পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কুলতলির নির্যাতিতা নাবালিকার বাবা-মায়ের - KULTALI RAPE MURDER CASE

জয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর খুন করার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর ৷ এই ঘটনায় নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী ৷

Kultali Rape Murder Case
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন জয়নগরের নাবালিকার পরিবার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 9:00 AM IST

কলকাতা, 22 অক্টোবর: সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে এসেছিলেন কুলতলিতে ধর্ষণ ও খুনে মৃত নাবালিকার পরিবার ৷ তাঁরা বিকেল তিনটে নাগাদ নবান্নে পৌঁছন ৷ নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁদের নবান্নে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এক ঘণ্টারও বেশি সময় ধরে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷

জানা গিয়েছে, এই বৈঠকে নির্যাতিতার বাবা-মা ছাড়াও পরিবারের আরও দুই সদস্য ছিলেন ৷ এছাড়া তাঁদের সঙ্গে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের পাঁচ বিধায়ক ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এবং ক্যানিং পশ্চিমের বিধায়কও ৷

এদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় ৷ তারই মাঝে জয়নগরে মৃত নাবালিকার পরিবারটির সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ৷ সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, "তাঁদের দাবি ছিল ন্যায় বিচার চাই ৷ অপরাধীর ফাঁসি চাই ৷ সরকারের তরফে তাঁদের আশ্বস্ত করা হয়েছে ৷ তাঁদের পাশেই আছে সরকার ৷ সরকারের পক্ষ থেকে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে ৷ এক্ষেত্রে দোষীর যেন চূড়ান্ত শাস্তি অর্থাৎ ফাঁসি হয়, তার জন্য চেষ্টা করবে সরকার ৷"

জয়নগরে নাবালিকা ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে রাজ্য সরকার ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে ৷ পরিবারের পক্ষ থেকে এই তদন্তকারী দলে তাঁদের পছন্দের এক আধিকারিককে রাখার সুপারিশ করা হয়েছে ৷ রাজ্য সরকার সেই দাবি মেনে নিয়েছে ৷

পুজোর আগে গত 5 অক্টোবর দক্ষিণ 24 পরগনার জয়নগর এলাকায় বাড়ির কাছে একটি জলাজমি থেকে উদ্ধার হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহ ৷ এই ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ৷ অভিযোগ ওঠে, নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফেরার পথে তাঁকে ধর্ষণের পর খুন করা হয় ৷ পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে ৷ দফায় দফায় বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর, মহিষমারি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয় এক অভিযুক্ত ৷

ABOUT THE AUTHOR

...view details