ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর সফরকালে আলিপুরদুয়ারে যুবতীকে ধর্ষণ করে খুন প্রেমিকের ! - RAPE AND MURDER IN ALIPURDUAR

মোবাইল ফিরিয়ে দেওয়ার নামে ডেকে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ৷ জয়গাঁও থানা এলাকার ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

Rape and murder in Alipurduar
যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 3:07 PM IST

আলিপুরদুয়ার, 22 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার সফরে থাকাকালীন যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ এই ঘটনার প্রতিবাদে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বুধবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । অভিযুক্ত যুবক বাবলু তেলিকে গ্রেফতার করেছে পুলিশ । স্থানীয়দের দাবি, যুবক ও নির্যাতিতার প্রেমের সম্পর্ক ছিল ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জয়গাঁও থানা এলাকায় ৷

নির্যাতিতার পরিবারের অভিযোগ, স্থানীয় বাবলু তেলি নামে ওই যুবক পছন্দ করতেন 22 বছরের নির্যাতিতাকে । সোমবার নির্যাতিতার পথ আটকে তাঁর কাছ থেকে মোবাইল কেড়ে নেন অভিযুক্ত । এরপর মোবাইল ফিরে পেতে মরিয়া চেষ্টা চালান নির্যাতিতা । মঙ্গলবার দুপুর 11টা নাগাদ নির্যাতিতাকে মোবাইল ফিরিয়ে দেওয়ার নামে ডেকে নিয়ে যান ওই অভিযুক্ত । তারপরেই তাঁকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ।

Rape and murder in Alipurduar
অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ স্থানীয়দের (নিজস্ব ছবি)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনভর নিখোঁজ থাকার পর রাত 12টা নাগাদ চা বাগানের ঝোঁপের মাঝে উদ্ধার হয় নির্যাতিতার দেহ । এরপরেই অভিযুক্ত বাবলু তেলিকে গ্রেফতার করে জয়গাঁও থানার পুলিশ । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তারা । তবে আলিপুরদুয়ারের জয়ঁগাও থানা এলাকায় কয়েকমাসে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটল । যদিও সবকটি খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে । এই ঘটনায় ধর্ষণ করে খুন কি না খতিয়ে দেখছে পুলিশ । তবে অভিযুক্তের শাস্তির দাবিতে এদিন এশিয়ান হাইওয়ে অবরোধ করেন গ্রামবাসীরা ।

স্থানীয় বাসিন্দারা বলেন, "যুবতীর সঙ্গে বাবলু তেলির প্রেমের সম্পর্ক ছিল ৷ যুবতী দুপুর থেকে নিখোঁজ ছিল ৷ রাতে তাঁর দেহ উদ্ধার হয় ৷ ওই যুবকের শাস্তি চাই আমরা ৷ সেই জন্য রাস্তা অবরোধ করেছি ৷ একের পর এক খুনের ঘটনা ঘটেই চলেছে এখানে ৷"

এদিকে আলিপুরদুয়ারের জঁয়গাওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস বলেন, "আমরা অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছি । ঘটনার তদন্ত শুরু হয়েছে । কী হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।"

আলিপুরদুয়ার, 22 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার সফরে থাকাকালীন যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ এই ঘটনার প্রতিবাদে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বুধবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । অভিযুক্ত যুবক বাবলু তেলিকে গ্রেফতার করেছে পুলিশ । স্থানীয়দের দাবি, যুবক ও নির্যাতিতার প্রেমের সম্পর্ক ছিল ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জয়গাঁও থানা এলাকায় ৷

নির্যাতিতার পরিবারের অভিযোগ, স্থানীয় বাবলু তেলি নামে ওই যুবক পছন্দ করতেন 22 বছরের নির্যাতিতাকে । সোমবার নির্যাতিতার পথ আটকে তাঁর কাছ থেকে মোবাইল কেড়ে নেন অভিযুক্ত । এরপর মোবাইল ফিরে পেতে মরিয়া চেষ্টা চালান নির্যাতিতা । মঙ্গলবার দুপুর 11টা নাগাদ নির্যাতিতাকে মোবাইল ফিরিয়ে দেওয়ার নামে ডেকে নিয়ে যান ওই অভিযুক্ত । তারপরেই তাঁকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ।

Rape and murder in Alipurduar
অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ স্থানীয়দের (নিজস্ব ছবি)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনভর নিখোঁজ থাকার পর রাত 12টা নাগাদ চা বাগানের ঝোঁপের মাঝে উদ্ধার হয় নির্যাতিতার দেহ । এরপরেই অভিযুক্ত বাবলু তেলিকে গ্রেফতার করে জয়গাঁও থানার পুলিশ । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তারা । তবে আলিপুরদুয়ারের জয়ঁগাও থানা এলাকায় কয়েকমাসে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটল । যদিও সবকটি খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে । এই ঘটনায় ধর্ষণ করে খুন কি না খতিয়ে দেখছে পুলিশ । তবে অভিযুক্তের শাস্তির দাবিতে এদিন এশিয়ান হাইওয়ে অবরোধ করেন গ্রামবাসীরা ।

স্থানীয় বাসিন্দারা বলেন, "যুবতীর সঙ্গে বাবলু তেলির প্রেমের সম্পর্ক ছিল ৷ যুবতী দুপুর থেকে নিখোঁজ ছিল ৷ রাতে তাঁর দেহ উদ্ধার হয় ৷ ওই যুবকের শাস্তি চাই আমরা ৷ সেই জন্য রাস্তা অবরোধ করেছি ৷ একের পর এক খুনের ঘটনা ঘটেই চলেছে এখানে ৷"

এদিকে আলিপুরদুয়ারের জঁয়গাওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস বলেন, "আমরা অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছি । ঘটনার তদন্ত শুরু হয়েছে । কী হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.