুন বছরের আবহে এই ছবির আয় আরও উপর দিকে যাবে ৷

দিন/সপ্তাহভারতে নেট কালেকশন
প্রথম সপ্তাহ725.8 কোটি টাকা
দ্বিতীয় সপ্তাহ264.8 কোটি টাকা
16তম দিন13.75 কোটি টাকা
17 তম দিন24.75 কোটি টাকা
18 তম দিন33.25 কোটি টাকা (সম্ভাব্য অনুমান)
মোট1062. 9 কোটি টাকা

প্রসঙ্গত, উত্তর ভারতে ছবির প্রেক্ষাগৃহ নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল ৷ খবর অনুযায়ী, পিভিআর, আইনক্স-এর মতো প্রেক্ষাগৃহগুলি থেকে ছবি নামিয়ে নেওয়া হয়েছিল ৷ মতানৈক্যের কারণে এমনটা হয় বলে জানা যায় ৷ পরে অবশ্য সমস্যা মিটে যায় ৷ প্রেক্ষাগৃহগুলিতে আবার দেওয়া হয় পুষ্পা 2 ৷

সুকুমার পরিচালিত ও মাইথিরি মুভি মেকার্স প্রযোজিত ছবি একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে ৷ আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মন্দানা, ফাওহাদ ফাসিল, ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল, অজয় ঘোষ অভিনীত ছবি নতুন আর কোন কোন নজির তৈরি করে, নজর সেই দিকে ৷

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: 'মুফাসা: দ্য লায়ন কিং', 'ভিদুথলাই 2', 'ইউআই দ্য মুভি' ও চারটে বাংলা সিনেমা মুক্তির পরেও ভারতীয় বক্সঅফিসে জারি রয়েছে পুষ্পার দাপট ৷ 5 তারিখ মুক্তি পাওয়া এই ছবি 18 জিন ধরেও দর্শক জরবারে সমান জনপ্রিয় ৷

চলতি বছর ইতিমধ্যেই হাজার কোটির ক্লাবে ঢুকে পুষ্পা 2 ইতিহাস তৈরি করেছে ৷ এবার আরও এক রেকর্ড তৈরির অপেক্ষায় ৷ ভারতীয় বক্সঅফিসে 1100 কোটি পার করা এখন প্রধান লক্ষ্য় ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন 18তম দিন

ভারতীয় বক্সঅফিসে এই মুহূর্তে পুষ্পা 2 আয় করে নিয়েছে 1 হাজার 62.9 কোটি টাকা ৷ তৃতীয় রবিবার (18তম দিন) এই ছবির আয় হয়েছে 33.25 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্র্য়াকার স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে প্রতিযোগিতা থাকার পরেও ছবির আয় উইকেন্ডে বেড়েছে 34.34 শতাংশ ৷ বিশেষ করে দুপুর ও রাতের শোয়ে যথাক্রমে ভিড় বেড়েছে 62.96 ও 40.56 শতাংশ ৷ তেলুগু ভার্সনে ছবির দর্শক সংখ্যার রেট বেড়েছে 51.10 শতাংশ ৷ অন্যদিকে হিন্দিতে দর্শক সংখ্যার রেট 50.13 শতাংশ ৷

ছবি মুক্তির প্রথম সপ্তাহে আয় হয় 725.8 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহে ঘরে আসে 264.8 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, বড়দিন ও নতুন বছরের আবহে এই ছবির আয় আরও উপর দিকে যাবে ৷

দিন/সপ্তাহভারতে নেট কালেকশন
প্রথম সপ্তাহ725.8 কোটি টাকা
দ্বিতীয় সপ্তাহ264.8 কোটি টাকা
16তম দিন13.75 কোটি টাকা
17 তম দিন24.75 কোটি টাকা
18 তম দিন33.25 কোটি টাকা (সম্ভাব্য অনুমান)
মোট1062. 9 কোটি টাকা

প্রসঙ্গত, উত্তর ভারতে ছবির প্রেক্ষাগৃহ নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল ৷ খবর অনুযায়ী, পিভিআর, আইনক্স-এর মতো প্রেক্ষাগৃহগুলি থেকে ছবি নামিয়ে নেওয়া হয়েছিল ৷ মতানৈক্যের কারণে এমনটা হয় বলে জানা যায় ৷ পরে অবশ্য সমস্যা মিটে যায় ৷ প্রেক্ষাগৃহগুলিতে আবার দেওয়া হয় পুষ্পা 2 ৷

সুকুমার পরিচালিত ও মাইথিরি মুভি মেকার্স প্রযোজিত ছবি একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে ৷ আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মন্দানা, ফাওহাদ ফাসিল, ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল, অজয় ঘোষ অভিনীত ছবি নতুন আর কোন কোন নজির তৈরি করে, নজর সেই দিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.