আসানসোল, 27 সেপ্টেম্বর: চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের পক্ষ থেকে অবৈধ দোকান ভাঙার কাজ শুরু হয়েছে ৷ পুজোর আগে সেই কাজ বন্ধ রাখার আবেদন জানিয়ে রেলমন্ত্রকে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷
চিত্তরঞ্জন রেল শহরে আমলাদহি বাজারে দেড়শোটি অবৈধ দোকান চিহ্নিত করে বৃহস্পতিবার সেগুলিকে ভাঙার নির্দেশ দেওয়া হয় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের পক্ষ থেকে ৷ দোকানগুলিতে ইতিমধ্যেই নোটিশও পাঠানো হয় ৷ কাজও শুরু করতে গিয়েছিল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষ । কিন্তু বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে সবপক্ষই ।
উৎসবের মূহুর্তে উচ্ছেদ বন্ধের অনুরোধ (ইটিভি ভারত) শেষ পর্যন্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল রেলমন্ত্রীর দ্বারস্থ হন । তিনি অনুরোধ করেন সামনেই উৎসবের মরশুম । দুর্গা পুজো, কালী পূজা এবং ছট পুজো রয়েছে ৷ তাই জবরদখলকারীদের উচ্ছেদ করতে অন্ততপক্ষে এই কয়েকটি দিন সময় দেওয়া হোক । এরপরেই রেল মন্ত্রকের পক্ষ থেকে অগ্নিমিত্রা পলকে আশ্বাস দেওয়া হয়, ছট পুজো পর্যন্ত অবৈধ দখলদারদের সরানো হবে না ।
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার পক্ষ থেকে নোটিশ জারি করে অবৈধ দখলদারদের নির্মাণে বুলডোজার চালানো হচ্ছে নিয়মিত । সেই ভাবেই আমলাদহি বাজারে দেড়শটি এমন দোকানকে চিহ্নিত করা হয় ৷ দোকানগুলিকে নোটিশ ধরানো হয়েছিল । কিন্তু দোকান ফাঁকা করেনি দোকানদারেরা । বৃহস্পতিবার দোকান ভাঙতে ঘটনাস্থলে পৌঁছে যান চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার আধিকারিকরা । সঙ্গে ছিল আরপিএফ ।
উৎসবের মূহুর্তে উচ্ছেদ বন্ধের অনুরোধ (ইটিভি ভারত) এই ঘটনা জানাজানি হতেই প্রথমে তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় ৷ তারপর বিজেপি বিধায়ক অজয় পোদ্দার চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে কথা বলেন । বুলডোজার চালানোর কাজ সাময়িক থমকে থাকে । অন্যদিকে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সরাসরি রেলমন্ত্রীকে চিঠি করেন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করার জন্য ।
বিজেপি বিধায়ক জানান, রেলের জমি দখল করে অবৈধ দখলদাররা যাঁরা দোকান করেছেন, তাঁরা অন্যায় করেছে ৷ কিন্তু এই মুহূর্তে উৎসবের মরশুম ৷ তাই মানবিক দিকটি বিচার করে তিনি রেলমন্ত্রীকে অনুরোধ করেন এই উৎসবের মুহূর্তে উচ্ছেদ বন্ধ রাখার জন্য । আগামী ছট পুজো পর্যন্ত দোকানগুলিকে ভাঙা হবে না বলে রেল মন্ত্রকের পক্ষ থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে ৷