ETV Bharat / state

লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই তৃণমূলের জয়, মানলেন শুভেন্দু - ASSEMBLY ELECTION 2024

wb assembly bye election results
বাংলার বিধানসভা উপনির্বাচনের ফলাফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 8:14 AM IST

Updated : Nov 23, 2024, 10:21 PM IST

রাজ্যের ছ'টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ ৷ ছক্কা হাঁকাল তৃণমূল ৷ কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর-সহ সব জায়গাতেই উড়ল সবুজ আবির ৷ মাদারিহাট আসন হাতছাড়া হল বিজেপি'র ৷ লোকসভা ভোটের ফল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজেপি-কে উড়িয়ে ঘাসফুল ফোটাল তৃণমূল ৷ জুলাই ও নভম্বর মিলিয়ে রাজ্যে মোট 10টি বিধানসভা উপনির্বাচনে সব ক'টি আসনেই বাজিমাত করলেন মমতা-অভিষেক ৷ আরজি কর আন্দোলনের সুফল ঘরে তুলতে পারল না বামেরা ৷ সিপিআইএমএল(এল)-এর সঙ্গে জোট বেঁধেও দাগ কাটতে ব্যর্থ লাল ঝান্ডা ৷ ছ'টি আসনেই জামানত বাজেয়াপ্ত হল বাম ও কংগ্রেসের ৷ সিতাই ও হাড়োয়ায় বিজেপি'র জামানত জব্দ ৷

LIVE FEED

6:39 PM, 23 Nov 2024 (IST)

উপনির্বাচনে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল, তাতে পাত্তা দিচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু

উপনির্বাচনের ফলে আমাদের কিছু এসে যায় না, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তাঁর কথায়,"মহারাষ্ট্রে হিন্দুত্বের জয় ৷ তবে মমতার জয়ে লক্ষ্মীর ভাণ্ডারের অবশ্যই প্রভাব রয়েছে ৷ উপনির্বাচনে ভোটই হয় না ৷ নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা ও মাদারিহাট 26-এর নির্বাচনে আমরা জিতব ৷ যেভাবে উপনির্বাচনে হেরেও ধূপগুড়িতে আমরা লোকসভায় 20 হাজার ভোটে এগিয়ে আছি ৷ এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের আরও বেশি করে রাস্তায় থাকতে হবে ৷"

6:04 PM, 23 Nov 2024 (IST)

উপনির্বাচনের ফল প্রসঙ্গে অধীর উবাচ

ছয় কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার ৷ তবে এই ভোটের সঙ্গে আরজি করের সঙ্গে কোনও সম্পর্ক নেই, বলছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তাঁর কথায়,"এখনকার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার জানে । আবাস জানে । সন্ত্রাস দেখছে । ভোট করতে দেয়নি । ভোট হয়েছে বলেই জানা নেই । মমতা দেখানোর চেষ্টা করবে 6টা আসনে জিতেছি মানেই আরজি কর যা হয়েছে সব সঠিক । ছাত্রীর উপর ধর্ষণ-খুন সব ঠিক, কারণ আমরা জিতেছি । তাহলে মহারাষ্ট্রে বলতে হয় যে, বিজেপি কাজ করেছে । বিজেপি সেখানে বিভেদ করেছে । সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে । মানুষের মধ্যে সংঘাত করে জিতেছে । এখানেও সন্ত্রাস, বিভেদ ও সাম্প্রদায়িক বিভাজন হয় । এখানে আরেকটা হয় যে, মানুষকে কিছু সাহায্য পৌঁছে দেওয়া । ফল দেখে আরজি করের ঘটনা মমতা অস্বীকার করতে পারে ৷ কিন্তু মানুষ প্রতিবাদ জানাবে । এই ফল দেখে বিচার করবেন না । মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘমেয়াদী ভুগতে হবে ।"

5:34 PM, 23 Nov 2024 (IST)

উপনির্বাচনের ফলাফল নিয়ে সুজন চক্রবর্তীর বক্তব্য

জনতার রায় তৃণমূলের পক্ষে গেলেও বামেদের ভোট বেড়েছে বলে দাবি করলেন সুজন চক্রবর্তী ৷ তাঁর কথায়, "উপনির্বাচনের ফল শাসকের পক্ষেই যায় বরাবর । পশ্চিমবঙ্গের শাসকদল তো 80 ভাগ 85 ভাগ ভোট পেয়ে জেতার জন্য আছে । আমাদের ভোট বেড়েছে । বিজেপি কমেছে । আমরা এর থেকে ভালো ফল করব ভেবেছিলাম তেমনটা নয় । তবে যত বেশি ভোট জিতেছে তত দাপটের লড়াই হয়েছে । দাপট কার থাকবে সেই নিয়ে রোজ লড়াই চলবে । আরজি কর ইস্যু ভোটের নয় । তবে সেই আন্দোলন বুঝিয়েছে মানুষের মনোভাব । বিভিন্ন বিধানসভায় 1 লাখ 30 হাজার, 1 লাখ 60 হাজার ভোট জিতেছে ৷ এগুলো আসলে ভোট নয়, জলের মধ্যে দুধ । শতাংশ অঙ্ক যারা করছেন তারা সারাবছর ধরে মারামারি গুঁতোগুঁতি করবে ।

5:26 PM, 23 Nov 2024 (IST)

বিজেপি 3026 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে না: কুণাল

রাজ্যের বিধানসভা উপনির্বাচনে ছয়ে 6 করেছে তৃণমূল ৷ বিজেপি শূন্য ৷ কুণাল বলেন, "পশ্চিমবঙ্গে বিজেপির কোনও স্থান নেই । পরাজয় সত্ত্বেও, বিজেপি নেতারা 2026 সালে ক্ষমতায় আসার কথা বলছেন । এটি কখনই সম্ভব হবে না । 2026 অনেক কোন ছার, 3026 সাল পর্যন্তও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না ।"

4:53 PM, 23 Nov 2024 (IST)

2026 আমরা জিতব, উপনির্বাচন নিয়ে মন্তব্য সুকান্তর

রাজ্যে বিধানসভা উপনির্বাচনে ৬ আসনেই 'সবুজ ঝড়' । নৈহাটি, সিতাই, হাড়োয়া, তালডেংরা, মেদিনীপুরে জয়ী তৃণমূল কংগ্রেস । এমনকি বিজেপির দখলে থাকা মাদারিহাট আসনও ছিনিয়ে নিয়েছে তৃণমূল । শক্তঘাঁটি হিসেবে পরিচিত মাদারিহাটেও পরাজিত বিজেপি । এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "উপনির্বাচনে এসব ফল হতেই পারে । তবে ২০২৬-এ বাংলায় ক্ষমতায় আমরাই আসব ।"

wb assembly bye election results
উপনির্বাচন নিয়ে মন্তব্য সুকান্তর (নিজস্ব চিত্র)

3:36 PM, 23 Nov 2024 (IST)

তৃণমূলের ছয়ে 6, তালডাংরা আসনেও ফুটল ঘাসফুল

বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 34 হাজার 82 ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু । তিনি পেয়েছেন 98 হাজার 926 ভোটি ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন 64 হাজার 844 ভোটি ৷ জয়ের পর ফাল্গুনী সিংহবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসার জন্যই তৃণমূল কংগ্রেসের এই ফলাফল । অপরদিকে, বিজেপি প্রার্থী অনন্যা রায়চক্রবর্তী জানান, বলার কিছু নেই। প্রচারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছনোর চেষ্টা করেছি ৷ মানুষের সাড়াও মিলেছিল । যিনি জয়লাভ করেছেন, তাঁর জন্য রইল অনেক অভিনন্দন ।

wb assembly bye election results
তালডাংরা আসনেও ফুটল ঘাসফুল (নিজস্ব চিত্র)

2:18 PM, 23 Nov 2024 (IST)

মাদারিহাট জয়ে বিশেষ অভিনন্দন অভিষেকের

মাদারিহাট বিধানসভায় প্রথমবার জয়ের স্বাদ পেল তৃণমূল কংগ্রেস ৷ উপনির্বাচনে 28 হাজার 168 ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৷ এর জন্য মাদারিহাটবাসীকে বিশেষ অভিনন্দন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

2:16 PM, 23 Nov 2024 (IST)

মেদিনীপুর উপনির্বাচনে জয়ী তৃণমূল

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা ৷ 33 হাজার 996 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ৷ ঘাসফুল শিবিরের সুজয় হাজরা পেয়েছেন 1 লক্ষ 15 হাজার 104 ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন 81 হাজার 108 ভোট ৷

wb assembly bye election
মেদিনীপুরের লাড্ডু বিলি তৃণমূল কর্মীদের (নিজস্ব চিত্র)

2:00 PM, 23 Nov 2024 (IST)

উপনির্বাচনে তৃণমূলের জয়ে রাজবাসী অভিনন্দন মমতার

রাজ্যে বিধানসভা উপনির্বাচনে ছক্কা হাঁকাতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ ইতিমধ্যে চারটি আসন জিতে নিয়েছে ঘাসফুল শিবির ৷ বাকি দু'টি আসেনও জয় শুধু সময়ের অপেক্ষা ৷ কিন্তু তার আগেই রাজ্যবাসীকে অভিনন্দন জানালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যা ৷

1:03 PM, 23 Nov 2024 (IST)

হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে 1 লক্ষের বেশি জয়ী তৃণমূল

হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল ৷ তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম 1,31,388 ভোটে হারালেন আইএসএফ-এর প্রার্থী পিয়ারুল ইসলামকে ৷ ফলাফল সামনে আসতে দেখা যাচ্ছে, হাড়োয়া কেন্দ্রে বিজেপি ও কংগ্রেস দুই দলের প্রার্থীই জামানত রক্ষা করতে পারেননি ৷ রবিউল ইসলাম প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নূরুল ইসলামের পুত্র ৷ নূরুল গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির রেখা পাত্রকে পরাজিত করেন ৷ তার আগে 2021 সালে হাড়োয়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন নূরুল ৷ তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম পেয়েছেন 1,57,72 ভোট ৷ আর আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছেন 25,684 ভোট ৷

12:40 PM, 23 Nov 2024 (IST)

মাদারিহাট বিধানসভায় প্রথমবার জয়ের স্বাদ পেল তৃণমূল

মাদারিহাট বিধানসভায় প্রথমবার জয়ের স্বাদ পেল তৃণমূল কংগ্রেস ৷ উপনির্বাচনে 28 হাজার 168 ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৷ তিনি পেয়েছেন 79 হাজার 186টি ভোট ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল লোহার পেয়েছেন 51 হাজার 18টি ভোট ৷

2016 থেকে এই আসন ছিল বিজেপির দখলে ৷ তার আগে এই আসনে আধিপত্য ছিল আরএসপি'র ৷ এবার মনোজ টিগ্গা আলিপুরদুয়ার থেকে লোকসভা ভোটে জিতে সাংসদ হওয়ায় মাদারিহাট বিধানসভায় উপনির্বাচন হয় ৷

12:16 PM, 23 Nov 2024 (IST)

সিতাই বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমুল

কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধান জয় তৃণমূলের ৷ 1 লক্ষ 30 হাজার 636 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ৷ তিনি পেয়েছেন 1 লক্ষ 65 হাজার 984টি ভোট ৷ তাঁর নিকটতম বিজেপি প্রার্থী দীপক রায় পেয়েছেন 35 হাজার 348 ভোট ৷

12:12 PM, 23 Nov 2024 (IST)

নৈহাটি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল

নৈহাটি বিধানসভা উপনির্বাচনে 49 হাজার 193 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে ৷ তিনি পেয়েছেন 78 হাজার 612টি ভোট ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন 29 হাজার 419টি ভোট ৷

11:59 AM, 23 Nov 2024 (IST)

মেদিনীপুর এগিয়ে তৃণমূল, লড়াইয়ে বিজেপি

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল ৷ তবে ব্যবধান খুব একটা বেশি নয় ৷ দ্বাদশ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এগিয়ে 27 হাজার 575 ভোটে।

তৃণমূল প্রার্থী পেয়েছেন 87 হাজার 93টি ভোট, বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 59 হাজার 518 ৷ আর সিপিআই প্রার্থী পেয়েছেন মাত্র 7 হাজার 896 ভোট ৷

wb assembly bye election results
মেদিনীপুরে বিধায়ককে নিয়ে নাচানাচি তৃণমূল কর্মীদের (নিজস্ব চিত্র)

11:44 AM, 23 Nov 2024 (IST)

মাদারিহাটে আট রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল

মাদারিহাটে আট রাউন্ড শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর রাহুল লোহার থেকে 28,002 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৷

11:32 AM, 23 Nov 2024 (IST)

সিতাইয়ে তৃণমূলের ব্যবধান এক লক্ষের বেশি

সিতাই বিধানসভা উপনির্বাচন জয়ের দোরগোড়ায় তৃণমূল ৷ জয়ের ব্যবধান এক লক্ষ পার ৷ একাদশ রাউন্ডের গণনা শেষে সিতাইয়ে তৃণমূল এগিয়ে রয়েছে 1 লক্ষ 15 হাজার ভোটে ।

10:44 AM, 23 Nov 2024 (IST)

নৈহাটি উপনির্বাচনে জয়ের দোরগোড়ায় তৃণমূল প্রার্থী সনৎ দে

নৈহাটি উপনির্বাচনে জয়ের দোরগোড়ায় তৃণমূল প্রার্থী সনৎ দে ৷ টার্গেট ছিল 50 হাজার ভোটের । উপনির্বাচনের কর্মিসভায় সেই টার্গেট বেঁধে দিয়েছিলেন ব‍্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ৷ পার্থ ভৌমিক এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হওয়ায় নৈহাটিতে বিধানসভা উপনির্বাচন হয় ৷

10:42 AM, 23 Nov 2024 (IST)

সিতাইতেও বড় ব্য়বধানে এগিয়ে তৃণমূল

সিতাই বিধানসভা উপনির্বাচনে অষ্টম রাউন্ড রাউন্ডের শেষে 84 হাজার 54 ভোট এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ৷

10:38 AM, 23 Nov 2024 (IST)

চতুর্থ রাউন্ড শেষে তালডাংড়ায় 8 হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

তালডাংড়ায় চতুর্থ রাউন্ড শেষে 8, 800 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মানুষের রায় তৃণমূলের পক্ষে আছে । উন্নয়নের পক্ষেই ভোট হয়েছে । তালডাংরায় এসে সাংবাদিকদের এমনটাই জানালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী । তিনি বলেন, আরজি কর ইসু কোন ফ্যাক্টর নয় ৷ বিরোধীদের অপপ্রচার কাজে আসবে না ৷

wb assembly bye election results
তালডাংরায় জয়ের আগেই সবুজ আবির নিয়ে উচ্ছ্বাস (নিজস্ব চিত্র)

10:34 AM, 23 Nov 2024 (IST)

মাদারিহাটে চতুর্থ রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল

চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস পেয়েছে 39,353 ভোট ৷ বিজেপি পেয়েছে 21,375 ৷ তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো 17,375 ভোটে এগিয়ে ৷

wb assembly bye election
মাদারিহাটে তৃণমূলকর্মীদের উচ্ছ্বাস (নিজস্ব চিত্র)

10:07 AM, 23 Nov 2024 (IST)

মেদিনীপুরে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন চতুর্থ রাউন্ডের শেষে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল ৷ 11 হাজার 398 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ৷ চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন 32 হাজার 777টি ভোট ৷ বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 21 হাজার 379 ৷ আর সিপিআই প্রার্থী পেয়েছেন 2 হাজার 803 ভোট ৷ তৃণমূল প্রার্থী এগিয়ে 11 হাজার 398 ভোটে ।

9:54 AM, 23 Nov 2024 (IST)

ষষ্ঠ রাউন্ডের শেষে নৈহাটিতে বড় লিড তৃণমূলের

ষষ্ঠ রাউন্ড শেষে 29 হাজার 900 ভোটে এগিয়ে রয়েছে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে । হাড়োয়াতেও এগিয়ে ঘাসফুল শিবির ৷ চতুর্থ রাউন্ড শেষে হাড়োয়ায় 30 হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম।

9:35 AM, 23 Nov 2024 (IST)

নৈহাটি ও হাড়োয়ায় বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল

নৈহাটিতে পঞ্চম রাউন্ড শেষে 24 হাজার 911 ভোটে এগিয়ে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে ৷ আর হাড়োয়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম 22 হাজার 82 ভোটে এগিয়ে ৷ এখানে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ প্রার্থী।

    9:12 AM, 23 Nov 2024 (IST)

    মাদারিহাটে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল

    মাদারিহাট উপনির্বাচনের প্রথম রাউন্ডের শেষে 5 হাজার 271 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৷ মেদিনীপুরেও প্রথম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরাও এগিয়ে ৷ তৃণমূল প্রার্থী পেয়েছেন 7 হাজার 48 ৷ বিজেপি প্রার্থী পেয়েছেন 5 হাজার 501 ৷ সিপিআই প্রার্থী পেয়েছেন 703 ৷ তৃণমূল প্রার্থী এগিয়ে 1 হাজার 583 ভোটে। এখনও পর্যন্ত 6 বিধানসভা আসনেই এগিয়ে তৃণমূল ৷

    মাদারিহাট উপনির্বাচনের সাত প্রার্থীর ভাগ্যের পরীক্ষা ৷ আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়ামে গণনা কেন্দ্রে 200 জন গণনাকর্মী নিয়ে 28টি টেবিলে গণনা শুরু হয়েছে ৷ মোট 9 রাউন্ড গণনার পরে ঘোষণা হবে এই আসনের ফলাফল। এই আসনে মূল লড়াই তৃণমূলের জয় প্রকাশ টোপ্পো এবং বিজেপির রাহুল লোহার এর মধ্যে।

    9:04 AM, 23 Nov 2024 (IST)

    তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল

    তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে 3 হাজার 300 ভোটে এগিয়ে তৃণমূল ৷ নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে 14 হাজার 690 ভোটে এগিয়ে তৃণমূল ৷ সিতাইয়ে 15 হাজার 300 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷

    8:52 AM, 23 Nov 2024 (IST)

    হাড়োয়ায় প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল

    প্রথম রাউন্ড গণনার শেষে হাড়োয়ায় 7 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম ৷ দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ ৷

    8:28 AM, 23 Nov 2024 (IST)

    নৈহাটিতে পোস্টার ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী

    সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। কেন্দ্রীয় বাহিনী-সহ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় প্রথম শুরু হয় পোস্টার ব্যালট গণনা ৷ নৈহাটিতে পোস্টার ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল ৷ এখানে ঘাসফুলের প্রার্থী সনৎ দে ৷ নৈহাটিতে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী 4 হাজার 722 ভোটে এগিয়ে ৷

    রাজ্যের ছ'টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ ৷ ছক্কা হাঁকাল তৃণমূল ৷ কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর 24 পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর-সহ সব জায়গাতেই উড়ল সবুজ আবির ৷ মাদারিহাট আসন হাতছাড়া হল বিজেপি'র ৷ লোকসভা ভোটের ফল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজেপি-কে উড়িয়ে ঘাসফুল ফোটাল তৃণমূল ৷ জুলাই ও নভম্বর মিলিয়ে রাজ্যে মোট 10টি বিধানসভা উপনির্বাচনে সব ক'টি আসনেই বাজিমাত করলেন মমতা-অভিষেক ৷ আরজি কর আন্দোলনের সুফল ঘরে তুলতে পারল না বামেরা ৷ সিপিআইএমএল(এল)-এর সঙ্গে জোট বেঁধেও দাগ কাটতে ব্যর্থ লাল ঝান্ডা ৷ ছ'টি আসনেই জামানত বাজেয়াপ্ত হল বাম ও কংগ্রেসের ৷ সিতাই ও হাড়োয়ায় বিজেপি'র জামানত জব্দ ৷

    LIVE FEED

    6:39 PM, 23 Nov 2024 (IST)

    উপনির্বাচনে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল, তাতে পাত্তা দিচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু

    উপনির্বাচনের ফলে আমাদের কিছু এসে যায় না, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তাঁর কথায়,"মহারাষ্ট্রে হিন্দুত্বের জয় ৷ তবে মমতার জয়ে লক্ষ্মীর ভাণ্ডারের অবশ্যই প্রভাব রয়েছে ৷ উপনির্বাচনে ভোটই হয় না ৷ নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা ও মাদারিহাট 26-এর নির্বাচনে আমরা জিতব ৷ যেভাবে উপনির্বাচনে হেরেও ধূপগুড়িতে আমরা লোকসভায় 20 হাজার ভোটে এগিয়ে আছি ৷ এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের আরও বেশি করে রাস্তায় থাকতে হবে ৷"

    6:04 PM, 23 Nov 2024 (IST)

    উপনির্বাচনের ফল প্রসঙ্গে অধীর উবাচ

    ছয় কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার ৷ তবে এই ভোটের সঙ্গে আরজি করের সঙ্গে কোনও সম্পর্ক নেই, বলছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তাঁর কথায়,"এখনকার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার জানে । আবাস জানে । সন্ত্রাস দেখছে । ভোট করতে দেয়নি । ভোট হয়েছে বলেই জানা নেই । মমতা দেখানোর চেষ্টা করবে 6টা আসনে জিতেছি মানেই আরজি কর যা হয়েছে সব সঠিক । ছাত্রীর উপর ধর্ষণ-খুন সব ঠিক, কারণ আমরা জিতেছি । তাহলে মহারাষ্ট্রে বলতে হয় যে, বিজেপি কাজ করেছে । বিজেপি সেখানে বিভেদ করেছে । সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে । মানুষের মধ্যে সংঘাত করে জিতেছে । এখানেও সন্ত্রাস, বিভেদ ও সাম্প্রদায়িক বিভাজন হয় । এখানে আরেকটা হয় যে, মানুষকে কিছু সাহায্য পৌঁছে দেওয়া । ফল দেখে আরজি করের ঘটনা মমতা অস্বীকার করতে পারে ৷ কিন্তু মানুষ প্রতিবাদ জানাবে । এই ফল দেখে বিচার করবেন না । মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘমেয়াদী ভুগতে হবে ।"

    5:34 PM, 23 Nov 2024 (IST)

    উপনির্বাচনের ফলাফল নিয়ে সুজন চক্রবর্তীর বক্তব্য

    জনতার রায় তৃণমূলের পক্ষে গেলেও বামেদের ভোট বেড়েছে বলে দাবি করলেন সুজন চক্রবর্তী ৷ তাঁর কথায়, "উপনির্বাচনের ফল শাসকের পক্ষেই যায় বরাবর । পশ্চিমবঙ্গের শাসকদল তো 80 ভাগ 85 ভাগ ভোট পেয়ে জেতার জন্য আছে । আমাদের ভোট বেড়েছে । বিজেপি কমেছে । আমরা এর থেকে ভালো ফল করব ভেবেছিলাম তেমনটা নয় । তবে যত বেশি ভোট জিতেছে তত দাপটের লড়াই হয়েছে । দাপট কার থাকবে সেই নিয়ে রোজ লড়াই চলবে । আরজি কর ইস্যু ভোটের নয় । তবে সেই আন্দোলন বুঝিয়েছে মানুষের মনোভাব । বিভিন্ন বিধানসভায় 1 লাখ 30 হাজার, 1 লাখ 60 হাজার ভোট জিতেছে ৷ এগুলো আসলে ভোট নয়, জলের মধ্যে দুধ । শতাংশ অঙ্ক যারা করছেন তারা সারাবছর ধরে মারামারি গুঁতোগুঁতি করবে ।

    5:26 PM, 23 Nov 2024 (IST)

    বিজেপি 3026 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে না: কুণাল

    রাজ্যের বিধানসভা উপনির্বাচনে ছয়ে 6 করেছে তৃণমূল ৷ বিজেপি শূন্য ৷ কুণাল বলেন, "পশ্চিমবঙ্গে বিজেপির কোনও স্থান নেই । পরাজয় সত্ত্বেও, বিজেপি নেতারা 2026 সালে ক্ষমতায় আসার কথা বলছেন । এটি কখনই সম্ভব হবে না । 2026 অনেক কোন ছার, 3026 সাল পর্যন্তও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না ।"

    4:53 PM, 23 Nov 2024 (IST)

    2026 আমরা জিতব, উপনির্বাচন নিয়ে মন্তব্য সুকান্তর

    রাজ্যে বিধানসভা উপনির্বাচনে ৬ আসনেই 'সবুজ ঝড়' । নৈহাটি, সিতাই, হাড়োয়া, তালডেংরা, মেদিনীপুরে জয়ী তৃণমূল কংগ্রেস । এমনকি বিজেপির দখলে থাকা মাদারিহাট আসনও ছিনিয়ে নিয়েছে তৃণমূল । শক্তঘাঁটি হিসেবে পরিচিত মাদারিহাটেও পরাজিত বিজেপি । এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "উপনির্বাচনে এসব ফল হতেই পারে । তবে ২০২৬-এ বাংলায় ক্ষমতায় আমরাই আসব ।"

    wb assembly bye election results
    উপনির্বাচন নিয়ে মন্তব্য সুকান্তর (নিজস্ব চিত্র)

    3:36 PM, 23 Nov 2024 (IST)

    তৃণমূলের ছয়ে 6, তালডাংরা আসনেও ফুটল ঘাসফুল

    বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 34 হাজার 82 ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু । তিনি পেয়েছেন 98 হাজার 926 ভোটি ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন 64 হাজার 844 ভোটি ৷ জয়ের পর ফাল্গুনী সিংহবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসার জন্যই তৃণমূল কংগ্রেসের এই ফলাফল । অপরদিকে, বিজেপি প্রার্থী অনন্যা রায়চক্রবর্তী জানান, বলার কিছু নেই। প্রচারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছনোর চেষ্টা করেছি ৷ মানুষের সাড়াও মিলেছিল । যিনি জয়লাভ করেছেন, তাঁর জন্য রইল অনেক অভিনন্দন ।

    wb assembly bye election results
    তালডাংরা আসনেও ফুটল ঘাসফুল (নিজস্ব চিত্র)

    2:18 PM, 23 Nov 2024 (IST)

    মাদারিহাট জয়ে বিশেষ অভিনন্দন অভিষেকের

    মাদারিহাট বিধানসভায় প্রথমবার জয়ের স্বাদ পেল তৃণমূল কংগ্রেস ৷ উপনির্বাচনে 28 হাজার 168 ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৷ এর জন্য মাদারিহাটবাসীকে বিশেষ অভিনন্দন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

    2:16 PM, 23 Nov 2024 (IST)

    মেদিনীপুর উপনির্বাচনে জয়ী তৃণমূল

    মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা ৷ 33 হাজার 996 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ৷ ঘাসফুল শিবিরের সুজয় হাজরা পেয়েছেন 1 লক্ষ 15 হাজার 104 ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন 81 হাজার 108 ভোট ৷

    wb assembly bye election
    মেদিনীপুরের লাড্ডু বিলি তৃণমূল কর্মীদের (নিজস্ব চিত্র)

    2:00 PM, 23 Nov 2024 (IST)

    উপনির্বাচনে তৃণমূলের জয়ে রাজবাসী অভিনন্দন মমতার

    রাজ্যে বিধানসভা উপনির্বাচনে ছক্কা হাঁকাতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ ইতিমধ্যে চারটি আসন জিতে নিয়েছে ঘাসফুল শিবির ৷ বাকি দু'টি আসেনও জয় শুধু সময়ের অপেক্ষা ৷ কিন্তু তার আগেই রাজ্যবাসীকে অভিনন্দন জানালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যা ৷

    1:03 PM, 23 Nov 2024 (IST)

    হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে 1 লক্ষের বেশি জয়ী তৃণমূল

    হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল ৷ তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম 1,31,388 ভোটে হারালেন আইএসএফ-এর প্রার্থী পিয়ারুল ইসলামকে ৷ ফলাফল সামনে আসতে দেখা যাচ্ছে, হাড়োয়া কেন্দ্রে বিজেপি ও কংগ্রেস দুই দলের প্রার্থীই জামানত রক্ষা করতে পারেননি ৷ রবিউল ইসলাম প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নূরুল ইসলামের পুত্র ৷ নূরুল গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির রেখা পাত্রকে পরাজিত করেন ৷ তার আগে 2021 সালে হাড়োয়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন নূরুল ৷ তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম পেয়েছেন 1,57,72 ভোট ৷ আর আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছেন 25,684 ভোট ৷

    12:40 PM, 23 Nov 2024 (IST)

    মাদারিহাট বিধানসভায় প্রথমবার জয়ের স্বাদ পেল তৃণমূল

    মাদারিহাট বিধানসভায় প্রথমবার জয়ের স্বাদ পেল তৃণমূল কংগ্রেস ৷ উপনির্বাচনে 28 হাজার 168 ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৷ তিনি পেয়েছেন 79 হাজার 186টি ভোট ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল লোহার পেয়েছেন 51 হাজার 18টি ভোট ৷

    2016 থেকে এই আসন ছিল বিজেপির দখলে ৷ তার আগে এই আসনে আধিপত্য ছিল আরএসপি'র ৷ এবার মনোজ টিগ্গা আলিপুরদুয়ার থেকে লোকসভা ভোটে জিতে সাংসদ হওয়ায় মাদারিহাট বিধানসভায় উপনির্বাচন হয় ৷

    12:16 PM, 23 Nov 2024 (IST)

    সিতাই বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমুল

    কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধান জয় তৃণমূলের ৷ 1 লক্ষ 30 হাজার 636 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ৷ তিনি পেয়েছেন 1 লক্ষ 65 হাজার 984টি ভোট ৷ তাঁর নিকটতম বিজেপি প্রার্থী দীপক রায় পেয়েছেন 35 হাজার 348 ভোট ৷

    12:12 PM, 23 Nov 2024 (IST)

    নৈহাটি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল

    নৈহাটি বিধানসভা উপনির্বাচনে 49 হাজার 193 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে ৷ তিনি পেয়েছেন 78 হাজার 612টি ভোট ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন 29 হাজার 419টি ভোট ৷

    11:59 AM, 23 Nov 2024 (IST)

    মেদিনীপুর এগিয়ে তৃণমূল, লড়াইয়ে বিজেপি

    মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল ৷ তবে ব্যবধান খুব একটা বেশি নয় ৷ দ্বাদশ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এগিয়ে 27 হাজার 575 ভোটে।

    তৃণমূল প্রার্থী পেয়েছেন 87 হাজার 93টি ভোট, বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 59 হাজার 518 ৷ আর সিপিআই প্রার্থী পেয়েছেন মাত্র 7 হাজার 896 ভোট ৷

    wb assembly bye election results
    মেদিনীপুরে বিধায়ককে নিয়ে নাচানাচি তৃণমূল কর্মীদের (নিজস্ব চিত্র)

    11:44 AM, 23 Nov 2024 (IST)

    মাদারিহাটে আট রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল

    মাদারিহাটে আট রাউন্ড শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর রাহুল লোহার থেকে 28,002 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৷

    11:32 AM, 23 Nov 2024 (IST)

    সিতাইয়ে তৃণমূলের ব্যবধান এক লক্ষের বেশি

    সিতাই বিধানসভা উপনির্বাচন জয়ের দোরগোড়ায় তৃণমূল ৷ জয়ের ব্যবধান এক লক্ষ পার ৷ একাদশ রাউন্ডের গণনা শেষে সিতাইয়ে তৃণমূল এগিয়ে রয়েছে 1 লক্ষ 15 হাজার ভোটে ।

    10:44 AM, 23 Nov 2024 (IST)

    নৈহাটি উপনির্বাচনে জয়ের দোরগোড়ায় তৃণমূল প্রার্থী সনৎ দে

    নৈহাটি উপনির্বাচনে জয়ের দোরগোড়ায় তৃণমূল প্রার্থী সনৎ দে ৷ টার্গেট ছিল 50 হাজার ভোটের । উপনির্বাচনের কর্মিসভায় সেই টার্গেট বেঁধে দিয়েছিলেন ব‍্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ৷ পার্থ ভৌমিক এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হওয়ায় নৈহাটিতে বিধানসভা উপনির্বাচন হয় ৷

    10:42 AM, 23 Nov 2024 (IST)

    সিতাইতেও বড় ব্য়বধানে এগিয়ে তৃণমূল

    সিতাই বিধানসভা উপনির্বাচনে অষ্টম রাউন্ড রাউন্ডের শেষে 84 হাজার 54 ভোট এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ৷

    10:38 AM, 23 Nov 2024 (IST)

    চতুর্থ রাউন্ড শেষে তালডাংড়ায় 8 হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল

    তালডাংড়ায় চতুর্থ রাউন্ড শেষে 8, 800 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মানুষের রায় তৃণমূলের পক্ষে আছে । উন্নয়নের পক্ষেই ভোট হয়েছে । তালডাংরায় এসে সাংবাদিকদের এমনটাই জানালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী । তিনি বলেন, আরজি কর ইসু কোন ফ্যাক্টর নয় ৷ বিরোধীদের অপপ্রচার কাজে আসবে না ৷

    wb assembly bye election results
    তালডাংরায় জয়ের আগেই সবুজ আবির নিয়ে উচ্ছ্বাস (নিজস্ব চিত্র)

    10:34 AM, 23 Nov 2024 (IST)

    মাদারিহাটে চতুর্থ রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল

    চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস পেয়েছে 39,353 ভোট ৷ বিজেপি পেয়েছে 21,375 ৷ তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো 17,375 ভোটে এগিয়ে ৷

    wb assembly bye election
    মাদারিহাটে তৃণমূলকর্মীদের উচ্ছ্বাস (নিজস্ব চিত্র)

    10:07 AM, 23 Nov 2024 (IST)

    মেদিনীপুরে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল

    মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন চতুর্থ রাউন্ডের শেষে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল ৷ 11 হাজার 398 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ৷ চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন 32 হাজার 777টি ভোট ৷ বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 21 হাজার 379 ৷ আর সিপিআই প্রার্থী পেয়েছেন 2 হাজার 803 ভোট ৷ তৃণমূল প্রার্থী এগিয়ে 11 হাজার 398 ভোটে ।

    9:54 AM, 23 Nov 2024 (IST)

    ষষ্ঠ রাউন্ডের শেষে নৈহাটিতে বড় লিড তৃণমূলের

    ষষ্ঠ রাউন্ড শেষে 29 হাজার 900 ভোটে এগিয়ে রয়েছে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে । হাড়োয়াতেও এগিয়ে ঘাসফুল শিবির ৷ চতুর্থ রাউন্ড শেষে হাড়োয়ায় 30 হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম।

    9:35 AM, 23 Nov 2024 (IST)

    নৈহাটি ও হাড়োয়ায় বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল

    নৈহাটিতে পঞ্চম রাউন্ড শেষে 24 হাজার 911 ভোটে এগিয়ে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে ৷ আর হাড়োয়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম 22 হাজার 82 ভোটে এগিয়ে ৷ এখানে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ প্রার্থী।

      9:12 AM, 23 Nov 2024 (IST)

      মাদারিহাটে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল

      মাদারিহাট উপনির্বাচনের প্রথম রাউন্ডের শেষে 5 হাজার 271 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ৷ মেদিনীপুরেও প্রথম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরাও এগিয়ে ৷ তৃণমূল প্রার্থী পেয়েছেন 7 হাজার 48 ৷ বিজেপি প্রার্থী পেয়েছেন 5 হাজার 501 ৷ সিপিআই প্রার্থী পেয়েছেন 703 ৷ তৃণমূল প্রার্থী এগিয়ে 1 হাজার 583 ভোটে। এখনও পর্যন্ত 6 বিধানসভা আসনেই এগিয়ে তৃণমূল ৷

      মাদারিহাট উপনির্বাচনের সাত প্রার্থীর ভাগ্যের পরীক্ষা ৷ আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়ামে গণনা কেন্দ্রে 200 জন গণনাকর্মী নিয়ে 28টি টেবিলে গণনা শুরু হয়েছে ৷ মোট 9 রাউন্ড গণনার পরে ঘোষণা হবে এই আসনের ফলাফল। এই আসনে মূল লড়াই তৃণমূলের জয় প্রকাশ টোপ্পো এবং বিজেপির রাহুল লোহার এর মধ্যে।

      9:04 AM, 23 Nov 2024 (IST)

      তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল

      তালডাংরায় প্রথম রাউন্ডের শেষে 3 হাজার 300 ভোটে এগিয়ে তৃণমূল ৷ নৈহাটিতে তৃতীয় রাউন্ডের শেষে 14 হাজার 690 ভোটে এগিয়ে তৃণমূল ৷ সিতাইয়ে 15 হাজার 300 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷

      8:52 AM, 23 Nov 2024 (IST)

      হাড়োয়ায় প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল

      প্রথম রাউন্ড গণনার শেষে হাড়োয়ায় 7 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম ৷ দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ ৷

      8:28 AM, 23 Nov 2024 (IST)

      নৈহাটিতে পোস্টার ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী

      সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। কেন্দ্রীয় বাহিনী-সহ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় প্রথম শুরু হয় পোস্টার ব্যালট গণনা ৷ নৈহাটিতে পোস্টার ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল ৷ এখানে ঘাসফুলের প্রার্থী সনৎ দে ৷ নৈহাটিতে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী 4 হাজার 722 ভোটে এগিয়ে ৷

      Last Updated : Nov 23, 2024, 10:21 PM IST
      ETV Bharat Logo

      Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.