কলকাতা, 12 ফেব্রুয়ারি:আরাবুল ইসলামকে নিজেদের হেফাজতে নেওয়ার পর রবিবার ভাঙড়ের থানা এলাকা পরিদর্শনে গেলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আধিকারিকদের মাথায় ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । ছিলেন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার দু'জন আধিকারিক-সহ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ধ্রুবজ্যোতি দে। শুক্রবার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ ৷ এরপরেই সকাল থেকে দফায়-দফায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড় । অন্যদিকে ওইদিন সকালে একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পাশে তাজা বোমা উদ্ধার হয় ৷ সেই নিয়ে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷
সম্প্রতি কলকাতা পুলিশের আওতাধীন হয়েছে ভাঙড়ের বেশ কয়েকটি থানা ৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল উত্তর কাশীপুর থানা। এই উত্তর কাশীপুর থানা এলাকা থেকেই ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ । লালবাজার সূত্রে খবর, মূলত সেখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে নগরপাল বৈঠক করেন ৷ সেখানে তিনি বলেন, "সদ্য কলকাতা পুলিশের আওতায় আসা ভাঙড়ের বেশ কয়েকটি থানা এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হবে । পাশাপাশি আরাবুল-সহ বেশ কয়েকজন নেতা যাদের জন্য এলাকা উত্তপ্ত হচ্ছে, তাদের রেয়াত করা হবে না ৷ প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে কিছুজনকে নিজেদের হেফাজতে নিতে হবে ।"
লালবাজারের তরফে আরও জানা গিয়েছে, এরপরে ভাঙড়ের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান পদে সদ্য নিযুক্ত হওয়া ধ্রুবজ্যোতি দে । তিনি প্রত্যেকটি থানার এআরও অর্থাৎ অ্যান্টি রাউডি অফিসারদের সঙ্গে বৈঠক করেন এবং তিনি নির্দেশ দেন, ওই এলাকায় ভালোভাবে রাফ রেজিস্টার (পুলিশের ব্যবহৃত এমন একটি খাতা যেই খাতায় সংশ্লিষ্ট এলাকার গুণ্ডা-বদমাইশদের নাম-সহ সমস্ত কিছু তথ্য লিপিবদ্ধ থাকে) রক্ষণাবেক্ষণ করতে হবে পুলিশকে ।
সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপাল ভাঙড় এলাকার ট্রাফিক অধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক করেছেন ৷ সেই বৈঠকে জানা গিয়েছে, গত বছরের তুলনায় কয়েকমাসের মধ্যেই রহস্যজনকভাবে ওই এলাকায় পথ দুর্ঘটনার হার কমেছে । ওই এলাকায় যে পুলিশ ভালোভাবে কাজ করছে তা মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশকে । এছাড়াও ট্রাফিক ব্যবস্থাকে আরও কীভাবে উন্নত করা যায় ওই এলাকায়, তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ।
আরও পড়ুন:
- আরাবুলের গ্রেফতারির পর উত্তপ্ত ভাঙড়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে উদ্ধার বোমা
- কলকাতা পুলিশের অধীনে ভাঙড়ের 4 থানা, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর
- ভাঙড়ে আরও কড়া নিরাপত্তা, বিভিন্ন এলাকায় সিসিটিভি লাগালো কলকাতা পুলিশ