ETV Bharat / entertainment

বড়দিনে লক্ষ্মীলাভ বড় লক্ষ্য ! 'পুষ্পা 2'-'মুফাসা'র টক্করে বাংলা সিনেমার ভবিষ্যৎ কী? - BENGALI CINEMA BOXOFFICE

'খাদান', 'সন্তান', '5 নং স্বপ্নময় লেন', ও 'চালচিত্র' মুক্তি পাচ্ছে একই দিনে ৷ রয়েছে হিন্দি ছবিও ৷ বক্সঅফিসের চালচিত্রের হাল হকিকত জানল ইটিভি ভারত ৷

Etv Bharat
একই দিনে মুক্তি পাচ্ছে চারতে বাংলা সিনেমা (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 19, 2024, 1:57 PM IST

Updated : Dec 19, 2024, 3:22 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর: বক্সঅফিসে কঠিন অগ্নিপরীক্ষার মুখোমুখি চারটে বাংলা সিনেমা ৷ 20 ডিসেম্বর একযোগে মুক্তি পাচ্ছে চারটি ছবি ৷ বড়দিনের আবহে বক্সঅফিসে পুঁজিলাভের আশায় একসঙ্গে মাঠে নেমেছেন দেব, শুভশ্রী থেকে শুরু করে টোটা রায়চৌধুরী, অপরাজিতা আঢ্য অভিনীত ছবি ৷ আবার একই দিনে মুক্তি পাচ্ছে 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷

শাহরুখ খান, আরিয়ান খান ও আব্রাহের কণ্ঠে হিন্দি ডাবড ছবিও রয়েছে দর্শকদের তালিকায় ৷ আগে থেকেই বক্সঅফিস কাঁপাচ্ছে 'পুষ্পা 2' ও বাংলা সিনেমা 'বহুরূপী' ৷ এই অবস্থায় শুক্রবার বিনোদনের বক্সঅফিসের চালচিত্র নিয়ে কী ভাবছে টলি পাড়া, আশঙ্কার দোলাচল কি চলছে মনের মধ্যে? খোঁজ নিল ইটিভি ভারত ৷

শুক্রবার মুক্তি পাচ্ছে 'খাদান', 'সন্তান', '5 নং স্বপ্নময় লেন', ও 'চালচিত্র'। বুধবার রাত অবধি এই চারটি ছবির বুক মাই শো-তে শো সংখ্যা 'খাদান'- 72, 'সন্তান' 46, '5 নং স্বপ্নময় সেন' 20 এবং 'চালচিত্র' 18টি। অন্যদিকে, 'পুষ্পা ২' শুধু কলকাতাতেই 482টি শো নিয়ে বসে আছে।

এই ব্যাপারে 'চালচিত্র' ছবির প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গে কথা বলা ইটিভি ভারত ৷ তিনি বলেন, "চারটে বাংলা সিনেমা একই দিনে মুক্তি পাচ্ছে। শো কম পাওয়া যাবে সেটাই স্বাভাবিক। জেনেশুনেই আমরা রিলিজ করছি সবাই একইদিনে। চারটে ছবিকে একইসঙ্গে জায়গা দেওয়া সম্ভব না। কটা স্ক্রিন আমাদের এখানে আছে সেটাও দেখার। তাই শো কম পাওয়ার কারণে আমি কাউকে দায়ী করব না।" এরপেরই প্রযোজক বলেন

" 'পুষ্পা ২' রয়েছে ময়দানে। 'মুফাসা: দ্য লায়ন কিং' মুক্তি পাচ্ছে একই দিনে। আমরা তো সব জেনে শুনেই এই দিনে চারটে ছবি রিলিজ করছি। তাই আমারটা কেন কম ওরটা কেন বেশি ভেবে লাভ নেই। আমার মনে হয়, একসঙ্গে চারটে ছবির মুক্তি পাওয়া মানে মহল তৈরি হওয়া বাংলা সিনেমার। সবই আছে। যেটা খুশি দর্শক দেখতে পারেন। বুফের মতো খানিকটা। মানুষ চিকেন নাকি মাটন নাকি নিরামিষ খাবেন সবটা নিজের হাতে। সব ধরনের ছবি আছে দর্শকের জন্য।"

তিনি আরও বলেন, "মানুষ ছবি দেখা শুরু করুক। পরে তো শো বাড়তেও দেখা যায়। কোনও ছবি ভালো হলে তার দিকে মানুষ যাবেই। আর ভালো না হলে যাবে না। আমি আমার 'চালচিত্র' নিয়ে আশাবাদী। " ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা ইটিভি ভারতকে জানিয়েছেন, "চারটে বাংলা সিনেমা এবার হল পাচ্ছে না এমনটা নয়। কম হলেও তো পেয়েছে।"

এই দিনেই মুক্তি পাচ্ছে 'মুফাসা: দ্য লায়ন কিং'। যেখানে বেতাজ বাদশার কণ্ঠের জাদু রয়েছে। অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে দেখলে সবথেকে বেশি হল পেয়েছে 'মুফাসা: দ্য লায়ন কিং'। তা হলে কি হিন্দি ছবির দাপটে বাংলা সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে? ব্যবসার কী হবে? প্রযোজনা সংস্থা ছবিটির জন্য যে খরচটা করে বসে আছে তা কি উঠবে আদৌ? প্রশ্ন আসছেই।

বেহালার অশোকা সিনেমা হলের কর্ণধার প্রবীর রায় ইটিভি ভারতকে জানান, "এক সঙ্গে একই দিনে চারটে বাংলা সিনেমা রিলিজ করলে হল পাওয়ায় অসুবিধা হওয়াটা অস্বাভাবিক নয়। ধৈর্য ধরতে হবে।" ওদিকে মুক্তির 70 দিন পার করেও বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউজফুল 'বহুরূপী'। বুক মাই শো-তে প্রতিদিনই দর্শককে রেড সিগন্যাল দিচ্ছে 'বহুরূপী'।

'5 নং স্বপ্নময় লেন' -এর প্রযোজক শুভঙ্কর মিত্র সামাজিক মাধ্যমে লিখেছেন, "এতটা ভাবিনি! প্রিয়া! কাউন্টার খোলার সঙ্গে সঙ্গেই বুকিং শুরু! আপনাদের আশীর্বাদ মাথা পেতে নিলাম। এভাবেই পাশে থাকবেন।" ছবির পরিচালক মানসী সিনহা এদিন ইটিভি ভারতকে জানান, "এটা স্বাভাবিক যে আমি পরিচালনায় নতুন। বাকিরা অনেকদিন ধরে কাজ করছে। সেখানে আমি পিছনে থাকব স্বাভাবিক। আমার প্রযোজক শুভঙ্কর মিত্র আর ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা খুব চেষ্টা করছেন। মনে হয় না সপ্তাহের শেষের দিকে নিরাশ হব। তবে, আমি হতাশ হই না কখনও। আশাবাদী।" তিনি আরও বলেন, "বড়দের অনেক বড় বড় কথা থাকে। আমি ছোটখাটো মানুষ তাই ছোট ছোট কয়েকটা কথা বললাম।"

যদিও এই ব্যাপারে কোনও কথা বলতে নারাজ সুরিন্দর ফিল্মস। অর্থাৎ 'খাদান'-এর প্রযোজনা সংস্থা। তবে দেব আগেই হল না পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন। তাঁর তীক্ষ্মবাণ 'পুষ্পা 2'-র দিকেই কি, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। পরে অবশ্য তিনি হল পাওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ৷ কারণ, বুক মাই শো অনুযায়ী, 'খাদান' ছবির অ্যাডভান্স বুকিং খোলার সঙ্গে সঙ্গে তা ট্রেন্ড করতে শুরু করে ৷ স্টার থিয়েটার হাউসফুল ৷ প্রায় 10 হাজারের মতো টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷

'সন্তান'-এর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে উত্তর পাওয়া যায়নি ৷ তবে তিনি সামাজিক মাধ্যমে ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, নিজের ছবি সন্তান-এর প্রোমোশন তিনি সেইভাবে করেননি ৷ তবে তিনি চান, বাংলার দর্শক বাংলা সিনেমা দেখুক ৷ তাই চারটে সিনেমা মুক্তি পাচ্ছে ৷ দর্শক যেটা ইচ্ছা সেটা দেখতে পারেন উল্লেখ্য, রাজের 'সন্তান' মাল্টিপ্লেক্সে শো পেলেও ভালো সিঙ্গল স্ক্রিন পায়নি।

একাধিক সিনেমা হল মালিকদের বক্তব্য, যারা আগে থেকে ছবির দিন ঘোষণা করে তারা বেশি সুবিধে পায়। পাশাপাশি বড় স্টার কাস্ট থাকলেও বাড়তি সুবিধা পাওয়া যায়। সেই দিক থেকে 'খাদান' বাকিদের থেকে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। বাকিটা কী হবে, তা ছবি মুক্তির পরেই বোঝা যাবে ৷

কলকাতা, 19 ডিসেম্বর: বক্সঅফিসে কঠিন অগ্নিপরীক্ষার মুখোমুখি চারটে বাংলা সিনেমা ৷ 20 ডিসেম্বর একযোগে মুক্তি পাচ্ছে চারটি ছবি ৷ বড়দিনের আবহে বক্সঅফিসে পুঁজিলাভের আশায় একসঙ্গে মাঠে নেমেছেন দেব, শুভশ্রী থেকে শুরু করে টোটা রায়চৌধুরী, অপরাজিতা আঢ্য অভিনীত ছবি ৷ আবার একই দিনে মুক্তি পাচ্ছে 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷

শাহরুখ খান, আরিয়ান খান ও আব্রাহের কণ্ঠে হিন্দি ডাবড ছবিও রয়েছে দর্শকদের তালিকায় ৷ আগে থেকেই বক্সঅফিস কাঁপাচ্ছে 'পুষ্পা 2' ও বাংলা সিনেমা 'বহুরূপী' ৷ এই অবস্থায় শুক্রবার বিনোদনের বক্সঅফিসের চালচিত্র নিয়ে কী ভাবছে টলি পাড়া, আশঙ্কার দোলাচল কি চলছে মনের মধ্যে? খোঁজ নিল ইটিভি ভারত ৷

শুক্রবার মুক্তি পাচ্ছে 'খাদান', 'সন্তান', '5 নং স্বপ্নময় লেন', ও 'চালচিত্র'। বুধবার রাত অবধি এই চারটি ছবির বুক মাই শো-তে শো সংখ্যা 'খাদান'- 72, 'সন্তান' 46, '5 নং স্বপ্নময় সেন' 20 এবং 'চালচিত্র' 18টি। অন্যদিকে, 'পুষ্পা ২' শুধু কলকাতাতেই 482টি শো নিয়ে বসে আছে।

এই ব্যাপারে 'চালচিত্র' ছবির প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গে কথা বলা ইটিভি ভারত ৷ তিনি বলেন, "চারটে বাংলা সিনেমা একই দিনে মুক্তি পাচ্ছে। শো কম পাওয়া যাবে সেটাই স্বাভাবিক। জেনেশুনেই আমরা রিলিজ করছি সবাই একইদিনে। চারটে ছবিকে একইসঙ্গে জায়গা দেওয়া সম্ভব না। কটা স্ক্রিন আমাদের এখানে আছে সেটাও দেখার। তাই শো কম পাওয়ার কারণে আমি কাউকে দায়ী করব না।" এরপেরই প্রযোজক বলেন

" 'পুষ্পা ২' রয়েছে ময়দানে। 'মুফাসা: দ্য লায়ন কিং' মুক্তি পাচ্ছে একই দিনে। আমরা তো সব জেনে শুনেই এই দিনে চারটে ছবি রিলিজ করছি। তাই আমারটা কেন কম ওরটা কেন বেশি ভেবে লাভ নেই। আমার মনে হয়, একসঙ্গে চারটে ছবির মুক্তি পাওয়া মানে মহল তৈরি হওয়া বাংলা সিনেমার। সবই আছে। যেটা খুশি দর্শক দেখতে পারেন। বুফের মতো খানিকটা। মানুষ চিকেন নাকি মাটন নাকি নিরামিষ খাবেন সবটা নিজের হাতে। সব ধরনের ছবি আছে দর্শকের জন্য।"

তিনি আরও বলেন, "মানুষ ছবি দেখা শুরু করুক। পরে তো শো বাড়তেও দেখা যায়। কোনও ছবি ভালো হলে তার দিকে মানুষ যাবেই। আর ভালো না হলে যাবে না। আমি আমার 'চালচিত্র' নিয়ে আশাবাদী। " ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা ইটিভি ভারতকে জানিয়েছেন, "চারটে বাংলা সিনেমা এবার হল পাচ্ছে না এমনটা নয়। কম হলেও তো পেয়েছে।"

এই দিনেই মুক্তি পাচ্ছে 'মুফাসা: দ্য লায়ন কিং'। যেখানে বেতাজ বাদশার কণ্ঠের জাদু রয়েছে। অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে দেখলে সবথেকে বেশি হল পেয়েছে 'মুফাসা: দ্য লায়ন কিং'। তা হলে কি হিন্দি ছবির দাপটে বাংলা সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে? ব্যবসার কী হবে? প্রযোজনা সংস্থা ছবিটির জন্য যে খরচটা করে বসে আছে তা কি উঠবে আদৌ? প্রশ্ন আসছেই।

বেহালার অশোকা সিনেমা হলের কর্ণধার প্রবীর রায় ইটিভি ভারতকে জানান, "এক সঙ্গে একই দিনে চারটে বাংলা সিনেমা রিলিজ করলে হল পাওয়ায় অসুবিধা হওয়াটা অস্বাভাবিক নয়। ধৈর্য ধরতে হবে।" ওদিকে মুক্তির 70 দিন পার করেও বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউজফুল 'বহুরূপী'। বুক মাই শো-তে প্রতিদিনই দর্শককে রেড সিগন্যাল দিচ্ছে 'বহুরূপী'।

'5 নং স্বপ্নময় লেন' -এর প্রযোজক শুভঙ্কর মিত্র সামাজিক মাধ্যমে লিখেছেন, "এতটা ভাবিনি! প্রিয়া! কাউন্টার খোলার সঙ্গে সঙ্গেই বুকিং শুরু! আপনাদের আশীর্বাদ মাথা পেতে নিলাম। এভাবেই পাশে থাকবেন।" ছবির পরিচালক মানসী সিনহা এদিন ইটিভি ভারতকে জানান, "এটা স্বাভাবিক যে আমি পরিচালনায় নতুন। বাকিরা অনেকদিন ধরে কাজ করছে। সেখানে আমি পিছনে থাকব স্বাভাবিক। আমার প্রযোজক শুভঙ্কর মিত্র আর ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা খুব চেষ্টা করছেন। মনে হয় না সপ্তাহের শেষের দিকে নিরাশ হব। তবে, আমি হতাশ হই না কখনও। আশাবাদী।" তিনি আরও বলেন, "বড়দের অনেক বড় বড় কথা থাকে। আমি ছোটখাটো মানুষ তাই ছোট ছোট কয়েকটা কথা বললাম।"

যদিও এই ব্যাপারে কোনও কথা বলতে নারাজ সুরিন্দর ফিল্মস। অর্থাৎ 'খাদান'-এর প্রযোজনা সংস্থা। তবে দেব আগেই হল না পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন। তাঁর তীক্ষ্মবাণ 'পুষ্পা 2'-র দিকেই কি, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। পরে অবশ্য তিনি হল পাওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ৷ কারণ, বুক মাই শো অনুযায়ী, 'খাদান' ছবির অ্যাডভান্স বুকিং খোলার সঙ্গে সঙ্গে তা ট্রেন্ড করতে শুরু করে ৷ স্টার থিয়েটার হাউসফুল ৷ প্রায় 10 হাজারের মতো টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷

'সন্তান'-এর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে উত্তর পাওয়া যায়নি ৷ তবে তিনি সামাজিক মাধ্যমে ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, নিজের ছবি সন্তান-এর প্রোমোশন তিনি সেইভাবে করেননি ৷ তবে তিনি চান, বাংলার দর্শক বাংলা সিনেমা দেখুক ৷ তাই চারটে সিনেমা মুক্তি পাচ্ছে ৷ দর্শক যেটা ইচ্ছা সেটা দেখতে পারেন উল্লেখ্য, রাজের 'সন্তান' মাল্টিপ্লেক্সে শো পেলেও ভালো সিঙ্গল স্ক্রিন পায়নি।

একাধিক সিনেমা হল মালিকদের বক্তব্য, যারা আগে থেকে ছবির দিন ঘোষণা করে তারা বেশি সুবিধে পায়। পাশাপাশি বড় স্টার কাস্ট থাকলেও বাড়তি সুবিধা পাওয়া যায়। সেই দিক থেকে 'খাদান' বাকিদের থেকে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। বাকিটা কী হবে, তা ছবি মুক্তির পরেই বোঝা যাবে ৷

Last Updated : Dec 19, 2024, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.