পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইটিভি ভারতের খবরের জেরে রাস্তা দখলমুক্ত করতে যায় প্রশাসন, বাধা পেয়ে ফিরলেন আধিকারিকরা - Land Encroachment in Barasat - LAND ENCROACHMENT IN BARASAT

Land Encroachment in Barasat: বারাসতে ক্লাব কর্তৃপক্ষের দাদাগিরি ! ইটিভি ভারতের খবরের জেরে সরকারি রাস্তা দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়তে হল উত্তর 24 পরগনা জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের । তুমুল বাকবিতণ্ডার জেরে খালি হাতেই ফিরতে হল সরকারি কর্মীদের ।

Land Encroachment in Barasat
ইটিভি ভারতের খবরের জেরে রাস্তা দখলমুক্ত করতে যায় প্রশাসন, বাধা পেয়ে ফিরলেন আধিকারিকরা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 8:42 PM IST

বারাসত, 29 অগস্ট: ক্লাব কর্তৃপক্ষের দাদাগিরি ! ইটিভি ভারতের খবরের জেরে সরকারি রাস্তা দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়তে হল পুরসভা এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীদের । এই নিয়ে দু'পক্ষের মধ্যে তুমুল বচসা এবং উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় । দীর্ঘক্ষণ এই পরিস্থিতি চলার পর শেষে সরকারি রাস্তা দখলমুক্ত করতে না পেরে খালি হাতেই মঙ্গলবার ফিরে যান সংশ্লিষ্ট দফতরের কর্মীরা ।

ইটিভি ভারতের খবরের জেরে রাস্তা দখলমুক্ত করতে যায় প্রশাসন, বাধা পেয়ে ফিরলেন আধিকারিকরা (ইটিভি ভারত)

ঘটনাটি উত্তর 24 পরগনার সদর শহর বারাসতের । সরকারি কাজে বাধা দেওয়ায় ক্লাব কর্তৃপক্ষের উপর বেজায় চটেছেন বারাসত পুরসভার পুরপারিষদ (রাস্তা) অরুণ ভৌমিক । যাঁর সঙ্গে সেদিন ক্লাব কর্মকর্তা সৌরেন দের উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা গিয়েছে । দখল হয়ে যাওয়া রাস্তার মাপজোক করতে এসেও তা করতে না পারায় অভিযুক্ত ওই ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে আগামিদিনে প্রশাসনিক পদক্ষেপ করতে পারে পুর-প্রশাসন । যদিও, রাস্তা দখল কিংবা সরকারি কাজে বাধা দেওয়া, কোনও অভিযোগই এ দিন মানতে চাননি ক্লাব কর্তৃপক্ষ ।

বারাসতের কলোনি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের পাশেই সুভাষ ময়দান । বিশাল আকৃতি জুড়ে এই মাঠটির দায়িত্বে রয়েছে সুভাষ ইনস্টিটিউট ক্লাব । আগে মাঠটি খোলামেলা থাকলেও বর্তমানে তার চারপাশ ঘিরে দেওয়া হয়েছে লোহার কাঠামো দিয়ে । মাঠের একদিকের শেষপ্রান্তে রয়েছে সরকারি এই রাস্তা । সেই রাস্তা কমবেশি সাড়ে 14 ফুটের । পুরসভার যে ম‍্যাপ রয়েছে, তাতেও রেকর্ড রয়েছে রাস্তার ।

গত 27 জুলাই সেই খবর প্রকাশিত হয়েছিল ইটিভি ভারতে । সেখানে তুলে ধরা হয়েছিল বারাসতের পুরনো এই ক্লাব কর্তৃপক্ষের 'তুঘলকি' আচরণ । ইটিভি ভারতের সেই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, রাস্তার দু'দিক বরাবর লোহার বড় গেট দিয়ে ঘিরে দেওয়ায় সেখান থেকে সাধারণ মানুষ আর যাতায়াতই করতে পারেন না । অথচ, একসময় এই রাস্তা দিয়েই সহজে স্থানীয় বাসিন্দারা যেতে পারতেন কাছের নবপল্লী এলাকায় । কিন্তু সেসব এখন অতীত । শুধু রাস্তা দখলের অভিযোগই নয় !

রাতের অন্ধকারে সেই জমিতে কংক্রিটের দেওয়াল তুলে রীতিমতো খেলোয়াড়দের বসার 'টেন্ট'-ও করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ । যা সম্পূর্ণ বেআইনি বলেই অভিযোগ উঠেছে । এরপরই রাস্তা দখলমুক্ত করতে তৎপর হয়ে ওঠে পুর-প্রশাসন । প্রথমে ক্লাব কর্তৃপক্ষকে তলব করা হয় পুরসভায় । সেখানে রাস্তার ম‍্যাপ নিয়ে তাঁরা হাজির হলেও সেটির মধ্যে ত্রুটি ধরা পড়ে বলে অভিযোগ । এরপরই মঙ্গলবার সরকারি রাস্তা দখলমুক্ত করতে একযোগে আসরে নামে পুরসভা এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতর । আর তা করতে গিয়েই ক্লাব কর্তৃপক্ষের রোষানলে পড়তে হল সংশ্লিষ্ট দফতরের কর্মীদের । উঠেছে 'দাদাগিরি' অভিযোগও ।

এই বিষয়ে পুরসভার পুরপারিষদ (রাস্তা) অরুণ ভৌমিক বলেন, "ক্লাব কর্তৃপক্ষের আচরণ মোটেই ভালো ছিল না । তাঁরা কোনও সহযোগিতা করেননি । উল্টে, বাধা দিয়েছে । সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে পুরবোর্ড সিদ্ধান্ত নিয়েছিল ওই সরকারি রাস্তা দখলমুক্ত করা হবে । জনগণের স্বার্থে সেই রাস্তা আমরা দখলমুক্ত করবই । এটা ওই ক্লাব কর্তৃপক্ষ যেন ভালো করে মাথায় ঢুকিয়ে নেই ।"

এদিকে, রাস্তা দখলের অভিযোগ উড়িয়ে পালটা পুর প্রশাসনের বিরুদ্ধেই অসহযোগিতার অভিযোগ এনেছেন সুভাষ ইনস্টিটিউট ক্লাবের সম্পাদক রবীন শূর ।

ABOUT THE AUTHOR

...view details