ব্যারাকপুর, 21 নভেম্বর: ডায়েরি দিয়ে সপ্তম শ্রেণির ছাত্রের চোখে আঘাত ! এই অভিযোগে গ্রেফতার হলেন শিক্ষক । আহত পড়ুয়া দৃষ্টিশক্তি আদৌ ফিরে পাবে কি না সেই বিষয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ।
উত্তর 24 পরগনার জগদ্দল থানার শ্যামনগরের ঘটনা । জানা গিয়েছে, বছর বারোর শিশুটি সপ্তম শ্রেণিতে পড়ে । গত দু’বছর ধরে শ্যামনগর 24 নম্বর রেলগেটের কাছে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সে কম্পিউটার শেখে । গত 14 নভেম্বর শিশুদিবসে প্রশিক্ষণ কেন্দ্রের এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে ওই ছাত্রকে চোখে আঘাত করার অভিযোগ ওঠে । অভিযুক্ত প্রশিক্ষকের নাম সুসময় বন্দ্যোপাধ্যায় ।
পড়ুয়া বাড়িতে এসে পরিবারকে গোটা ঘটনাটি জানায় । কিশোরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি অস্ত্রোপচারের পরামর্শ দেন । সঙ্গে সঙ্গে তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । সেখানে অস্ত্রোপচার করলেও দৃষ্টি ফেরার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে । এ বিষয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্রের পিসি । তাঁর অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ সুসময় বন্দ্যোপাধ্যায় নামে অভিযুক্ত ওই কম্পিউটার শিক্ষককে গ্রেফতার করেছে ।
আহতের পিসি বলেন, "ও কম্পিউটার শিখতে যায় । স্যারকে খাতা দেখাতে গিয়েছিল । স্যারের পাশেই দাঁড়িয়েছিল । সেই সময় ওই স্যার ডায়েরি ছুড়ে মারে । সেটা ওর চোখে লাগে । বাঁ চোখের কর্নিয়া তখনই ফেটে যায় । রেটিনা নষ্ট হয় । ও বারবার বলে, আমি দেখতে পাচ্ছি না । ও অনেকবার বলার পর স্যার বলে, তোর চোখে পোকা ঢুকেছে । উনি আগেও পড়ুয়াদের সঙ্গে খারাপ আচরণ করেছেন । ঘটনার পর এখন সেসব কথা জানতে পারছি ।পড়াশোনায় ও খুব ভালো । দৃষ্টিশক্তি ফিরে না পেলে ও'র ভবিষ্যৎ কী হবে সেটা ভেবেই আমরা চিন্তিত । আমরা চাই, ওই স্যারের শাস্তি হোক । নইলে আবারও কারও সঙ্গে সে এই ধরনের ঘটনা ঘটাবে ।"