নয়াদিল্লি, 19 ডিসেম্বর: আম্বেদকর ইস্যুতে ধুন্ধুমার পরিস্থিতি সংসদ চত্বরে ৷ ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গিকে ধাক্কা মারার অভিযোগ উঠল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ এই ঘটনায় আহত হয়েছেন বিজেপির আরও এক সাংসদ মুকেশ রাজপুত ৷ দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পাল্টা রাহুল গান্ধি বিজেপি সাংসদদের বিরুদ্ধে তাঁকে ধাক্কা মারা ও অধিবেশন কক্ষে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন ৷
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন, তাঁদের প্রবীণ সাংসদ প্রতাপ সারাঙ্গিকে ধাক্কা মেরেছেন রাহুল গান্ধি ৷ আর তার জেরেই আহত হয়েছেন তিনি ৷ উল্লেখ্য, গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদে বিআর আম্বেদকরের নাম নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে সংসদ চত্বরের ভিতরে প্রতিবাদ মিছিল করছিল বিরোধী 'ইন্ডিয়া' ব্লকের সাংসদরা ৷ অভিযোগ, সেই সময় এনডিএ সাংসদরাও একটি প্রতিবাদ মিছিল করছিলেন ৷ সেই দুই মিছিলকে কেন্দ্র করেই দু’পক্ষের সাংসদদের মধ্যে সংঘাত তৈরি হয় বলে অভিযোগ ৷
বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গি অভিযোগ করেছেন, সেই সময় রাহুল গান্ধি তাঁকে ধাক্কা মেরেছেন ৷ আর রাহুলের ধাক্কাতেই তিনি কপালে চোট পেয়েছেন বলে অভিযোগ ৷ যদিও, পরবর্তী সময়ে রাহুল গান্ধি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন, "আমি যখন সংসদ ভবনে ঢুকতে যাই, তখন বিজেপির সাংসদরা আমাকে ধাক্কা মেরেছেন ৷ এমনকি আমাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে ৷ সংসদ ভবনে ঢোকার অধিকার রয়েছেন আমাদের ৷"
इस वीडियो में साफ दिख रहा है..
— Congress (@INCIndia) December 19, 2024
BJP सांसद हाथों में डंडे लगे प्लेकार्ड लेकर विपक्ष के सांसदों को सदन में जाने से रोक रहे हैं।
कांग्रेस अध्यक्ष मल्लिकार्जुन खरगे जी, प्रियंका गांधी जी और अन्य महिला सांसदों के साथ BJP के सांसद धक्का-मुक्की कर रहे हैं।
ये सरासर गुंडई है।… pic.twitter.com/e7azBtgJiq
ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান এবং প্রহ্লাদ জোশী তাঁদের দুই আহত সাংসদকে দেখতে দিল্লির আরএমএল হাসপাতালে যান ৷ জানা গিয়েছে, প্রতাপ সারাঙ্গির মাথায় সেলাই পড়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ফোনে প্রতাপ সারাঙ্গি এবং মুকেশ রাজপুতের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ৷
উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের 75 বছর নিয়ে বিতর্কের জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, "এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর...। এতবার ভগবানের নাম নিলে হয়তো সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হয়ে যেত ৷"
भाजपा बार-बार उन बाबा साहेब का अपमान कर रही है, जिन्होंने देश को संविधान दिया, जिन्होंने हर नागरिक को अधिकार दिये, जिन्होंने अपने विचारों और कार्यों से करोड़ों दलितों और वंचितों का जीवन बदला। उनका अपमान करके भाजपा ने देश के करोड़ों दलितों-वंचितों की भावनाओं का अपमान किया है।… pic.twitter.com/vDOq4Chjrz
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 19, 2024
শাহর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয় বিরোধী 'ইন্ডিয়া' ব্লকের সাংসদরা ৷ বিশেষত, কংগ্রেস শিবির ৷ তারা দাবি করে, বাবাসাহেব আম্বেদকরকে অপমান করায় অমিত শাহকে ক্ষমা চাইতে হবে ৷ সেই দাবিতেই এ দিন সংসদের অলিন্দে বাবাসাহেব আম্বেদকরের ছবি নিয়ে প্রতিবাদ মিছিল করছিলেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ বিরোধী শিবিরের সাংসদরা ৷
আম্বেদকর ইস্যুতে বিজেপির সমালোচনা করেন কংগ্রেস সাংসদ কেপি বেণুগোপাল ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আজ সংসদ ভবনে প্রহসনমূলক নাটক ছিল বিজেপির ‘আম্বেদকর-বিরধী অমিত শাহকে বাঁচাও’ মিশনের প্রদর্শন!
The farcical drama in Parliament House today was a grand display of the BJP’s ‘Save Ambedkar-virodhi Amit Shah’ mission!
— K C Venugopal (@kcvenugopalmp) December 19, 2024
For the past 15 days, the Opposition, under the Hon’ble Leaders of the Opposition and INDIA parties, has been peacefully protesting in Parliament House on…
সেই সময় এনডিএ শিবিরের সাসংদরাও পাল্টা একটি প্রতিবাদ মিছিল বের করে কংগ্রেসের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে ৷ যেখানে সংবিধান রচয়িতার অপমান এবং তাঁর বিরুদ্ধে নেহরু ও গান্ধি পরিবারের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয় ৷ আর সেই অভিযোগ, পাল্টা কংগ্রেসের কাছে ক্ষমা দাবি করে এনডিএ ৷
এই ঘটনায় কংগ্রেসের তরফে একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ কংগ্রেস অভিযোগ করেছে, "এই ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, বিজেপির সাংসদরা লাঠি লাগানো প্ল্যাকার্ড নিয়ে বিরোধী সাংসদদের ভবনের ভিতরে যেতে বাধা দিচ্ছেন ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধি এবং অন্যান্য সাংসদদের সঙ্গে বিজেপির সাংসদরা ধাক্কাধাক্কি করছেন ৷ এরা আদতে সবাই গুন্ডা ৷ গণতন্ত্রের মন্দিরে এটা বিজেপির গা-জোয়ারি ৷ এইসব কোনও মতেই সহ্য করা হবে না ৷"