মেলবোর্ন, 19 ডিসেম্বর: চলতি অস্ট্রেলিয়া সফরে তাঁর ব্যাটে এসেছে একটি শতরান ৷ কিন্তু সার্বিকভাবে দেখতে গেলে বর্ডার-গাভাসকর ট্রফিতে চেনা ছন্দে নেই বিরাট কোহলি ৷ যা নিয়ে চর্চা চলছে ৷ এরই মাঝে বৃহস্পতিবার মেলবোর্নে এক অজি মহিলা সাংবাদিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ বিমানবন্দরে সংশ্লিষ্ট সাংবাদিক না-জানিয়েই তাঁর সন্তানদের ছবি তোলায় ক্ষোভ উগড়ে দেন কোহলি ৷
চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন থেকে বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছন কোহলি-সহ ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা ৷ মেলবোর্নে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট তথা বক্সিং-ডে টেস্টে অজিদের মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত ৷ দুই সন্তানকে নিয়ে এদিন কোহলি সস্ত্রীক মেলবোর্নে পৌঁছতেই বিপত্তি বাঁধে ৷ না-জানিয়েই কোহলির সন্তানদের ছবি ও ভিডিয়ো ক্য়ামেরাবন্দি করেন এক অজি মহিলা সাংবাদিক ৷
সন্তানদের ছবি প্রকাশ্যে আনার বিষয়টি শুরু থেকেই না-পসন্দ কোহলি কিংবা তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার ৷ আগেও এবিষয়ে সাংবাদিকদের অনুরোধ করেছেন 'বিরুষ্কা' জুটি ৷ স্বাভাবিকভাবে বৃহস্পতিবারও অজি সাংবাদিক গোপনে সন্তানদের ছবি ক্য়ামেরাবন্দি করায় বিষয়টি ভালোভাবে নেননি 'দ্য রানমেশিন ৷' বিমানবন্দর চত্বরেই সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় ভারতীয় ক্রিকেটারের ৷ ওই মহিলা রিপোর্টার যে চ্যানেলের কর্মী, সেই সেভেন নিউজ মেলবোর্নের তরফে টুইটারে ভিডিয়োটি পোস্ট করা হয় ৷ যেখানে কোহলিকে বলতে শোনা যাচ্ছে, "সন্তানদের বিষয়ে আমি সবসময় প্রাইভেসি রাখতে পছন্দ করি ৷ তাই আমাকে না-জানিয়ে তাঁদের ভিডিয়ো আপনি তুলতে পারেন না ৷"
Indian cricket superstar Virat Kohli has been involved in a fiery confrontation at Melbourne Airport. @theodrop has the details. https://t.co/5zYfOfGqUb #AUSvIND #7NEWS pic.twitter.com/uXqGzmMAJi
— 7NEWS Melbourne (@7NewsMelbourne) December 19, 2024
ইন্ডিয়া ট্যুডে'র রিপোর্ট অনুযায়ী কোহলি ওই সাংবাদিকের কাছে গিয়ে তাঁর তোলা ছবি ও ভিডিয়োগুলি দেখতে চান এবং তা মুছে ফেলতে বলেন ৷ যদিও তাঁর একার ছবি তুলতে কোহলি ওই মহিলা সাংবাদিককে কোনওরকম বাধা দেননি বলেই রিপোর্টে প্রকাশ ৷ সবমিলিয়ে ভারতীয় দল মেলবোর্নে পৌঁছতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ৷
বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হওয়ায় পাঁচ ম্যাচের সিরিজ এখন 1-1 ৷ অর্থাৎ, 26 ডিসেম্বর থেকে এমসিজি'তে শুরু হতে চলা চতুর্থ টেস্ট যে সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তা বলাই বাহুল্য ৷