কলকাতা, 15 অগস্ট: আরজি কর কাণ্ড নিয়ে এবার পুলিশের উর্দির নেমপ্লেটের গোলক ধাঁধা । আরজি করে বুধবার মধ্যরাতে যে তাণ্ডব চলে সেই ঘটনায় পুলিশ 12 জনকে গ্রেফতার করেছে । ধৃতদের আজ শিয়ালদা আদালতে পেশ করা হয় ৷ টালা থানার যে পুলিশকর্মী ধৃতদের নিয়ে আসেন তিনি কাঠগড়ায় ওঠার সময় সন্দেহ হয় আইনজীবীদের ।
তখনই আইনজীবীদের তরফ থেকে বিচারকের কাছে আবেদন করা হয় ওই পুলিশকর্মীর নাম জিজ্ঞাসা করতে । এরপর, বিচারক নাম জিজ্ঞাসা করলে তিনি তার নাম বলেন । অথচ, কোটরুমের আইনজীবীরা দেখতে পান ওই পুলিশকর্মী যে নাম বললেন আর তার উর্দিতে অন্য নাম লেখা ৷ এরপরেই বিচারক তাঁর কাছ থেকে জানতে চান যে, আপনি আপনার যে নাম বলছেন তার সঙ্গে তো আপনার উর্দিতে যে নাম লেখা রয়েছে কোনও মিল নেই । তখন পুলিশের তরফ থেকে দাবি করা হয়, গতকাল রাত থেকে তাঁরা কর্তব্যরত অবস্থায় রয়েছেন । এই তাড়াহুড়োর মাঝে তিনি ভুল করে অন্য পুলিশকর্মীর নেমপ্লেট লাগানো উর্দি পরে চলে এসেছেন । এরপর ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় । পাশাপাশি, ওই তদন্তকারী আধিকারিককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷