ETV Bharat / state

শীঘ্রই শুরু হচ্ছে সরকারি ও বেসরকারি বাসে যাত্রী সাথী অ্যাপ পরিষেবা - YATRI SATHI APP

নতুন বছরের শুরুতেই চালু হতে চলেছে সরকারি ও বেসরকারি বাসে যাত্রী সাথী অ্যাপ পরিষেবা ৷ কাটা যাবে অগ্রীম টিকিট ৷

yatri sathi pilot project
সরকারি ও বেসরকারি বাসে যাত্রী সাথী অ্যাপ পরিষেবা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

কলকাতা, 19 ডিসেম্বর: নতুন বছরের প্রথম দিকেই পরীক্ষামূলকভাবে সরকারি ও বেসরকারি বাসে যাত্রী সাথী অ্যাপ চলু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর ৷ প্রস্তুতি পর্ব হিসেবে পর পর সরকারি বাস সংগঠন এবং বেসরকারি বাস সংগঠনের সঙ্গে পরিবহণ দফতরের বৈঠকে এমনটাই আভাস পাওয়া গিয়েছে ৷

বাসের রেষারেষি বন্ধ করতে এবং বাসের অতিরিক্ত গতির ফলে পথ দুর্ঘটনা এড়াতে কোমড় বেঁধে নেমেছে প্রশাসন ৷ তাই সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস ও মিনিবাসের উপর নজরদারি চালানো হবে। বাসগুলিকে ট্র্যাক করার ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্যের পরিবহণ দফতর ৷ হলুদ ট্যাক্সির মতোই যাত্রী সাথী অ্যাপে যুক্ত করা হচ্ছে সরকারি ও বেসরকারি বাস ও মিনিবাসকে ৷ জানুয়ারির 10 তারিখ থেকেই নির্ধারিত 12টি রুটে সরকারি ও বেসরকারি বাসে এই পাইলট প্রজেক্ট চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, এই ব্যবস্থা চালু হলে কোন রুটে কোন সরকারি বা বেসরকারি বাস কতদূরে রয়েছে সেটাও যেমন জানা যাবে ৷ আগামী টিকিটও কেটে নেওয়া যাবে এই অ্যাপ থেকে ৷ এছাড়াও আপাতত যে 12টি রুট এই পরিষেবা দেওয়া হবে বলে চিহ্নিত করা হয়েছে, সেই সব রুটের বাসস্ট্যান্ডে এলইডি ডিসপ্লে বসানো হবে ৷ যাতে কোন বাস কখন আসছে সেটা খুব সহজেই জানা যায়।

আপাতত এয়ারপোর্ট সংযোগকারী 12টি রুটের সরকারি ও বেসরকারি বাস মিনিবাসগুলির সঙ্গে এই পরিষেবা যুক্ত করা হবে। যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে এবং অ্যাপের উন্নতির প্রয়োজন রয়েছে কি না, সেই সব দিকগুলি খতিয়ে দেখে দ্রুত অন্যান্য রুটেও এই পরিষেবা বিস্তার করা হবে। যে 12টি রুট চিহ্নিত করা হয়েছে সেগুলি হল: AC-39, AC-58, AC-37A, V1, S-10, S-23A, AC-2, AC-43, AC-40, AC-23A, EB-12 এবং S-66।

এই বিষয় ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানান, যে সরকারি বাসের ক্ষেত্রে প্রতি বাসে একটি করে স্মার্ট ফোন দেবে রাজ্য সরকার। কিন্তু বেসরকারি বাসের ক্ষেত্রে এই মোবাইল বাসের মালিককেই দিতে হবে। অর্থাৎ এতে মালিকের উপর কিছুটা হলেও আর্থিক চাপ পড়বে। তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় ৷

প্রসঙ্গত, সমস্ত সরকারি বা বেসরকারি বাস চালকদের পরিবহণ দফতরের দেওয়া এই অ্যাপ চালকদের নিজের ফোনে ডাউনলোড করতে হবে ৷ প্রতিটি বাসের একটি করে QR code থাকবে ৷ সেই QR code দিয়ে চালককে প্রতিদিন বাস পরিষেবা শুরু করার আগে বাধ্যতামূলকভাবে অ্যাপে লগ ইন করতে হবে ৷ এর ফলে বাসটি কোন রুট দিয়ে কখন যাচ্ছে, তার উপর নজরদারি চালাতে পারবে পরিবহণ দফতর। এমনকি যদি কোন বাস বিপদজনক গতিতে চালায় এবং অন্য বাসের সঙ্গে রেষারেষি করে, সেই ক্ষেত্রেও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে।

কলকাতা, 19 ডিসেম্বর: নতুন বছরের প্রথম দিকেই পরীক্ষামূলকভাবে সরকারি ও বেসরকারি বাসে যাত্রী সাথী অ্যাপ চলু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর ৷ প্রস্তুতি পর্ব হিসেবে পর পর সরকারি বাস সংগঠন এবং বেসরকারি বাস সংগঠনের সঙ্গে পরিবহণ দফতরের বৈঠকে এমনটাই আভাস পাওয়া গিয়েছে ৷

বাসের রেষারেষি বন্ধ করতে এবং বাসের অতিরিক্ত গতির ফলে পথ দুর্ঘটনা এড়াতে কোমড় বেঁধে নেমেছে প্রশাসন ৷ তাই সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস ও মিনিবাসের উপর নজরদারি চালানো হবে। বাসগুলিকে ট্র্যাক করার ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্যের পরিবহণ দফতর ৷ হলুদ ট্যাক্সির মতোই যাত্রী সাথী অ্যাপে যুক্ত করা হচ্ছে সরকারি ও বেসরকারি বাস ও মিনিবাসকে ৷ জানুয়ারির 10 তারিখ থেকেই নির্ধারিত 12টি রুটে সরকারি ও বেসরকারি বাসে এই পাইলট প্রজেক্ট চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, এই ব্যবস্থা চালু হলে কোন রুটে কোন সরকারি বা বেসরকারি বাস কতদূরে রয়েছে সেটাও যেমন জানা যাবে ৷ আগামী টিকিটও কেটে নেওয়া যাবে এই অ্যাপ থেকে ৷ এছাড়াও আপাতত যে 12টি রুট এই পরিষেবা দেওয়া হবে বলে চিহ্নিত করা হয়েছে, সেই সব রুটের বাসস্ট্যান্ডে এলইডি ডিসপ্লে বসানো হবে ৷ যাতে কোন বাস কখন আসছে সেটা খুব সহজেই জানা যায়।

আপাতত এয়ারপোর্ট সংযোগকারী 12টি রুটের সরকারি ও বেসরকারি বাস মিনিবাসগুলির সঙ্গে এই পরিষেবা যুক্ত করা হবে। যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে এবং অ্যাপের উন্নতির প্রয়োজন রয়েছে কি না, সেই সব দিকগুলি খতিয়ে দেখে দ্রুত অন্যান্য রুটেও এই পরিষেবা বিস্তার করা হবে। যে 12টি রুট চিহ্নিত করা হয়েছে সেগুলি হল: AC-39, AC-58, AC-37A, V1, S-10, S-23A, AC-2, AC-43, AC-40, AC-23A, EB-12 এবং S-66।

এই বিষয় ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানান, যে সরকারি বাসের ক্ষেত্রে প্রতি বাসে একটি করে স্মার্ট ফোন দেবে রাজ্য সরকার। কিন্তু বেসরকারি বাসের ক্ষেত্রে এই মোবাইল বাসের মালিককেই দিতে হবে। অর্থাৎ এতে মালিকের উপর কিছুটা হলেও আর্থিক চাপ পড়বে। তবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় ৷

প্রসঙ্গত, সমস্ত সরকারি বা বেসরকারি বাস চালকদের পরিবহণ দফতরের দেওয়া এই অ্যাপ চালকদের নিজের ফোনে ডাউনলোড করতে হবে ৷ প্রতিটি বাসের একটি করে QR code থাকবে ৷ সেই QR code দিয়ে চালককে প্রতিদিন বাস পরিষেবা শুরু করার আগে বাধ্যতামূলকভাবে অ্যাপে লগ ইন করতে হবে ৷ এর ফলে বাসটি কোন রুট দিয়ে কখন যাচ্ছে, তার উপর নজরদারি চালাতে পারবে পরিবহণ দফতর। এমনকি যদি কোন বাস বিপদজনক গতিতে চালায় এবং অন্য বাসের সঙ্গে রেষারেষি করে, সেই ক্ষেত্রেও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.