আরামবাগ, 8 মে: দুর্গাপুরে মিছিলে হাঁটছিলেন, কিন্তু মন পড়েছিল শীর্ষ আদালতের রায়ের দিকে ৷ স্বাভাবিকভাবেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট প্রায় 26 হাজার শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখায় তাঁর মন তৃপ্ত হয়েছে ৷ বুধবার মিতালি বাগের সমর্থনে আরামবাগ থেকে 2016 এসএসসি প্যানেল বাতিল নিয়ে শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশকে এভাবেই ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু তাই নয়, এই প্রসঙ্গে বিজেপি'কে 'চাকরিখেকো বাঘ' আখ্যা দিয়েও তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো ৷
মঙ্গলবার সুপ্রিম নির্দেশের পরই তাঁর অভিমত ব্যক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ মমতা জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের রায়ে তিনি বাস্তবিকই খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানানোর পাশাপাশি সুপ্রিম কোর্টকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এদিনও একই সুরেই মমতা বলেন, "আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের চিন্তা করবেন না বন্ধুরা, দেশে অনেক মানুষ আছে ৷ আমরাও আছি, আমরাও আপনাদের সঙ্গে আছি, ভয় পাবেন না ৷"