কলকাতা, 22 ডিসেম্বর: ম্য়াঞ্চেস্টার সিটির সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্সের কথা তুলে ধরে ম্য়াচের আগে ছেলেদের তাতানোর চেষ্টা করেছিলেন মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভ ৷ ক্রমাগত হারতে থাকা সাদা-কালো শিবির কোচিতে জয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করেছিল ৷ কারণ উল্টোদিকে থাকা কেরালা ব্লাস্টার্সও হারের হ্য়াটট্রিকে নুইয়ে পড়েছিল ৷ ঘরের মাঠে কোচহীন কেরালা ব্লাস্টার্স উত্তরণের পথ পেলেও সেই তিমিরেই রইল মহামেডান স্পোর্টিং ৷ মানজাপ্পারা ব্রিগেডের কাছে 0-3 গোলে হেরে টানা পঞ্চম হারের স্বাদ পেল আই লিগ চ্যাম্পিয়নরা ৷
গোলমুখী আক্রমণের অভাব, খেলায় সেভাবে ছন্দ না-থাকলেও 62 মিনিট পর্যন্ত কোচি থেকে পয়েন্ট আনার পথে ছিল মহামেডান ৷ কিন্তু এরপরই কলকাতার দল লক্ষ্যভ্রষ্ট গোলরক্ষকের ভুলে ৷ আদ্রিয়ান লুনার ভাসানো নির্বিষ একটি কর্নার না-লুফে ঘুষি দিতে গিয়ে বিপত্তি বাঁধান ভাস্কর রায় ৷ বলের লাইন মিস করলে বল ভাস্করের হাতে লেগে গোলে ঢুকে যায় ৷ সাইডলাইনে বসে হতাশা গোপন করেননি চের্নিশভও ৷ ব্যস, ওখানেই শেষ মহামেডানের ম্যাচে ফেরার রাস্তা ৷
অথচ তার আগে একাধিক ভালো সেভ করে দলকে ম্যাচে রেখেছিলেন ভাস্করই ৷ বাকি সময়টা আধিপত্য বজায় রেখে ম্যাচে আরও জোড়া গোল তুলে নেয় কেরালা ৷ 80 মিনিটে কোরো সিংয়ের লম্বা সেন্টারে মাথা ছুঁইয়ে ম্যাচের সেরা নোয়া সাদৌয়ি যখন গোল করছেন, বক্সে তাঁকে বাধা দেওয়ার কেউ নেই ৷ ওই গোলই সাদা-কালো শিবিরে প্রত্যাবর্তনের আশায় জল ঢেলে দেয়। ম্যাচের সংযুক্তি সময়ে গোল করে কলকাতার ক্লাবের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আলেকজান্দ্রে কোয়েফ ৷
.@KeralaBlasters are back to winning ways 💪#KBFCMSC #ISL #LetsFootball #KeralaBlasters #MohammedanSC | @JioCinema @StarSportsIndia @Sports18 @MohammedanSC pic.twitter.com/APeKpLY7e2
— Indian Super League (@IndSuperLeague) December 22, 2024
অথচ এদিন শুরুটা এমন নিরাশাজনক ছিল না। দু'দলের মাঝমাঠ ভিত্তিক লড়াই হচ্ছিল তুল্যমূল্যই। রক্ষণ অটুট রেখে মহমেডান স্পোর্টিং গোলের চেষ্টা করতে থাকে। ফ্রাঙ্কা, অ্যালেক্সিস গোমেজদের লড়াইয়ে বিব্রত ছিল কেরালা ব্লাস্টার্স রক্ষণ। এই সময় মনে হচ্ছিল ড্র দিয়ে হারের সুনামিতে লাগাম পরাতে পারবে মহমেডান। কিন্তু ভুল করে ম্যাচ উপহার দেওয়ার বদভ্যাস রবিবার ফের করে বসল তাঁরা। অন্যদিকে হারের হ্যাটট্রিকের পর তিন গোলে জয়ে অক্সিজেন পেল কেরালা ৷