কানপুর, 30 সেপ্টেম্বর: মাত্র তিন রানের জন্য গ্রিন পার্কে দ্বিতীয় টেস্টের চতুর্থদিন অর্ধশতরান হাতছাড়া করলেন বিরাট কোহলি ৷ তবে 47 রানে আউট হয়েও সোমবার বড়সড় রেকর্ড গড়ে ফেললেন ব্যাটিং গ্রেট ৷ সচিন রমেশ তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় ব্য়াটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 27,000 রানের পাহাড়ে পৌঁছে গেলেন বিরাট ৷ তবে দ্রুততম ব্য়াটার হিসেবে এই রান পূর্ণ করতে সচিনকেও পিছনে ফেললেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷
বিশ্বের চতুর্থ ব্য়াটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এদিন 27,000 রান পূর্ণ করলেন কোহলি ৷ মাস্টার-ব্লাস্টার ছাড়াও তালিকায় রয়েছেন রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা ৷ তবে দ্রুততম হিসেবে সকলকেই টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷ 27,000 রানের মাইলস্টোনে পৌঁছতে 594 ইনিংস খরচ করলেন বিরাট ৷ তালিকার দ্বিতীয়স্থানে থাকা সচিন তেন্ডুলকর এই মাইলস্টোন ছুঁয়েছিলেন 623 ইনিংসে ৷ কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিং এই মাইলস্টোনে পৌঁছেছিলেন যথাক্রমে 648 ও 650 ইনিংসে ৷