ETV Bharat / state

কবি সুভাষ থেকে সব মেট্রোই যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত ! রইল নতুন সময়সূচি - KOLKATA METRO RAIL

আগামী সোমবার অর্থাৎ 23 ডিসেম্বর থেকে ব্লু লাইনে যেই মেট্রো পরিষেবাগুলি দমদমে যাত্রা শেষ করছিল, সেগুলি দক্ষিণেশ্বরে যাত্রা শেষ করবে ৷

Kolkata Metro Rail Blue Line
কবি সুভাষ থেকে সব মেট্রোই যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

কলকাতা, 21 ডিসেম্বর: আগামী সোমবার অর্থাৎ 23 ডিসেম্বর থেকে ব্লু লাইনে যেই মেট্রো পরিষেবাগুলি দমদমে যাত্রা শেষ করছিল, সেগুলি দক্ষিণেশ্বরে যাত্রা শেষ করবে ৷ আগামী 23 ডিসেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থায় যাত্রীরা উপকৃত হবেন বলেই মনে করছে মেট্রো কতৃপক্ষ।

এখন থেকে প্রতি 7 মিনিট অন্তর একটি মেট্রো পাওয়া যাবে। কবি সুভাষ থেকে যে ট্রেনগুলি ছেড়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে, সেই ট্রেনগুলি হল, KD-229 (সময় 8টা 27 মিনিট), KD-235 (8টা 48 মিনিট), KD-241 (9টা 12 মিনিট) এবং KD-247 (9টা 40 মিনিট)।

সোমবার থেকে শনিবারের ব্লু লাইনের মেট্রোর সময়সূচি:

দিনের প্রথম পরিষেবা:
সকাল 6টা 50 মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ (নতুন পরিষেবা)৷
সকাল 6টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (সময় অপরিবর্তিত)৷
সকাল 6টা 55 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (সকাল 7 টার পরিবর্তে)৷
সকাল 6টা 55 মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (সময় অপরিবর্তিত)৷

দিনের শেষ মেট্রো পরিষেবা:

রাত 9টা 30 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (সময় অপরিবর্তিত)৷
রাত 9টা 33 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (রাত 9টা 28 মিনিটের পরিবর্তে)৷
রাত 9টা 40 মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত (সময় অপরিবর্তিত)৷

রাতের বিশেষ পরিষেবা, সোমবার থেকে শুক্রবার যেই সময় পাওয়া যেত সেই সময় পাওয়া যাবে। অর্থাৎ, ব্লু লাইনে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে রাত 10টা 40 মিনিটেই ছাড়বে মেট্রো।

রবিবার ব্লু লাইনের মেট্রোর সময়সূচি:

বর্তমানে দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে যেই মেট্রোগুলি ছাড়ে সেই মেট্রোগুলি আগামী 29 ডিসেম্বর অর্থাৎ রবিবার থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়বে আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে এসেই যাত্রা শেষ করবে। পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু হতে চলেছে। যদিও কয়েকটি মেট্রোর পরিষেবা কবি সুভাষ থেকে ছেড়ে দমদম স্টেশনে এসে যাত্রা শেষ করবে। এই মেট্রোগুলি হল, KD-113 (সকাল 8টা 05 মিনিট), KD-123 (সকাল 9টা 01 মিনিট) এবং KD-129 (9টা 40 মিনিট) ৷

রবিবার ব্লু লাইনের মেট্রোর প্রথম পরিষেবা:

সকাল 9টায় নোয়াপাড়া থেকে কবি সুভাষ (নতুন পরিষেবা) ৷
সকাল 9টায় নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর (নতুন পরিষেবা) ৷
সকাল 9টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (অপরিবর্তিত) ৷
সকাল 9টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (অপরিবর্তিত) ৷

রবিবার ব্লু লাইনের মেট্রোর শেষ পরিষেবা:

রাত 9টা 27 মিনিটে কবি সুভাষ থেকে ছেড়ে দক্ষিণেশ্বর পর্যন্ত (অপরিবর্তিত) ৷
রাত 9টা 33 মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছেড়ে কবি সুভাষ পর্যন্ত (রাত 9টা 28 মিনিটের পরিবর্তে) ৷
রাত 9টা 40 মিনিটে কবি সুভাষ থেকে ছেড়ে দমদম পর্যন্ত (অপরিবর্তিত) ৷

আরও পড়ুন
কলকাতা মেট্রোয় 'নো বুকিং কাউন্টার স্টেশন', কোথায় শুরু হচ্ছে নয়া ব্যবস্থা ?
মেট্রোয় চুম্বন-কাণ্ডে নীতি পুলিশি ! পড়তে পারেন আইনি ঝামেলায়, সতর্কতা লালবাজারের

কলকাতা, 21 ডিসেম্বর: আগামী সোমবার অর্থাৎ 23 ডিসেম্বর থেকে ব্লু লাইনে যেই মেট্রো পরিষেবাগুলি দমদমে যাত্রা শেষ করছিল, সেগুলি দক্ষিণেশ্বরে যাত্রা শেষ করবে ৷ আগামী 23 ডিসেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থায় যাত্রীরা উপকৃত হবেন বলেই মনে করছে মেট্রো কতৃপক্ষ।

এখন থেকে প্রতি 7 মিনিট অন্তর একটি মেট্রো পাওয়া যাবে। কবি সুভাষ থেকে যে ট্রেনগুলি ছেড়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে, সেই ট্রেনগুলি হল, KD-229 (সময় 8টা 27 মিনিট), KD-235 (8টা 48 মিনিট), KD-241 (9টা 12 মিনিট) এবং KD-247 (9টা 40 মিনিট)।

সোমবার থেকে শনিবারের ব্লু লাইনের মেট্রোর সময়সূচি:

দিনের প্রথম পরিষেবা:
সকাল 6টা 50 মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ (নতুন পরিষেবা)৷
সকাল 6টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (সময় অপরিবর্তিত)৷
সকাল 6টা 55 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (সকাল 7 টার পরিবর্তে)৷
সকাল 6টা 55 মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (সময় অপরিবর্তিত)৷

দিনের শেষ মেট্রো পরিষেবা:

রাত 9টা 30 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (সময় অপরিবর্তিত)৷
রাত 9টা 33 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (রাত 9টা 28 মিনিটের পরিবর্তে)৷
রাত 9টা 40 মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত (সময় অপরিবর্তিত)৷

রাতের বিশেষ পরিষেবা, সোমবার থেকে শুক্রবার যেই সময় পাওয়া যেত সেই সময় পাওয়া যাবে। অর্থাৎ, ব্লু লাইনে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে রাত 10টা 40 মিনিটেই ছাড়বে মেট্রো।

রবিবার ব্লু লাইনের মেট্রোর সময়সূচি:

বর্তমানে দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে যেই মেট্রোগুলি ছাড়ে সেই মেট্রোগুলি আগামী 29 ডিসেম্বর অর্থাৎ রবিবার থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়বে আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে এসেই যাত্রা শেষ করবে। পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু হতে চলেছে। যদিও কয়েকটি মেট্রোর পরিষেবা কবি সুভাষ থেকে ছেড়ে দমদম স্টেশনে এসে যাত্রা শেষ করবে। এই মেট্রোগুলি হল, KD-113 (সকাল 8টা 05 মিনিট), KD-123 (সকাল 9টা 01 মিনিট) এবং KD-129 (9টা 40 মিনিট) ৷

রবিবার ব্লু লাইনের মেট্রোর প্রথম পরিষেবা:

সকাল 9টায় নোয়াপাড়া থেকে কবি সুভাষ (নতুন পরিষেবা) ৷
সকাল 9টায় নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর (নতুন পরিষেবা) ৷
সকাল 9টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (অপরিবর্তিত) ৷
সকাল 9টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (অপরিবর্তিত) ৷

রবিবার ব্লু লাইনের মেট্রোর শেষ পরিষেবা:

রাত 9টা 27 মিনিটে কবি সুভাষ থেকে ছেড়ে দক্ষিণেশ্বর পর্যন্ত (অপরিবর্তিত) ৷
রাত 9টা 33 মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছেড়ে কবি সুভাষ পর্যন্ত (রাত 9টা 28 মিনিটের পরিবর্তে) ৷
রাত 9টা 40 মিনিটে কবি সুভাষ থেকে ছেড়ে দমদম পর্যন্ত (অপরিবর্তিত) ৷

আরও পড়ুন
কলকাতা মেট্রোয় 'নো বুকিং কাউন্টার স্টেশন', কোথায় শুরু হচ্ছে নয়া ব্যবস্থা ?
মেট্রোয় চুম্বন-কাণ্ডে নীতি পুলিশি ! পড়তে পারেন আইনি ঝামেলায়, সতর্কতা লালবাজারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.