পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

ETV Bharat / sports

অর্ধশতরান হাতছাড়া করেও মাইলস্টোনে কোহলি, ছাপিয়ে গেলেন সচিনকে - KOHLI SHATTERS SACHIN RECORD

KOHLI COMPLETES 27000 INTERNATIONAL RUNS: আন্তর্জাতিক ক্রিকেটে 27,000 রান পূরণ করলেন বিরাট কোহলি ৷ বিশ্বের চতুর্থ এবং ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেব এই মাইলস্টোনে 'দ্য রানমেশিন' ৷

KOHLI SHATTERS SACHIN RECORD
কানপুরে মাইলস্টোন কোহলির (AP Photo)

কানপুর, 30 সেপ্টেম্বর: মাত্র তিন রানের জন্য গ্রিন পার্কে দ্বিতীয় টেস্টের চতুর্থদিন অর্ধশতরান হাতছাড়া করলেন বিরাট কোহলি ৷ তবে 47 রানে আউট হয়েও সোমবার বড়সড় রেকর্ড গড়ে ফেললেন ব্যাটিং গ্রেট ৷ সচিন রমেশ তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় ব্য়াটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 27,000 রানের পাহাড়ে পৌঁছে গেলেন বিরাট ৷ তবে দ্রুততম ব্য়াটার হিসেবে এই রান পূর্ণ করতে সচিনকেও পিছনে ফেললেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷

বিশ্বের চতুর্থ ব্য়াটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এদিন 27,000 রান পূর্ণ করলেন কোহলি ৷ মাস্টার-ব্লাস্টার ছাড়াও তালিকায় রয়েছেন রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা ৷ তবে দ্রুততম হিসেবে সকলকেই টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷ 27,000 রানের মাইলস্টোনে পৌঁছতে 594 ইনিংস খরচ করলেন বিরাট ৷ তালিকার দ্বিতীয়স্থানে থাকা সচিন তেন্ডুলকর এই মাইলস্টোন ছুঁয়েছিলেন 623 ইনিংসে ৷ কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিং এই মাইলস্টোনে পৌঁছেছিলেন যথাক্রমে 648 ও 650 ইনিংসে ৷

কানপুরে এদিন প্রথম ইনিংসে 35 বল খেলে ঝোড়ো 47 রান করেন কোহলি ৷ মারেন 4টি চার এবং একটি ছক্কা ৷ বড় শট খেলতে গিয়ে শাকিব আল হাসানের শিকার হন আন্তর্জাতিক ক্রিকেটে 80টি সেঞ্চুরির মালিক ৷ তবে এই রান করার পথেই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কোহলি ৷ সবমিলিয়ে প্রথম ব্য়াটার হিসেবে ছ'শোরও কম ইনিংসে 27,000 রান পূর্ণ করলেন কোহলি ৷ এর আগে 2023 সালে একই বছরের দ্রুততম হিসাবে 25.000 এবং 26,000 আন্তর্জাতিক রানের নজির গড়েছিলেন দিল্লি ব্যাটার ৷

এদিকে বাংলাদেশের 233 রানের জবাবে প্রথম ইনিংসে 9 উইকেটে 285 রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত ৷ অর্থাৎ, প্রথম ইনিংসে 52 রানে এগিয়ে থেকে বাংলাদেশকে ফের ব্য়াট করতে ডাকেন রোহিত শর্মা ৷ প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক 72 রান করেন যশস্বী জয়সওয়াল, 68 রান আসে কেএল রাহুলের ব্যাটে ৷ দ্রুততম হিসেবে এদিন টেস্ট ক্রিকেটে 100 রান পূর্ণ করার নজির গড়ে ভারত ৷ মাত্র 10.1 ওভারে শতরান পূর্ণ করে নিজেদেরই রেকর্ড ভাঙে তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details