কলকাতা, 21 জানুয়ারি: বছরের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। দুই তারকাখচিত দলের ধুন্ধুমার লড়াইয়ের দিকে নজর ক্রিকেটপ্রেমীদের ৷ ইডেনের বাইশ গজে শিশির পড়ার চিন্তায় কাবু ভারত-ইংল্যান্ড দুই দল। তবে ম্যাচের 24 ঘণ্টা আগে ইডেনের পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে। যা দেখলে মনে হতে পারে বৃষ্টির আশঙ্কায় মাঠ ঢাকা।
প্রথমে জস বাটলার এবং পরে সূর্যকুমার যাদব, দু'জনেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে বললেন শিশির পড়া নিয়ে চিন্তায় রয়েছেন। সন্ধ্যা সাতটা থেকে শিশির পড়া শুরু হচ্ছে যে স্পিনারদের বল গ্রিপ করা কঠিন হতে পারে। ইংল্যান্ড যে দল ঘোষণা করেছে তাতে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আদিল রশিদকে রেখেছে। ভারতীয় দল তাদের দল ঘোষণা করেনি। সেক্ষেত্রে তারা স্পিনারদের রেখে কতটা দল ঘোষণা করবে সেটাই দেখার। কারণ শিশির পড়া নিয়ে চিন্তা ছড়িয়ে পড়েছে দুই দল।
কিউরেটর সুজন মুখোপাধ্য়ায় বলছেন, শিশির যাতে সমস্যা তৈরি না-করে তার জন্য আগামিকাল বিকেল 4টে নাগাদ বিশেষ স্প্রে ছড়ানো হবে। বলা হচ্ছে, এই বিশেষ স্প্রের প্রভাব পুরো ম্যাচজুড়েই থাকবে।
সাধারণত এইরকমভাবে পুরো মাঠ ঢাকা বর্ষার সময় ম্যাচ আয়োজিত হলে। কিন্তু মাঘ মাসের ইডেনে পুরো মাঠ ঢাকা শিশির পড়ার শঙ্কায়। রাতের দিকে দেখা যাচ্ছে মাঠের কভারের ওপর যথেষ্ট জল জমেছে। তাই বিশেষ স্প্রে করার পাশাপাশি ম্যাচ চলাকালীন সাময়িক বিরতিতে শিশির ভেজা ঘাস সুপার সপার চালানো হবে। এদিকে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের টস এবং বল গড়ানোর মাঝের সময়ে ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্বোধন হবে।
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে পাঁচটি টি-20 খেলবে ইংল্যান্ড। যার প্রথমটা বুধবার ইডেনে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে 25 ও 28 জানুয়ারি চেন্নাই ও রাজকোটে। 31 জানুয়ারি চতুর্থ ম্যাচ পুনেতে। আর 2 ফেব্রুয়ারি মুম্বইয়ে সিরিজের শেষ ম্যাচ। তাছাড়া রয়েছে আরও তিনটি ওয়ান-ডে ম্যাচ ৷