মহিষাদল, 22 জুলাই: হলদিয়া আইন কলেজের পরীক্ষাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল মহিষাদল রাজ কলেজে ৷ এখানেই সোমবার প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার সিট পড়েছিল হলদিয়া আইন কলেজের ৷ অভিযোগ, প্রথম পর্বের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের হেনস্তা করেন মহিষাদল রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বাধীন ছাত্র সংসদের সদস্যরা ৷ পরিস্থিতি সামাল দিতে, কলেজ কর্তৃপক্ষ মহিষাদল থানায় খবর দেয় ৷
জানা গিয়েছে, এদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রথম পর্বের পরীক্ষা ছিল ৷ দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বেলা 2টো থেকে ৷ কিন্তু, প্রথম পর্বের পরীক্ষার শেষেই হলদিয়া আইন কলেজের পড়ুয়ারা বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ মহিষাদল রাজ কলেজের গেটের সামনে ঘেরাও করেন তাঁরা ৷ অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে কোনও অধ্যাপক গার্ড দিচ্ছিলেন না ৷ গার্ড দিচ্ছিলেন ছাত্র সংসদের সদস্যরা ৷ আর তাঁরা পরীক্ষার্থীদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকাও দাবি করেন ৷