পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কোলাঘাটে, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি - Blast in Illegal Fire Cracker Factory - BLAST IN ILLEGAL FIRE CRACKER FACTORY

Blast in Illegal Fire Cracker Factory: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াগ গ্রাম বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ রবিবার রাতের ঘটনা ৷ ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৷ তদন্তে পুলিশ ৷

Blast in Illegal Fire Cracker Factory
বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত বাড়ি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 1:21 PM IST

Updated : Jun 10, 2024, 4:16 PM IST

কোলাঘাট, 10 জুন: খাদিকুলের স্মৃতি উস্কে দিল কোলাঘাটের পয়াগ গ্রাম । ভয়াবহ বিস্ফোরণে পূর্ব মেদিনীপুরের এই গ্রামে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি । অভিযোগ, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন । দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কোলাঘাটে, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি (ইটিভি ভারত)

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার পয়াগ গ্রামে ৷ স্থানীয়দের দাবি, গ্রামে একটি বেআইনি বাজি কারখানা তৈরি হয়েছিল ৷ রবিবার রাতে সেই কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে । যার জেরে সেখানে আগুন লেগে যায় । আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বাড়িতেও ৷ আনন্দ মাইতি নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে । পাশের আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল কয়েক কিলোমিটার পর্যন্ত শব্দ শোনা গিয়েছে ৷ গোটা গ্রামই কার্যত কেঁপে ওঠে বিস্ফোরণের জেরে ৷ তাই আশপাশের বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ তাঁরাই পুলিশ ও দমকলকে খবর দেন ৷ ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিশ বাহিনী ও দমকলের দু’টি ইঞ্জিন । দমকলের দু’টি ইঞ্জিন কয়েকঘণ্টার চেষ্টায় সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ।

ঘটনাস্থলে পুলিশ (নিজস্ব চিত্র)

এই ঘটনায় নিহত বা আহতদের বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য মেলেনি ৷ বিস্ফোরণের পর থেকে পুরো এলাকার ঘিরে রেখেছে পুলিশ । অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ তবে এই নিয়ে পুলিশ বা প্রশাসনের কারও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত বাড়ি (নিজস্ব চিত্র)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামে এর আগেও একাধিকবার বিস্ফোরণ ঘটেছে এবং প্রাণহানির ঘটনাও ঘটছে । পুলিশি ধরপাকড়ের পর বন্ধ হয়ে গিয়েছিল সবকিছু । তার পরে আবার পুলিশের চোখে ধুলো দিয়ে আবার বেআইনিবাজি ব্যবসা শুরু হয় গ্রামে ৷ বেশ কিছু পরিবার বেআইনি বাজির কাজের সঙ্গে যুক্ত রয়েছে । ফলে বিস্ফোরণের পর আশপাশের একাধিক বাড়ি তালা বন্ধ করে পালিয়ে গিয়েছে বেশ কয়েকটি পরিবার ।

Last Updated : Jun 10, 2024, 4:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details