জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষায় নকলে বাঁধা দেওয়ায় ক্লাসরুমে ভাঙচুর চালানোর অভিযোগ একদল ছাত্রের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পাঁচিরাম নাহাটা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে । যদিও এই ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি জেলা স্কুল পরিদর্শকের ।জলপাইগুড়ি পাঁচিরাম নাহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ দাস বলেন, "বেলাকোবা স্কুলের পরীক্ষার সিট পড়েছিল আমাদের স্কুলে । বেলাকোবা স্কুলের ছাত্রদের সিট কোনও স্কুল নিতে চায় না । মুদিপাড়া স্কুল তাদের সিট নেয়নি ৷ কিন্তু আমরা এবার তাদের সিট নিয়েছি । তারা যেভাবে আমাদের স্কুলে জানালা-সহ ফ্যান ভাঙল, তা ঠিক করেনি । বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোটা বিষটি পর্ষদকে জানিয়েছেন।"
পাঁচিরাম নাহাটা স্কুলে পরীক্ষার সিট পরেছে বেলাকোবা উচ্চ বিদ্যালয় ও মান্তাদারি স্কুলের ছাত্রছাত্রীদের ৷ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল আজ ৷ সেই পরীক্ষা শুরুর পরেই বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের কিছু ছাত্র নকল করছিল বলে অভিযোগ ৷ আর তাতে বাঁধা দেন শিক্ষকরা ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়ে একদল ছাত্র ৷ অভিযোগ, দুটি ক্লাসরুমের ফ্যান, সুইচবোর্ড ও জানালা সম্পূর্ণ ভেঙে দেয় ওই ছাত্রের দল । জানা গিয়েছে, এর আগেও ওই বিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে ।