দাভোস, 21 জানুয়ারি: সমাজ গঠনে অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন ভারতীয় শিল্পপতিরা ৷ সুইৎজারল্যান্ডের ডাভোসে 'ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম' (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে এই ঘোষণা হয় ৷ বিশ্বের 13টি দেশের 15টি সংস্থার 18 জন ব্যক্তিত্বকে সমাজে তাঁদের অবদানের জন্য পুরস্কৃত করছে সোয়াব ফাউন্ডেশন এবং মোটস্যাপে ফাউন্ডেশন ৷ তালিকায় রয়েছেন ভারতীয়রাও ৷
এই পুরস্কার ঘোষণার সময় ডব্লিউইএফ-এর তরফে জানানো হয়, বিশ্বের 500 জন ব্যক্তির কাজ 93.1 কোটি (93.1 মিলিয়ন) মানুষের জীবনকে প্রভাবিত করেছে ৷ এই ক্ষেত্রে সোয়াব ফাউন্ডেশন, মোটস্যাপে ফাউন্ডেশন-এর সঙ্গে যৌথভাবে এই পুরস্কার দিচ্ছে ৷
ব্যবসা-বাণিজ্যে নানা পরিবর্তন ঘটিয়েছে 15টি সংস্থার 18 জন শীর্ষকর্তা ৷ এছাড়া, তাঁরা সামাজিক উন্নয়নেও অংশ নিয়েছেন ৷ তাঁদের পরিবেশ সম্পর্কিত মডেলের সাহায্যে আরও পক্ষপাতহীন ও ভারসাম্যে পূর্ণ বিশ্ব গড়ে উঠছে, জানিয়েছে ডব্লিউইএফ ৷
সোশাল আন্ত্রোপ্রিনিউজ বিভাগে এই পুরস্কার পেয়েছেন- অবন্তী ফেলোজ-এর সহ-প্রতিষ্ঠাতা অক্ষয় সাক্সেনা ৷ এটি একটি অলাভজনক সংস্থা ৷ এর লক্ষ্য ভারতের উন্নতমানের কলেজগুলিতে পক্ষপাতহীন অংশগ্রহণ সহজ করা ৷ এই কলেজগুলি বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্ক (এসটিইএম) বিষয়ের কলেজ ৷
কেয়ারমেসেজ-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বিনীত সিঙ্গলও পুরস্কারপ্রাপকদের তালিকায় রয়েছেন ৷ এই সংস্থাটিও অলাভজনক এবং মার্কিনি প্রযুক্তি সংস্থা ৷ আমেরিকার স্বল্প-আয় সম্পন্ন মানুষদের জন্য এই সংস্থাটি কাজ করে ৷
শিল্পক্ষেত্রে এমন অনেক জটিল সমস্যা রয়েছে যা কোনও একজনের পক্ষে সামলানো সম্ভব নয় ৷ সে ক্ষেত্রে অনেকে বিভিন্ন সংস্থাগুলিকে এক ছাদের তলায় একত্রিত করে সেই কঠিন ও জটিল বিষয়ের সমাধান করেন ৷ তাঁরা পাচ্ছেন কালেক্টিভ সোশাল ইনোভেটর্স ক্যাটেগরির পুরস্কার ৷
এই বিভাগে পুরস্কার পেয়েছেন বেদ আর্য ৷ তিনি 'বুদ্ধ ইনস্টিটিউট অ্যান্ড ন্যাশনাল কনভেনর অফ দ্য রেসপন্সিবল কোয়ালিশন ফর রেজিলিয়েন্ট কমিউনিটিস' (আরসিআরসি)-র ডিরেক্টর ৷ ভারতের 15টি রাজ্যের 98টি তৃণমূল স্তরের সামাজিক সংগঠনকে একত্র করা হয় ৷ সংগঠনগুলি কোভিড-19 প্যানডেমিক-এর সময় সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের জন্য কাজ করে ৷ এছাড়া, 2025 সালের সোয়াব ফাউন্ডেশন পুরস্কার পেয়েছেন পপুলেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া-র এগজিকিউটিভ ডিরেক্টর পুনম মুত্তরেজা, অলাভজনক সংস্থা আগা খান ফাউন্ডেশনের অপূর্ব ওঝা ৷