ETV Bharat / state

নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত দোকানদার, পলাতককে গ্রেফতারের দাবিতে ভাঙচুর-অবরোধ - MINOR GIRL RAPE ALLEGATION IN SURI

রাতে দোকানে লজেন্স কিনতে এসেছিল নাবালিকা ৷ তখন অভিযুক্ত তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে দুষ্কর্ম ঘটায় বলে অভিযোগ ৷ ক্ষোভে ফুঁসছে এলাকা ৷

Suri News
সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 4:07 PM IST

Updated : Jan 22, 2025, 4:12 PM IST

সিউড়ি, 22 জানুয়ারি: লজেন্স কিনতে গিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ! অভিযোগ মুদির দোকানের মালিকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত। মুদিখানা ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে উত্তাল সিউড়ি। অভিযুক্তর দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। রাস্তায় পোড়ানো হয় টায়ার । ঘটনায় অভিযুক্ত দোকানদারের দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ ।

দোকানের পাশের বাড়ির এক মহিলার দাবি, মঙ্গলবার রাত সাড়ে ন'টা নাগাদ একটি বাচ্চা মেয়ে দোকানে লজেন্স কিনতে আসে । তখন ওই নাবালিকা ছাড়াও বেশ কয়েকজন ক্রেতা সেখানে ছিল । সব ক্রেতাদের জিনিস দিয়ে ছেড়ে দিলেও মেয়েটিকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে মালিক ৷ এরপর লজেন্স দেয় ৷ নাবালিকা চলে যাওয়ার সময় আবার তাকে ভিতরে ডাকে দোকানদার। নাবালিকাকে নিয়ে ভিতরে চলে যায় । দীর্ঘক্ষণ পরও না ফেরায় সন্দেহ হয় । ফোনে প্রতিবেশীদের বিষয়টি জানান ওই মহিলা । বিষয়টি জানতে পেরে সবাই মিলে গিয়ে অভিযুক্তের বাড়িতে গেলেও নাবালিকাকে দেখতে পাননি। বারবার জিজ্ঞাসা করায় অসংলগ্ন কথাবার্তা বলে অভিযুক্ত ৷ তখন তাকে চড় থাপ্পড় মারতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দোকানদার ৷

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভে সিউড়ি থানা এলাকায়, শুনুন প্রত্যক্ষদর্শীর বক্তব্য (ইটিভি ভারত)

এদিকে নাবালিকার বাড়ি যান প্রত্যক্ষদর্শী মহিলা। সেখানে ততক্ষণে নাবালিকা পৌঁছে গিয়েছে। মহিলা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তখনই পরিষ্কার হয়ে সমস্ত ঘটনা ৷ রাতেই থানায় অভিযোগ দায়ের হয় । নাবালিকাকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বুধবার সকাল থেকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাক ।

অভিযুক্তের বন্ধ দোকান ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন মহিলারা । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আটক করা হয় অভিযুক্তের দাদাকে । পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্তের নামে এফআইআর দায়ের হয়েছে ৷ খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্তের দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে ।

সিউড়ি, 22 জানুয়ারি: লজেন্স কিনতে গিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ! অভিযোগ মুদির দোকানের মালিকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত। মুদিখানা ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে উত্তাল সিউড়ি। অভিযুক্তর দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। রাস্তায় পোড়ানো হয় টায়ার । ঘটনায় অভিযুক্ত দোকানদারের দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ ।

দোকানের পাশের বাড়ির এক মহিলার দাবি, মঙ্গলবার রাত সাড়ে ন'টা নাগাদ একটি বাচ্চা মেয়ে দোকানে লজেন্স কিনতে আসে । তখন ওই নাবালিকা ছাড়াও বেশ কয়েকজন ক্রেতা সেখানে ছিল । সব ক্রেতাদের জিনিস দিয়ে ছেড়ে দিলেও মেয়েটিকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে মালিক ৷ এরপর লজেন্স দেয় ৷ নাবালিকা চলে যাওয়ার সময় আবার তাকে ভিতরে ডাকে দোকানদার। নাবালিকাকে নিয়ে ভিতরে চলে যায় । দীর্ঘক্ষণ পরও না ফেরায় সন্দেহ হয় । ফোনে প্রতিবেশীদের বিষয়টি জানান ওই মহিলা । বিষয়টি জানতে পেরে সবাই মিলে গিয়ে অভিযুক্তের বাড়িতে গেলেও নাবালিকাকে দেখতে পাননি। বারবার জিজ্ঞাসা করায় অসংলগ্ন কথাবার্তা বলে অভিযুক্ত ৷ তখন তাকে চড় থাপ্পড় মারতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দোকানদার ৷

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভে সিউড়ি থানা এলাকায়, শুনুন প্রত্যক্ষদর্শীর বক্তব্য (ইটিভি ভারত)

এদিকে নাবালিকার বাড়ি যান প্রত্যক্ষদর্শী মহিলা। সেখানে ততক্ষণে নাবালিকা পৌঁছে গিয়েছে। মহিলা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তখনই পরিষ্কার হয়ে সমস্ত ঘটনা ৷ রাতেই থানায় অভিযোগ দায়ের হয় । নাবালিকাকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বুধবার সকাল থেকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাক ।

অভিযুক্তের বন্ধ দোকান ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন মহিলারা । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আটক করা হয় অভিযুক্তের দাদাকে । পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্তের নামে এফআইআর দায়ের হয়েছে ৷ খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্তের দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে ।

Last Updated : Jan 22, 2025, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.