দার্জিলিং, 14 নভেম্বর:শৈলরানিতে কচিকাঁচাদের সঙ্গে শিশু দিবসে মাতলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কোলে বসিয়ে আদরে ভরালেন ছোটদের ৷ গিটারে শুনলেন স্কুল পড়ুয়াদের গান ৷ বয়স নির্বিশেষে সকলের মধ্যে বিলোলেন চকোলেট ও উপহার ৷ মুখ্যমন্ত্রীকেও কাছে পেয়ে আনন্দে আত্মহারা খুদেরাও ।
বৃহস্পতিবার দার্জিলিংয়ে কচিকাঁচাদের সঙ্গে শিশু দিবস বিশেষভাবে পালন করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে । বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সঙ্গে নাচে-গানে এ দিনটিতে খোশমেজাজে ধরা দিলেন 'দিদি' । তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও জেলা প্রশাসনের আধিকারিকরাও ।
পাহাড়ে শিশু দিবসে খোশমেজাজে মমতা (নিজস্ব ভিডিয়ো) পাহাড় সফরের আজ শেষ দিন মুখ্যমন্ত্রীর । এ দিন দুপুর নাগাদই শিলিগুড়িতে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যার উদ্দেশে রওনা দেন তিনি । এ দিন উত্তরকন্যার কন্যাশ্রীতেই রাত্রিবাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
গিটারে নেপালি গান শুনলেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি) শুক্রবার তিনি কলকাতার উদ্দেশে রওনা দেবেন । তার আগে সফরের শেষ দিন অর্থাৎ 14 নভেম্বর সকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে মল রোডে হাঁটতে যান মুখ্যমন্ত্রী । সেখানেই কচিকাঁচাদের সঙ্গে মেতে ওঠেন তিনি । সবার সঙ্গে প্রথমে কথা বলেন। তারপর একটি স্কুলের পড়ুয়ারা মুখ্যমন্ত্রীকে গান শোনায় । মুখ্যমন্ত্রী শিশুদের মধ্যে চকোলেট বিলি করেন । তুলে দেন উপহার । মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরে খুশিতে মাতে শিশুরাও ।
কোলে বসিয়ে কচিকাঁচাদের আদর মমতা বন্দ্যোপাধ্যায়ের (নিজস্ব ছবি) প্রসঙ্গত, সোমবার তিনদিনের পাহাড় সফরে যান মুখ্যমন্ত্রী । প্রথম দিন জিটিএ, প্রশাসন ও উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক সারেন তিনি । পরের দিন সরস মেলার উদ্বোধন করেন । সেখান থেকে ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা ও দার্জিলিং ও কালিম্পং জেলায় প্রায় 170 কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি । এমনকি দার্জিলিং চিড়িয়াখানার দুই স্নো লেপার্ড শাবক ও চার রেডপান্ডা শাবকের নামকরণও করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
পাহাড়ে খুদেদের সঙ্গে মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি) তবে এ দিন একদম অন্য মুডে দেখা গেল মুখ্যমন্ত্রীকে । কচিকাঁচাদের সঙ্গে শিশুদিবসে সকাল থেকে মজে থাকলেন তিনি । ছোটদের গলায় শুনলেন নেপালি গান ।