হাইকোর্টের তরফে আজ অনুমতি মেলার পরই পুলিশের তরফে তদারকি শুরু হয় অবস্থানের জায়গায়। শুরু হয় জায়গা মাপার কাজ ৷
LIVE UPDATES: আদালতের অনুমতি, ধর্মতলায় ধর্নায় চিকিৎসকরা - KOLKATA RAPE AND MURDER
Published : Dec 20, 2024, 6:02 PM IST
|Updated : Dec 20, 2024, 6:54 PM IST
চিকিৎসকদের ধর্না কর্মসূচিতে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, শুক্রবার থেকে 26 ডিসেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে ধর্মতলায় ধর্না দিতে পারবেন চিকিৎসকরা। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ অনুমতি দেওয়া প্রসঙ্গে দ্বিচারিতা করছে রাজ্য় প্রশাসন। রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হয়। আর চিকিৎসকরা অনুমতি চাইলে যানজটের কথা বলা হয় । আদালত মনে করছে এটা দ্বিচারিতা। আদালতের নির্দেশের পরই ধর্নায় বসার প্রস্তুতি শুরু করেছেন চিকিৎসকরা।
LIVE FEED
তৈরি পুলিশও
ধর্মতলায় শুরু ধর্নার প্রস্তুতি
চিকিৎসকদের ধর্না কর্মসূচিতে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার থেকে 26 ডিসেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে ধর্মতলায় ধর্না দিতে পারবেন চিকিৎসকরা। সেই মতে শুরু প্রস্তুতি।
চিকিৎসকদের ধর্না কর্মসূচিতে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, শুক্রবার থেকে 26 ডিসেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে ধর্মতলায় ধর্না দিতে পারবেন চিকিৎসকরা। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ অনুমতি দেওয়া প্রসঙ্গে দ্বিচারিতা করছে রাজ্য় প্রশাসন। রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হয়। আর চিকিৎসকরা অনুমতি চাইলে যানজটের কথা বলা হয় । আদালত মনে করছে এটা দ্বিচারিতা। আদালতের নির্দেশের পরই ধর্নায় বসার প্রস্তুতি শুরু করেছেন চিকিৎসকরা।
LIVE FEED
তৈরি পুলিশও
হাইকোর্টের তরফে আজ অনুমতি মেলার পরই পুলিশের তরফে তদারকি শুরু হয় অবস্থানের জায়গায়। শুরু হয় জায়গা মাপার কাজ ৷
ধর্মতলায় শুরু ধর্নার প্রস্তুতি
চিকিৎসকদের ধর্না কর্মসূচিতে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার থেকে 26 ডিসেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে ধর্মতলায় ধর্না দিতে পারবেন চিকিৎসকরা। সেই মতে শুরু প্রস্তুতি।