আলিপুরদুয়ার, 22 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার সফরে থাকাকালীন যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ এই ঘটনার প্রতিবাদে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বুধবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । অভিযুক্ত যুবক বাবলু তেলিকে গ্রেফতার করেছে পুলিশ । স্থানীয়দের দাবি, যুবক ও নির্যাতিতার প্রেমের সম্পর্ক ছিল ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জয়গাঁও থানা এলাকায় ৷
নির্যাতিতার পরিবারের অভিযোগ, স্থানীয় বাবলু তেলি নামে ওই যুবক পছন্দ করতেন 22 বছরের নির্যাতিতাকে । সোমবার নির্যাতিতার পথ আটকে তাঁর কাছ থেকে মোবাইল কেড়ে নেন অভিযুক্ত । এরপর মোবাইল ফিরে পেতে মরিয়া চেষ্টা চালান নির্যাতিতা । মঙ্গলবার দুপুর 11টা নাগাদ নির্যাতিতাকে মোবাইল ফিরিয়ে দেওয়ার নামে ডেকে নিয়ে যান ওই অভিযুক্ত । তারপরেই তাঁকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনভর নিখোঁজ থাকার পর রাত 12টা নাগাদ চা বাগানের ঝোঁপের মাঝে উদ্ধার হয় নির্যাতিতার দেহ । এরপরেই অভিযুক্ত বাবলু তেলিকে গ্রেফতার করে জয়গাঁও থানার পুলিশ । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তারা । তবে আলিপুরদুয়ারের জয়ঁগাও থানা এলাকায় কয়েকমাসে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটল । যদিও সবকটি খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে । এই ঘটনায় ধর্ষণ করে খুন কি না খতিয়ে দেখছে পুলিশ । তবে অভিযুক্তের শাস্তির দাবিতে এদিন এশিয়ান হাইওয়ে অবরোধ করেন গ্রামবাসীরা ।
স্থানীয় বাসিন্দারা বলেন, "যুবতীর সঙ্গে বাবলু তেলির প্রেমের সম্পর্ক ছিল ৷ যুবতী দুপুর থেকে নিখোঁজ ছিল ৷ রাতে তাঁর দেহ উদ্ধার হয় ৷ ওই যুবকের শাস্তি চাই আমরা ৷ সেই জন্য রাস্তা অবরোধ করেছি ৷ একের পর এক খুনের ঘটনা ঘটেই চলেছে এখানে ৷"
এদিকে আলিপুরদুয়ারের জঁয়গাওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস বলেন, "আমরা অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছি । ঘটনার তদন্ত শুরু হয়েছে । কী হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।"