সিবিআই দফতরের বাইরে সাংবাদিক সম্মেলন থেকে জুনিয়র চিকিৎসকরা আরও জানালেন তাঁরা 27 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছেন। নির্যাতিতা বিচার না পেলে তাঁরা আবার আন্দোলন শুরু করবেন ।
LIVE UPDATES: সিবিআই হেফাজতে সন্দীপ-অভিজিৎ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের নারকো পরীক্ষার আবেদন - Kolkata rape and murder case - KOLKATA RAPE AND MURDER CASE
Published : Sep 19, 2024, 1:14 PM IST
|Updated : Sep 19, 2024, 7:14 PM IST
সুপ্রিম কোর্টে শুরু আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার পরবর্তী শুনানি 27 সেপ্টেম্বর ৷ তার আগে রাজ্য সরকারের সঙ্গে বারবার বৈঠকেও কর্মবিরতি উঠল না জুনিয়র চিকিৎসকদের ৷ বুধবার নবান্ন সভাঘরে প্রায় 5 ঘণ্টা ধরে চলা জুনিয়র চিকিৎসক ও রাজ্য সরকারের বৈঠকে জট কাটার ইঙ্গিত মেলে ৷ বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে তাঁদের দাবি মেনে একগুচ্ছ পদক্ষেপ করায় আপাতত কর্মবিরতি ছেড়ে কাজে ফেরার কথা ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকরা ৷ শনিবার থেকে কাজে যোগ দেবেন তাঁরা ৷ তবে জরুরি বিভাগে পরিষেবা শুরু করবেন ৷ প্রায় 11 দিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান চলছিল জুনিয়র চিকিৎসকদের । শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে তাঁদের সেই অবস্থান মঞ্চ খোলা হয় ৷
গত সোমবার রাতে নিজের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টার ম্যারাথন বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি(নর্থ) এবং রাজ্যের শীর্ষ দুই স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দেওয়া হয় ৷
LIVE FEED
আবারও আন্দোলনের হুঁশিয়ারি
আনুষ্ঠানিকভাবে উঠল ধর্না
স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন জুনিয়র চিকিৎসকরা । এরপর আনুষ্ঠানিকভাবে ধর্না প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা । তবে তাঁরা জানিয়েছেন, স্বাস্থ্যভবনের বিক্ষোভ উঠলেও কলেজে কলেজে অবস্থান বিক্ষোভ চলবে । পাশাপাশি তাঁরা জানান, বন্যা দুর্গতদের পাশে তাঁরা থাকবেন ।
সন্দীপের নারকো পরীক্ষা করাতে চায় সিবিআই
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নারকো পরীক্ষা করাতে চায় সিবিআই । এই মর্মে শিয়ালদা আদালতে আর্জি জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।
সন্দীপ, অভিজিতের সিবিআই হেফাজত
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অজিজিৎ মণ্ডলকে 25 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দিল শিয়ালদা আদালত ।
সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র চিকিৎসকরা
কর্মবিরতি প্রত্যাহার করে শনিবার থেকে কাজে যোগ দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তার আগে শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করছেন জুনিয়র চিকিৎসকরা ।
পথে নাগরিক সমাজ
আবারও পথে নামল নাগরিক সমাজ । হাইল্যান্ড পার্ক থেক শ্য়ামবাজার পর্যন্ত 42 কিলোমিটার রিলে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে ।
আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন চলবে: কলতান
ভাইরাল অডিয়োা-কাণ্ডে গ্রেফতার হওয়া সিপিএম নেতা কলতান দাশগুপ্ত ছাড়া পেয়েই জানিয়ে দিলেন আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন চলবে ৷ এদিন মালা, ফুলের তোড়া ও লাল আবিরে সদ্য মুক্তিপ্রাপ্ত নেতাকে বরণ করলেন সিপিএম ছাত্র যুবরা। স্লোগানে স্লোগানে গমগম করল থানা চত্ত্বর । মুক্ত হয়েই সটান হাজির হলেন সিপিএমের ছাত্র, যুব, মহিলাদের শ্যামবাজার চলা অবস্থান মঞ্চে। সেখানেই জানান, বিচার চেয়ে যে আন্দোলন হচ্ছে, আন্দোলনকারীদের ভয় দেখাতে ষড়যন্ত্র করে তাঁকে গ্রেফতার করা হয়েছিল । তিনি এতে বিন্দুমাত্র ভয় পাননি । বরণ আগামিদিনে লড়াইয়ে আরও উদ্যম পেয়েছেন ।
বন্যাবিধ্বস্ত পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দিল জুনিয়র চিকিৎসকদের 11 জনের প্রতিনিধি দল
আরজি কর-সহ রাজ্যের তিনটি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের দল যাচ্ছে বন্যাবিধ্বস্ত এলাকাগুলিতে । স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের অবস্থানে সময় বহু সাধারণ মানুষ বিভিন্ন সামগ্রী পাঠিয়েছিলেন । খাদ্য থেকে শুরু করে ত্রিপল, যে সমস্ত জিনিস ভালোবাসায় পাঠিয়ে ছিলেন আমজনতা । সেইগুলোই এবার তাঁরা পৌঁছে দেবেন বন্যা কবলিত এলাকার মানুষের কাছে । ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের 11 জনের প্রতিনিধি বেরিয়ে গিছেয়েন পাঁশকুড়ার উদ্দেশ্যে । সেখানে গিয়ে বিভিন্ন বস্ত্রের পাশাপাশি ওষুধ ও চিকিৎসা পরিষেবা দেবেন জুনিয়র চিকিৎসকরা ৷
স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ খোলা হচ্ছে
আন্দোলনের আংশিক জয় জুনিয়র চিকিৎসকদের। সেই কারণে আংশিকভাবে কর্মবিরোধী তুলছেন তাঁরা। শনিবার থেকে জরুরি পরিষেবায় যুক্ত হবেন জুনিয়র চিকিৎসকরা ৷ শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে তাঁদের অবস্থান মঞ্চ খোলা হচ্ছে ৷ তারপর স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্সে পর্যন্ত একটি মিছিল করবেন তাঁরা। মিছিলের পরে যে যার মেডিকেল কলেজে ফিরে যাবেন ৷ সেখানেই এবার থেকে চলবে তাঁদের অবস্থান।
থ্রেট-কালচারের অভিযোগ, 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করল কল্যাণী জেএনএম
রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে থ্রেট কালচার চলছে বলে অভিযোগ উঠেছে ৷ এই ভয় দেখানোর সংস্কৃতি বন্ধে কড়া পদক্ষেপ করল কল্যাণীর জেএনএম হাসপাতাল ৷ থ্রেট-কালচারের অভিযোগে বহিষ্কার করা হল 40 জন ডাক্তারি পড়ুয়াকে ৷ ওই পড়ুয়াদের বিরুদ্ধে অন্য পড়ুয়াদের হুমকি দেওয়া, ভয় দেখানোর অভিযোগ উঠেছে ৷ কলেজ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷
শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র ডাক্তাররা
শুক্রবারের মিছিলে সাধারণ মানুষকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন জুনিয়র ডাক্তাররা ৷ সুপ্রিম কোর্টের উপরও নজর থাকবে ৷ পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক ও রিলিফ ক্যাম্প করা হবে এদিন জানান জুনিয়র ডাক্তাররা ৷ মানুষের থেকে পাওয়া সকল সহযোগিতা দুর্গতদের পরিষেবায় বিলিয়ে দিতে চান ৷ তবে এটাও তাঁরা জানিয়েছেন যে, অবস্থান বিক্ষোভ উঠলেও দাবি না মানা হলে আগামিদিন আরও বড় আন্দোলনে যাবেন ৷
জুনিয়র চিকিৎসকদের জরুরি পরিষেবা দেওয়ার ঘোষণা
শুক্রবার বিকেল 3টের সময় স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা ৷ শনিবার থেকে তাঁরা কাজে যোগদান করবেন ৷ তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ডিউটি করবেন তাঁরা ৷ তবে আন্দোলন চলবে ৷ প্রয়োজন হলে পূর্ণ কর্মবিরতিতেও ফিরবেন ৷ এমনটাই জানালেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁরা এদিন বলেন, যতদিন আমাদের বোনের সঠিক বিচারে দোষীদের সাজা না দিতে পারি ততদিন আন্দোলন চলবে ৷ আপনাদের জোগানো সাহস আমরা মাথা পেতে নিলাম ৷ এই আন্দোলন চলবে ৷ আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই; এই স্লোগান তুলেই শুক্রে সিজিও কমপ্লেক্স অভিযান জুনিয়র ডাক্তারদের ৷
কলকাতার রাজপথ দখলের ডাক মীনাক্ষীদের
আরজি কর ইস্যুতে শুধু শহর কলকাতা নয়, গ্রাম মফঃস্বলের মানুষও পথে নেমেছেন । সেই গ্রাম মফঃস্বলের মানুষের কাছে আবেদন জানিয়ে আগামী 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা বারোটায় কলকাতার রাজপথ দখলের ডাক দিলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ।
জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তৈরি নির্দেশিকা স্বাস্থ্যভবনে পাঠাল রাজ্য
স্বাস্থ্যভবনের সচিবকে 10 দফা নির্দেশিকা দিল রাজ্য সরকার ৷ জুনিয়র ডাক্তারদের দাবি মেনে এই নির্দেশিকা তৈরি হয়েছে ৷ বুধবারের বৈঠকে চিকিৎসকরা এই দাবিগুলির কথা বলেছিলেন ৷
ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তর জামিন মঞ্জুর করল হাইকোর্ট
শনিবার সকালে সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্তকে একটি মোবাইল ফোনের কথোপকথনের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ ৷ সেদিনই তাঁকে আদালতে পেশ করে বিধাননগর পুলিশ কমিশনেরটের তরফে অভিযোগে বলা হয় স্বাস্থ্যভবনের সামনে চলা জুনিয়র চিকিৎসকদের ধর্ণামঞ্চে হামলার পরিকল্পনা করেছিলেন কলতান ও আরও কয়েকজন। বিধাননগর আদালতের বিচারক কলতানকে 20 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। সোমবার আদালতে ছুটি থাকায়, মঙ্গলবার কোর্ট খুলতেই কলতানের মুক্তির দাবিতে মামলা দায়ের হয় ৷ তাতেই জামিন মঞ্জুর হল ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্তর ৷
স্বাস্থ্যভবনের দুর্নীতি নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা
দুর্নীতির প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "পবন অরোরা অঙ্কুশ অরোরার কোম্পানিকে ভাইপোর আত্মীয়কে সব টেন্ডার দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়ের কোম্পানিকেও টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে ৷ ভুয়ো কোম্পানি তৈরি করে টেন্ডার দুর্নীতি হয়েছে ৷ 2016 সাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির নামে দুর্নীতি হয়েছে ৷ টেন্ডার না ডেকে 2 কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে ৷ টেন্ডার পাওয়ার পরই বন্ধ হয়ে যায় কোম্পানি ৷ বেশিরভাগ টেন্ডার পেয়েছে 5 কোম্পানি ৷ নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বনসল প্রত্যেকে বেআইনিভাবে বেনামে সম্পত্তি করেছেন ৷ আমরা চাই ইডি এই সবটা দেখুক ৷ স্বাস্থ্য দফতরের কর্তাদের নামে প্রচুর বেআইনি সম্পত্তি রয়েছে ৷ টেন্ডার না ডেকে স্বাস্থ্য দফতর স্পেশাল নোট করে ওয়ার্ক অর্ডার করেছে যে অভিযোগ আখতার আলি এর আগেই করেছিলেন ৷ কোভিডের সময়ও সরঞ্জমা, মাস্ক, গ্লাভস নিয়েও দুর্নীতি হয়েছে ৷ এই সব কিছুর উপরে হাত ছিল ডাক্তার শ্যামাপ্রসাদ দাসের ৷ হেলথ রিক্রুটমেন্ট সার্ভিসের মাধ্যমেও নিয়োগ দুর্নীতি হয়েছে এমনকী হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেও দুর্নীতি হয়েছে ৷ আমি দাবি করছি ইডি হেলথ রিক্রুটমেন্ট-সহ দুর্নীতির সবকটি মামলা নিজেদের হাতে নেবে ৷ কেন্দ্রের স্বাস্থ্য মিশনের টাকাও নয়-ছয় হয়েছে ৷ বাজার দরের থেকে অনেকটাই বেশি দামে জিনিস কেনা হয়েছে ৷ তদন্ত হলে স্বাস্থ্যমন্ত্রী-সহ পুরো ব়্যাকেট জেলে যাবে ৷"
রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যে নামছে অভয়া ক্লিনিক
কর্মবিরতি চললেও জুনিয়র চিকিৎসকরা চালু রেখেছেন তাদের 'অভয়া ক্লিনিক'। স্বাস্থ্যভবনের সামনে যে অবস্থান মঞ্চ সেখানেই চলছে এই পরিষেবা । এবার সেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসারা দুর্গতদের পাশে থাকার সিদ্ধান্ত নিলেন ৷ বন্যা কবলিত এলাকাগুলিতে পৌঁছে যাবে অভয়া ক্লিনিক । যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে জুনিয়র চিকিৎসক ফ্রন্টের মধ্যে ৷
আর ডাক্তার নন সন্দীপ ঘোষ, বাতিল হল রেজিস্ট্রেশন
13 দিন পেরিয়ে গেলেও শো-কজের উত্তর না দেওয়ায় সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে দিল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল ৷
ভুয়ো নিয়োগপত্র হাতে ওয়ার্ডবয়, উত্তরবঙ্গ মেডিক্যালে ধরা পড়ল 2 যুবক
স্বাস্থ্যভবনের নামে ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে পুলিশের জালে দুই যুবক ৷ ধৃতদের নাম মুস্তাক আলি ও ইমরান আলি । তারা দু'জনেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা । হাসপাতালের ওয়ার্ড বয়ের নিয়োগপত্র নিয়ে বৃহস্পতিবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাজির হয় । সেখান থেকেই গ্রেফতার করা হয় তাদের ৷
আরজি কর হাসপাতালে এলেন কলকাতার নয়া নগরপাল মনোজ ভার্মা
দায়িত্ব নেওয়ার পর আরজি কর হাসপাতালে প্রথমবার এলেন কলকাতা নয়া নগরপাল মনোজ ভার্মা। তাঁর সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি ৷ কর্তাদের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন পুলিশ কমিশনার ৷
ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে চিকিৎসক সুদীপ্ত রায়
আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতির ঘটনায় এবার চিকিৎসক তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে তলব করল ইডি। আজ তাঁকে সিজিওতে আসতে বলা হয়। তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন আরজি কর হাসপাতালে রোগীকল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ৷ এর আগে সিবিআই ও ইডি সুদীপ্ত রায়ের বাড়ি ও বাগানবাড়ি-সহ নার্সিংহোমে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছিল। সেখান থেকে একাধিক নথিপত্র উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ ইডির দাবি, সরকারি হাসপাতালে সরঞ্জাম বেআইনিভাবে নিজের নার্সিংহোমে সরবরাহ করতেন সুদীপ্ত রায় ৷
আরজি কর-কাণ্ডে পুলিশের বদনাম, মনোবল বাড়াতে থানায় ভিজিট নয়া নগরপালের
পুলিশের উপরতলার আধিকারিকদের সঙ্গে নিচুতলার কর্মীদের সমন্বয় সাধনে নয়া উদ্যোগ নতুন নগরপাল মনোজ ভার্মার ৷ আজ কয়েকটি থানায় ভিজিট করেন তিনি । প্রথমে যান সিঁথি থানায় । পরে সেখান থেকে যান টালা থানায় । সেখান থেকে কাশীপুর ও চিতপুর থানায় যাওয়ার কথা রয়েছে পুলিশ কমিশনারের । এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, এটি পুরোপুরি নগরপালের সিদ্ধান্ত । পরবর্তী সময়েও এইভাবেই কাজ করবে কলকাতা পুলিশ।
আরজি কর-কাণ্ডের তদন্তে সাহায্য করব: মীনাক্ষী
সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে এলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি ৷ মীনাক্ষী এ দিন সিবিআই দফতরে দাঁড়িয়ে বলেন, "আরজি করের ঘটনায় তদন্তের সাহায্যের জন্য ডেকেছে সিবিআই ৷ সেজন্যই এসেছি ৷ ভেতরে গিয়ে দেখি কী হয় ৷ নির্যাতিতার দোষীরা যাতে তাড়াতাড়ি শাস্তি পায় সেটাই চাই ৷ আন্দোলনের মুখ ঘুরিয়ে দেওয়া যাবে না ৷"