ETV Bharat / entertainment

আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ, ভাঙা হল ফুলের টব-উড়ে এল টমেটোও - ALLU ARJUN

পুষ্পা- 2 ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে ঘটনার প্রতিবাদে দক্ষিণী মেগাস্টার আল্লু অর্জুনের বাড়ির সামনে হামলা ৷ অভিনেতার বাড়ি লক্ষ্য় করে ঢিলও ছোড়া হয় ৷

Allu Arjun
আল্লু অর্জুন (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 22, 2024, 9:20 PM IST

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: বক্সঅফিসে আল্লু অর্জুনের পুষ্পা-2 দরাজ সার্টিফিকেট পেলেও বাস্তবে বারবার বিতর্কে জড়াচ্ছে ৷ শনিবারের পর রবিবারও আল্লু অর্জুন ফের খবরের শিরোনামে ৷ রবিবার পুষ্পা-2 ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় বিচারের দাবি ওঠে ৷ অভিনেতার হায়দরাবাদের জুবুলি হিলসে বাড়ির সামনে এদিন জমায়েত করেন কিছু বিক্ষোভকারী ৷ ছুড়তে থাকেন একাধিক ইটের টুকরো থেকে শুরু করে টোম্য়োটো ৷ ভেঙে দেওয়া হয় অভিনেতার বাড়ির আশপাশে থাকা ফুলের টবও ৷

জানা গিয়েছে, আল্লু অর্জুনের বাড়িতে যারা হামলা চালায় তারা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য। তবে সেইসময় দক্ষিণী তারকা বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে জুবিলি হিলস পুলিশের তরফে ৷ কয়েকজনকে আটকও করে পুলিশ ৷

হামলার কয়োকটি ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, একদল লোক জোর করে বাড়িতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে এবং বাড়ির বাইরে রাখা ফুলের বিভিন্ন পাত্রও ভাঙছে। তবে এখনও পর্যন্ত আল্লু অর্জুনের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ জানানো হয়নি বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷

এই ঘটনা প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগেই আল্লু অর্জুন সোশাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে একটি বার্তা দিয়েছিলেন ৷ ইনস্টায় আল্লুর পরামর্শ, "সমস্ত অনুরাগীদের আর্জি জানাচ্ছি, তাঁরা যেন নিজেদের অনুভূতি সঠিকভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করেন। অনলাইন হোক বা অফলাইন, কোথাও কোনও অশ্লীল বা কুরুচিকর শব্দপ্রয়োগ করবেন না। যদি কোনও ভুয়ো প্রোফাইল থেকে, আমার নাম করে এমন আচরণ করা হয় তবে তাঁর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব ৷"

গতকাল খবরের শিরোনামে আসে আল্লু অর্জুন-তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির বিতর্ক ৷ শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে অভিনেতা জানান, কোনও বিভাগ বা রাজনীতিবিদকে দোষ দিতে চাই না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷ আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হচ্ছে ৷" আর আজ তাঁর বাড়িতে হামলা চালানো হল বলে অভিযোগ ৷ ঘটনায় কয়েকজনকে আটকও করে পুলিশ ৷

হায়দরাবাদ, 22 ডিসেম্বর: বক্সঅফিসে আল্লু অর্জুনের পুষ্পা-2 দরাজ সার্টিফিকেট পেলেও বাস্তবে বারবার বিতর্কে জড়াচ্ছে ৷ শনিবারের পর রবিবারও আল্লু অর্জুন ফের খবরের শিরোনামে ৷ রবিবার পুষ্পা-2 ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় বিচারের দাবি ওঠে ৷ অভিনেতার হায়দরাবাদের জুবুলি হিলসে বাড়ির সামনে এদিন জমায়েত করেন কিছু বিক্ষোভকারী ৷ ছুড়তে থাকেন একাধিক ইটের টুকরো থেকে শুরু করে টোম্য়োটো ৷ ভেঙে দেওয়া হয় অভিনেতার বাড়ির আশপাশে থাকা ফুলের টবও ৷

জানা গিয়েছে, আল্লু অর্জুনের বাড়িতে যারা হামলা চালায় তারা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্য। তবে সেইসময় দক্ষিণী তারকা বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে জুবিলি হিলস পুলিশের তরফে ৷ কয়েকজনকে আটকও করে পুলিশ ৷

হামলার কয়োকটি ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, একদল লোক জোর করে বাড়িতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে এবং বাড়ির বাইরে রাখা ফুলের বিভিন্ন পাত্রও ভাঙছে। তবে এখনও পর্যন্ত আল্লু অর্জুনের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ জানানো হয়নি বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷

এই ঘটনা প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগেই আল্লু অর্জুন সোশাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে একটি বার্তা দিয়েছিলেন ৷ ইনস্টায় আল্লুর পরামর্শ, "সমস্ত অনুরাগীদের আর্জি জানাচ্ছি, তাঁরা যেন নিজেদের অনুভূতি সঠিকভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করেন। অনলাইন হোক বা অফলাইন, কোথাও কোনও অশ্লীল বা কুরুচিকর শব্দপ্রয়োগ করবেন না। যদি কোনও ভুয়ো প্রোফাইল থেকে, আমার নাম করে এমন আচরণ করা হয় তবে তাঁর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব ৷"

গতকাল খবরের শিরোনামে আসে আল্লু অর্জুন-তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির বিতর্ক ৷ শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে অভিনেতা জানান, কোনও বিভাগ বা রাজনীতিবিদকে দোষ দিতে চাই না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷ আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হচ্ছে ৷" আর আজ তাঁর বাড়িতে হামলা চালানো হল বলে অভিযোগ ৷ ঘটনায় কয়েকজনকে আটকও করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.