কলকাতা, 19 ডিসেম্বর: চোট পুরোপুরি সারেনি ৷ মানোলো মার্কুয়েজের দলের বিরুদ্ধে শুক্রবারের ম্য়াচেও খেলতে পারবেন না ৷ তবে বৃহস্পতিবার দলের সঙ্গে গোয়া উড়ে গেলেন গ্রেগ স্টুয়ার্ট ৷ দলের সঙ্গে মাণ্ডবীর তীরে রিহ্য়াব সারবেন স্কটিশ তারকা ৷ তবে বার্মিংহ্যাম সিটি, রেঞ্জার্সের প্রাক্তনীকে ছাড়া খেলতে হলেও এফসি গোয়া ম্যাচের আগে সমস্যায় নেই সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা ৷ কারণটা অবশ্যই বেঞ্চ স্ট্রেংথ ৷ আর সেই বেঞ্চ স্ট্রেংথে ভর করেই শুক্রবার চলতি আইএসএলে টানা পঞ্চম জয়ে চোখ কলকাতা জায়ান্টদের ৷
গোয়ার বিরুদ্ধে নামার আগে টানা আট ম্য়াচ অপরাজিত গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়নরা ৷ 26 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার উপরে মোহনবাগান। যা পুনরায় শিল্ড জয়ের সম্ভাবনা উসকে দিয়েছে ৷ তবে বাগান কোচ মোলিনা এখনই সেই স্বপ্নকে আমল দিতে রাজি নন। তিনি একটি করে ম্যাচ ধরেই এগোতে চান। তাই শুক্রবারের এফসি গোয়া ম্যাচটি তাঁর পাখির চোখ।
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে রুদ্ধশ্বাস জয় এলেও দলের পারফরম্যান্সে খুশি নন মোহনবাগান কোচ হোসে মোলিনা ৷ রক্ষণের ভুলেই জোড়া গোল হজম করেছিল সবুজ-মেরুন ৷ তাছাড়া কেরালা বারেবারে মোহনবাগান রক্ষণে হানা দিয়েছিল ওই ম্যাচে। তাই অরেঞ্জ ব্রিগেডের বিরুদ্ধে নামার আগে ডিফেন্স মেরামতির কাজে মোলিনা। শেষ ছ’টি ম্যাচে 11টি গোল করেছে গোয়া এবং টানা ছ’টি ম্যাচ অপরাজিত তারা। 11 ম্যাচে 19 নিয়ে চার নম্বরে রয়েছে মানোলো মার্কুয়েজের দল। স্বাভাবিকভাবে বিপক্ষকে নিয়ে বাড়তি সতর্কতা মোলিনা শিবিরে। শক্তিশালী দলের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে বলে জানিয়েছেন মোলিনা। শুভাশিস বসু, আলবার্তো রড্রিগেজদের নিয়ে কাজ করার পাশাপাশি, আক্রমণভাগেও মনোযোগী তিনি। গোয়া উড়ে যাওয়ার আগে মাঠ বড় করে দলকে দু'ভাগ করে সিচ্যুয়েশন প্র্যাকটিসও করালেন বাগান হেডস্যর ৷
All eyes on tomorrow’s clash! 🫡#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/GFuKc6ArDz
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 19, 2024
স্টুয়ার্ট না-থাকায় দিমিত্রি পেত্রাতোসই ভরসা মোলিনার। চলতি মরশুমে যদিও সেরা ছন্দে এখনও পাওয়া যায়নি দিমিকে। গত মরশুমে এই গোয়ার বিরুদ্ধে তাঁদের মাঠে অজি ফুটবলারের একমাত্র গোলে জিতেছিল বাগান। যা সবুজ-মেরুনকে লিগ শিল্ড জিততে সাহায্য করেছিল। অনুশীলনে দিমি নিজেকে নিংড়ে দিচ্ছেন। ম্যাচেও তাই। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোলের পর শেষ ছয় ম্যাচে গোল পাননি এই অজি ফুটবলার। আরেক অজি জেমি ম্যাকলারেন অবশ্য গোলের মধ্যে আছেন, ইতিমধ্যেই চারটি গোল করে ফেলেছেন তিনি। গোয়ার বিরুদ্ধে দিমি-জেমি জুটিই শুরু করতে পারেন। মাঝমাঠে আপুইয়ার পাশে ফিরতে চলেছেন অনিরুদ্ধ থাপা।