মালদা, 12 এপ্রিল: লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই ধুন্ধুমার পরিস্থিতি প্রশাসনিকভবন চত্বরে । বিজেপি-এসইউসিআই সমর্থকরা 144 ধারা অমান্য করে প্রথম ব্যারিকেড ভেঙে প্রশাসনিকভবন চত্বরে ঢুকে পড়েন । যদিও পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কর্মী-সমর্থকদের অন্যদিক দিয়ে বের করে দেয় । এ দিকে, মনোনয়ন দিতে যাওয়ার পথে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও খগেন মুর্মুকে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় ।
আসন্ন লোকসভা নির্বাচনে 7 মে মালদা জেলার দুটি আসনে তৃতীয় দফায় নির্বাচন হতে চলেছে । আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন পর্ব । প্রথম দিনেই মনোনয়ন জমা দিতে যান মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু । কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে পুরাতন মালদার চৌরঙ্গী মোড় থেকে মিছিল করে জেলা প্রশাসনিকভবন চত্বরে পৌঁছন খগেন মুর্মু । পথে ইংরেজবাজার পৌরসভার সামনে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে দেখে এগিয়ে যান তিনি । একে অপরকে তাঁকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় ।
বিজেপির প্রশাসনিকভবন চত্বরে পৌঁছনোর আগেই সেখানে মনোনয়ন দিতে হাজির হয়েছিলেন এসইউসিআই প্রার্থী । দুই দলের কর্মী সমর্থকদের এগিয়ে যাওয়ার হুড়োহুড়িতে ধস্তাধস্তি বেঁধে যায় । এক সময় দুই দলের কর্মী-সমর্থকরা ব্যারিকেড টপকে 144 ধারা অমান্য করে প্রশাসনিকভবন চত্বরে ঢুকে পড়ে । যদিও পরে পুলিশকর্মীরা দুই দলের সমর্থকদের অন্য রাস্তা দিয়ে বাইরে বের করে দেন ।