ETV Bharat / entertainment

প্রেক্ষাগৃহে 'খাদান' ছবির জয়জয়কার ! হাল ফিরছে বাংলা সিনেমার ? - KHADAAN

'খাদান' ছবির হাত ধরে প্রেক্ষাগৃহে যেন ফিরেছে মাস সিনেমা ৷ এমনটাই মনে করছেন অভিনেতার অনুরাগীরা ৷ দাবি, দক্ষিণের মতো বাংলাতেও বাড়ুক অ্যাকশন ছবির সংখ্যা ৷

Etv Bharat
প্রেক্ষাগৃহে 'খাদান' ছবির জয়জয়কার ! (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 21, 2024, 11:21 AM IST

কলকাতা, 21 ডিসেম্বর: ঠিক যেমনভাবে দক্ষিণী সিনেমার বিনোদন জগত এগোচ্ছে, সেভাবেই বাংলা ইন্ডাস্ট্রিও এগিয়ে যাক ৷ 'খাদান' দেখতে এসে এমনই দাবি দেব অনুরাগীর ৷ উজাড় করে দিলেন সিনেমা প্রীতি।

দেব অনুরাগী বললেন, "বাংলা সিনেমা এগিয়ে চলুক। আরও ভালো ভালো সিনেমা আসুক। এবার অ্যাকশন ড্রামা চাই। অনেক তো হল ফ্যামিলি ড্রামা। এবার কমার্শিয়াল ছবি বাংলায় আরও একবার রাজ করুক।" দেবের 'পাগলু' ইমেজই ভালো লাগে তাঁর। তবে, এই মুহূর্তে 'খাদান' জ্বরেই ভুগছে সবাই।

প্রেক্ষাগৃহে 'খাদান' (ইটিভি ভারত)

দেবের তিনটি প্রথম পছন্দের সিনেমার নাম জানতে চাইলে সেই ভক্ত বলেন, " রংবাজ, বিন্দাস আর যোদ্ধা।" দেবের কাছে তাঁর অনুরোধ আবার অ্যাকশন মুভি শুরু করুন। ওদিকে দক্ষিণে সেখানকার ভাষার ছবিকে আগে জায়গা দেওয়ার প্রসঙ্গ টেনে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সেন। কারণ 20 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত চারটি বাংলা ছবির শো কম থাকায় বেশ শোরগোল শুরু হয়ে যায় নেট পাড়ায়। কারণ পশ্চিমবঙ্গে এখনও 'পুষ্পা 2' রাজ করছে। তার শো সবথেকে বেশি বাংলায়।

সুব্রত সেন সোশাল মিডিয়ায় লেখেন, "এ রাজ‍্যে শুধু একটা ফিল্ম পলিসি দরকার। ঠিক যেমন তামিলনাড়ুতে আছে, যেমন তেলেঙ্গানাতে আছে, কেরলে এবং গুজরাতে আছে। বাংলা ভাষার ছবি সবার আগে রিলিজ দিতে হবে...।" তিনি আরও লেখেন, "এই যে আইনক্স-পিভিআর দর্শকের দোহাই দিয়ে পারবে তামিলনাড়ু/ কেরল/ তেলেঙ্গানা/ অন্ধ্রপ্রদেশ/ গুজরাতে নিজেদের ভাষার ছবি থাকলে অন‍্য ভাষার ছবি চালিয়ে যেতে? তুলে দিতে বাধ‍্য, সরকারি ফিল্ম পলিসি আছে বলে। নইলে পিভিআর-আইনক্স-এর মাল্টিপ্লেক্স ওই রাজ‍্যগুলির সরকার তাদের রাজ‍্য থেকেই তুলে দেবে।"

দেবের 'খাদান' মুক্তির দিনই রাত 2টোয় হাউজফুল হয় ৷ সেই প্রসঙ্গ টেনে তিনি লেখেন, "রাত দুটোর শো, বাংলা ছবি, ছবির বুকিং শুরু হওয়ার এক ঘণ্টায় হাউসফুল। আরও অনেক হওয়া সম্ভব। শুধু বাংলা নিজের মেয়েকেই চায় (চায় তো বটেই) বললে হবে না। বাংলার সরকারকে বাংলাকে সাপোর্ট করতে হবে, বাংলা ভাষাকে সাপোর্ট করতে হবে।"

কলকাতা, 21 ডিসেম্বর: ঠিক যেমনভাবে দক্ষিণী সিনেমার বিনোদন জগত এগোচ্ছে, সেভাবেই বাংলা ইন্ডাস্ট্রিও এগিয়ে যাক ৷ 'খাদান' দেখতে এসে এমনই দাবি দেব অনুরাগীর ৷ উজাড় করে দিলেন সিনেমা প্রীতি।

দেব অনুরাগী বললেন, "বাংলা সিনেমা এগিয়ে চলুক। আরও ভালো ভালো সিনেমা আসুক। এবার অ্যাকশন ড্রামা চাই। অনেক তো হল ফ্যামিলি ড্রামা। এবার কমার্শিয়াল ছবি বাংলায় আরও একবার রাজ করুক।" দেবের 'পাগলু' ইমেজই ভালো লাগে তাঁর। তবে, এই মুহূর্তে 'খাদান' জ্বরেই ভুগছে সবাই।

প্রেক্ষাগৃহে 'খাদান' (ইটিভি ভারত)

দেবের তিনটি প্রথম পছন্দের সিনেমার নাম জানতে চাইলে সেই ভক্ত বলেন, " রংবাজ, বিন্দাস আর যোদ্ধা।" দেবের কাছে তাঁর অনুরোধ আবার অ্যাকশন মুভি শুরু করুন। ওদিকে দক্ষিণে সেখানকার ভাষার ছবিকে আগে জায়গা দেওয়ার প্রসঙ্গ টেনে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সেন। কারণ 20 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত চারটি বাংলা ছবির শো কম থাকায় বেশ শোরগোল শুরু হয়ে যায় নেট পাড়ায়। কারণ পশ্চিমবঙ্গে এখনও 'পুষ্পা 2' রাজ করছে। তার শো সবথেকে বেশি বাংলায়।

সুব্রত সেন সোশাল মিডিয়ায় লেখেন, "এ রাজ‍্যে শুধু একটা ফিল্ম পলিসি দরকার। ঠিক যেমন তামিলনাড়ুতে আছে, যেমন তেলেঙ্গানাতে আছে, কেরলে এবং গুজরাতে আছে। বাংলা ভাষার ছবি সবার আগে রিলিজ দিতে হবে...।" তিনি আরও লেখেন, "এই যে আইনক্স-পিভিআর দর্শকের দোহাই দিয়ে পারবে তামিলনাড়ু/ কেরল/ তেলেঙ্গানা/ অন্ধ্রপ্রদেশ/ গুজরাতে নিজেদের ভাষার ছবি থাকলে অন‍্য ভাষার ছবি চালিয়ে যেতে? তুলে দিতে বাধ‍্য, সরকারি ফিল্ম পলিসি আছে বলে। নইলে পিভিআর-আইনক্স-এর মাল্টিপ্লেক্স ওই রাজ‍্যগুলির সরকার তাদের রাজ‍্য থেকেই তুলে দেবে।"

দেবের 'খাদান' মুক্তির দিনই রাত 2টোয় হাউজফুল হয় ৷ সেই প্রসঙ্গ টেনে তিনি লেখেন, "রাত দুটোর শো, বাংলা ছবি, ছবির বুকিং শুরু হওয়ার এক ঘণ্টায় হাউসফুল। আরও অনেক হওয়া সম্ভব। শুধু বাংলা নিজের মেয়েকেই চায় (চায় তো বটেই) বললে হবে না। বাংলার সরকারকে বাংলাকে সাপোর্ট করতে হবে, বাংলা ভাষাকে সাপোর্ট করতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.