ম্যাগদেবর্গ, 21 ডিসেম্বর: জার্মানির বড়দিনের বাজারে হামলা ৷ পূর্ব জার্মানির শহর ম্যাগডেবার্গের ভিড়ে ঠাসা বাজারের মধ্যে প্রবল গতিতে ঢুকে পড়ল গাড়ি ৷ পিষে যান বহু মানুষ ৷ জানা গিয়েছে, ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত এক শিশু-সহ 2 জনের মৃত্যু হয়েছে ৷ আহত প্রায় 60 জন ৷ তাদের মধ্যে 15 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ! সুতরাং, মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের ৷ এই ঘটনার পরই গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ ৷
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টার সময় ঘটনাটি ঘটে ৷ আর মাত্র কয়েকদিন পরেই বড়দিন ৷ সেই উপলক্ষে ম্যাগদেবর্গে জমজমাট বাজার বসেছিল ৷ সপ্তাহের শেষে বড়দিনের প্রস্তুতিতে কেনাকাটায় ব্যস্ত ছিলেন সাধারণ মানুষ ৷ সেই সময় হঠাৎই এলাকার মধ্যে গাড়িটি ঢুকে পড়ে বলে খবর ৷
জার্মানির স্থানীয় এক সংবাদ সংস্থার তরফে ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ সেখানে দেখা যাচ্ছে, বাজারের পাশের রাস্তা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷ সূত্রের খবর, ধৃত ব্যক্তি সৌদি আরবের বাসিন্দা ৷ দীর্ঘদিন ধরে জার্মানিতে বসবাস করছেন তিনি ৷ তবে কী কারণে তিনি এই কাণ্ড ঘটালেন, তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত চলছে ৷
জার্মানির শতাব্দী প্রাচীন ঐতিহ্যের একটি বড় অংশজুড়ে রয়েছে বড়দিনের উৎসব ৷ এই উৎসবকে ঘিরে রয়েছে এলাকার এই বাজার ৷ স্বাভাবিকভাবেই গাড়ি হামলার এই ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার মানুষ ৷
ইন্টেরিয়ার মিনিস্টার ফর স্টেট তামারা জিয়েসচাঙ্গ জানান, ধৃত ব্যক্তি 2006 সাল থেকে জার্মানিতে বসবাস করছেন ৷ তাঁর বয়স 50 বছর ৷ ম্যাগদেবর্গ থেকে দক্ষিণে 40 কিলোমিটার দূরে অবস্থিত বার্নবর্গে শহরে ডাক্তারি করেন তিনি ৷ তামারা বলেন, "এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত নেই বলে অনুমান পুলিশের ৷ ফলে, সৌদির ব্যক্তির গ্রেফতারির পর আর কোনও বিপদ নেই বলে মনে করা হচ্ছে ৷"
প্রসঙ্গত, 8 বছর আগে এমনই এক হামলার শিকার হন রাজধানী বার্লিনের বাসিন্দারা ৷ সেই বারও বড়দিনের ঠিক আগে বার্লিনের ভিড়ে ঠাসা একটি বাজারের মধ্য়ে প্রবল গতিতে ঢুকে পড়ে গাড়ি ৷ ভয়াবহ সেই ঘটনায় 13 জনের মৃত্য হয় ৷ আহত হন আরও অনেকে ৷ তদন্তে জানা যায়, ঘটনার পিছনে এক ইসলামী চরমপন্থী জড়িত ৷ ঘটনার কয়েকদিন পরে ইতালির শুটআউটে মারা যায় ওই ব্যক্তি ৷