কলকাতা, 7 মার্চ: ডার্বির টিকিটের দামের বৈষম্যের প্রতিবাদে মোহনবাগান । তারা ডার্বি টিকিট নেবে না এবং বিক্রিও করবে না । টিকিট বয়কটের পথে সবুজ-মেরুন । বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানিয়ে দিলেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত । বুধবার ডার্বির টিকিটের দাম প্রকাশ হতেই বিতর্কের সূত্রপাত হয় ।
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ডার্বির টিকিটের দাম ঠিক করেছে লগ্নিকারী সংস্থা ইমামি। এই বিষয়ে তাদের কোনও ভূমিকা নেই । বুধবার দুই ক্লাবের সমর্থকদের জন্য দু’রকম টিকিটের দাম নির্ধারণ নিয়ে বাগান সচিব সরব হয়েছিলেন । প্রতিবাদ করার কথা বলেছিলেন। মোহনবাগান ক্লাব তাদের অবস্থান জানাবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এই ঘোষণা।
10 মার্চ আইএসএলের ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল এফসি। প্রথম ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট টিকিটের নূন্যতম দাম 200 টাকা রেখেছিল । সাধারণ টিকিটের সর্বোচ্চ দাম ছিল 500 টাকা। ডার্বি আয়োজন করে তারা 1 কোটি 67 লক্ষ টাকার টিকিট বিক্রির রেকর্ড করেছিল । এবার ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল । টিকিটের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম নিয়ে উষ্মা রয়েছে । তবে বেশি ক্ষোভ দুই ক্লাবের সমর্থকদের জন্য দু’ধরনের টিকিটের দাম । যা মোহনবাগান ক্লাব মনে করছে, পড়শি ক্লাবের অ-খেলোয়াড়সুলভ মনোভাব ।
ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত (নীতু) সরকার বলেন, ‘‘প্রাথমিকভাবে বিষয়টা ঠিক নয় বলেই আমি মনে করি ৷ আমি ক্রীড়ামন্ত্রী আমাকে বলার পর যথা জায়গায় আলোচনা করেছি ৷ তারা জানিয়েছে, অনেকদূর এগিয়ে গিয়েছে, সেখান থেকে আর ব্যাক করা সম্ভব নয় ৷ তারা সাংবাদিক সম্মেলন করে বিষয়টা জানাবেন ৷ পরেরবার থেকে এই বৈষম্য যাতে না হয়, আমি তা দেখতে বলেছি ৷’’
আয়োজক ইস্টবেঙ্গল এফসির সমর্থকদের জন্য এ 1, বি 1, বি 2-এর বাঁ-দিকের গ্যালারিতে ব্যবস্থা করা হয়েছে । সি 1, সি 2,সি 3-এর ডানদিকের গ্যালারিতে লাল-হলুদ দর্শকরা বসতে পারবেন । ভিআইপি গ্যালারির এ 2-এর বাঁদিকেও লাল-হলুদ সমর্থকরা বসতে পারবেন। ভিভিআইপি গ্যালারির বাঁদিকের দর্শকাসনও ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য বরাদ্দ । ভিভিআইপি বক্সের 1 নম্বরটি লাল-হলুদ সমর্থকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ।