ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাধ্যমিক পরীক্ষায় নকলে বাঁধা, জলপাইগুড়িতে ক্লাসরুমে ভাঙচুর - Madhyamik exam

Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষায় নকলে বাঁধা দেওয়ায় জলপাইগুড়িতে ক্লাসরুমে ভাঙচুর ছাত্রদের ৷ ঘটনাটি পাঁচিরাম নাহাটা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৷ বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে আগেও স্কুল ভাঙচুরের অভিযোগ রয়েছে ৷

Students vandalised classrooms
ক্লাসে ভাংচুর ছাত্রদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 8:18 PM IST

Updated : Feb 5, 2024, 8:39 PM IST

পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষায় নকলে বাঁধা দেওয়ায় ক্লাসরুমে ভাঙচুর চালানোর অভিযোগ একদল ছাত্রের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পাঁচিরাম নাহাটা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে । যদিও এই ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি জেলা স্কুল পরিদর্শকের ।জলপাইগুড়ি পাঁচিরাম নাহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ দাস বলেন, "বেলাকোবা স্কুলের পরীক্ষার সিট পড়েছিল আমাদের স্কুলে । বেলাকোবা স্কুলের ছাত্রদের সিট কোনও স্কুল নিতে চায় না । মুদিপাড়া স্কুল তাদের সিট নেয়নি ৷ কিন্তু আমরা এবার তাদের সিট নিয়েছি । তারা যেভাবে আমাদের স্কুলে জানালা-সহ ফ্যান ভাঙল, তা ঠিক করেনি । বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোটা বিষটি পর্ষদকে জানিয়েছেন।"

পাঁচিরাম নাহাটা স্কুলে পরীক্ষার সিট পরেছে বেলাকোবা উচ্চ বিদ্যালয় ও মান্তাদারি স্কুলের ছাত্রছাত্রীদের ৷ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল আজ ৷ সেই পরীক্ষা শুরুর পরেই বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের কিছু ছাত্র নকল করছিল বলে অভিযোগ ৷ আর তাতে বাঁধা দেন শিক্ষকরা ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়ে একদল ছাত্র ৷ অভিযোগ, দুটি ক্লাসরুমের ফ্যান, সুইচবোর্ড ও জানালা সম্পূর্ণ ভেঙে দেয় ওই ছাত্রের দল । জানা গিয়েছে, এর আগেও ওই বিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে ।

স্কুলের তরফে বিষয়টি প্রথমে লুকিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷ তবে পরবর্তী সময়ে গোটা বিষয়টি পর্ষদকে জানানো হয়েছে । এ দিন পর্ষদ সভাপতির ফোন পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি জেলার মাধ্যমিক পরীক্ষার কনভেনর সুগত মুখোপাধ্যায়-সহ বিডিও অফিসের আধিকারিকরা ।

আরও পডুন:

  1. একে কি প্রশ্নফাঁস বলা যায় ? মাধ্যমিকের হাল-হকিকত দেখতে গিয়ে শিলিগুড়িতে বললেন পর্ষদ সভাপতি
  2. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
  3. মাধ্যমিক পরীক্ষার্থীর ফোন নম্বর না-পেয়ে খেলনা বন্দুক দেখিয়ে ভয়, আটক তিন 'রোমিও'!
Last Updated : Feb 5, 2024, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details