পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুমতি নেই পুলিশের, অভয়া-মঞ্চে পালিত হল 'বিচারহীন 100 দিন' কর্মসূচি

আরজি করের ঘটনার 100 দিন পার হল । রবিবার সন্ধ্যায় আবারও পথে নামল কলকাতা। মশাল মিছিল থেকে মানববন্ধন- প্রতিবাদে মুখর তিলোত্তমা।

RG KAR CASE 100 DAYS
'বিচারহীন 100 দিন' কর্মসূচি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 17 নভেম্বর: ছিল না পুলিশের অনুমতি। আর তাই সকাল থেকে মঞ্চ বাঁধতে বাধা দেয় পুলিশ। অবশেষে নিজেদের হাতে দায়িত্ব তুলে নিয়ে মঞ্চ গড়লেন আন্দোলনকারী চিকিৎসকরা। আরজি কর কাণ্ডের একশো দিনে আবারও বিচারের দাবিতে সামিল হল কলকাতা। মশাল মিছিলের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের তরফে সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে শ্যামবাজারে। আলাদা করে কর্মসূচি পালন করেছে 'অভয়া-মঞ্চ'।

শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের বাইরে রবিবার এই মঞ্চ গড়ে তোলা হয়। 'অভয়ার বিচারহীন 100 দিন' স্লোগানকে সামনে রেখেই তৈরি হয় এই মঞ্চ। নির্যাতনের বিচার চেয়ে 'অভয়া মঞ্চে'র তরফে নেওয়া হয়েছিল একাধিক কর্মসূচি। সেই অনুষ্ঠানেরই অবশ্য কোনও অনুমতি দেয়নি পুলিশ।

'বিচারহীন 100 দিন' কর্মসূচি (ইটিভি ভারত)

এদিকে রবিবাসরীয় সন্ধ্যায় 100 মিনিটের জন্য স্তব্ধ হয় শ্যামবাজার পাঁচমাথা মোড়। সমস্ত গাড়ির চাকা থেমে যায়। মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। নীরবতা পালন করা হয় 100 মিনিটের জন্য। অন্যদিকে, একটি মশাল মিছিল হয় শ্যামবাজার পর্যন্ত। এর পাশাপাশি শ্যামবাজারে রাত 9টা থেকে জুনিয়র চিকিৎসকদের সমাবেশও শুরু হয়েছে।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার 100 দিন পার হয়ে গিয়েছে। রবিবার পানিহাটি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি মিছিলও হয় ৷ এর পর 'অভয়া মঞ্চে'র তরফে একটি জমায়েত করার ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই মঞ্চ বাঁধতে বাধা দেয়নি শ্যামপুকুর থানা। এই প্রসঙ্গে চিকিৎসক মানস গুমটা বলেন, "পাঁচটার মধ্যে মঞ্চ বাঁধার কাজ শেষ হত। ঠিক ছিল, এই মঞ্চে এসে দ্রোহের সংস্কৃতি পালন করা হবে। কিন্তু সেখানে পুলিশ বাধা দিল। আমি একজন চিকিৎসক। কিন্তু আজ আমায় গার্ডরেল নিয়ে আসতে হল। রাস্তা আটকানোর কাজও আমাদেরই করতে হল।"

ABOUT THE AUTHOR

...view details