কলকাতা, 27 অক্টোবর: কলকাতার ঐতিহ্যের ট্রাম এখন 'লুপ্তপ্রায়', ইতিহাস হওয়ার পথে ! কলকাতা কর্পোরেশনের মতে, পড়ে থাকা ট্রাম লাইন এখন দুর্ঘটনার 'ফাঁদ' হয়ে দাঁড়িয়েছে। তাই পুর অধিবেশনে ট্রাম লাইন তুলে ফেলার পক্ষেই কাউন্সিলরদের আবেদন এলো। এ ক্ষেত্রে আদালতের অনুমতি মিললেই লাইন তুলে রাস্তা সংস্কারের কাজ শুরু করবে কলকাতা কর্পোরেশন, জানালেন ফিরহাদ হাকিম।
এক সময় কলকাতায় 32টি রুটে চলত পরিবেশ বান্ধব ট্রাম। এখন সেই পরিষেবা কোনও রকমে ধুঁকতে ধুঁকতে চলছে মাত্র 2টি রুটে। বালিগঞ্জ থেকে এসপ্লেন্ড আর এসপ্লেনেড থেকে শ্যামবাজার। এই অবস্থায় রাজাবাজার ডিপো থেকে যে ট্রাম চলত, বহুদিন আগেই সেই পরিষেবা বন্ধ হলেও লাইন পড়ে রয়েছে একই ভাবে। আর সেই লাইন বর্ষায় হোক বা শীতে, যেন বাইক, স্কুটি চালকদের কাছে দুর্ঘটনার 'ফাঁদ' হয়ে দাঁড়িয়েছে । তাই ট্রাম যদি না-ই চলে, সেই রুটের লাইন তুলে রাস্তা ঠিক করার আবেদন করলেন কাউন্সিলর বিশরূপ দে।