ETV Bharat / entertainment

'শ্রীদেবীকে গ্রেফতার করতে পুলিশ কি স্বর্গে যাবে ?'- রাম গোপাল ভার্মা - RAM GOPAL VARMA

আল্লু অর্জুনের মতো শ্রীদেবীর শুটিং দেখতে গিয়ে অতিরিক্ত ভিড়ে প্রাণ হারিয়েছিলেন তিনজন ৷ 33 বছর পর সেই প্রসঙ্গ তুললেন পরিচালক রাম গোপাল ভার্মা ৷

Ram Gopal Varma Sridevi
সরব রাম গোপাল ভার্মা (এএনআই/ ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 21, 2024, 9:58 AM IST

হায়দরাবাদ, 21 ডিসেম্বর: সন্ধ্যা প্রেক্ষাগৃহের ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতারির ঘটনায় সরব রাম গোপাল ভার্মা ৷ ঘটনার কথা তুলে সামনে আনলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রসঙ্গ ৷ প্রশ্ন তুললেন, তাহলে কি শ্রীদেবীকে গ্রেফতার করার জন্য পুলিশ স্বর্গে যাবে? চমকে দেওয়ার মতো এমন কথায় সোশাল মিডিয়ায় লিখেছেন পরিচালক রাম গোপাল ৷

এদিন এক্স হ্যান্ডেলে (টুইটার) পরিচালক লেখেন, " প্রত্যেক তারকার আল্লু অর্জুনের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ৷ তিনি যেমনই তারকা হোক না কেন তা একজন অভিনেতা হোক বা রাজনৈতিক নেতা ৷ কারণ অত্যধিক জনপ্রিয়তা হওয়া কি তাঁদের অপরাধ ?"

এরপর তিনি তেলেঙ্গনা পুলিশের উদ্দেশ্যে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেন ৷ রাম লেখেন, " ক্ষনা ক্ষনম শুটিং সেটে শ্রীদেবীকে দেখতে লাখো লাখো ভিড় হয়েছিল ৷ অতিরিক্ত ভিড়, ঠেলাঠেলির কারণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছিল ৷ তাহলে কি তেলেঙ্গনা পুলিশ এখন স্বর্গে যাবে প্রয়াত শ্রীদেবীকে গ্রেফতার করতে?" উল্লেখ্য, এই ছবির পরিচালক ছিলেন রাম গোপাল ৷

রিপোর্ট অনুসারে, 'ক্ষনা ক্ষনম' 1991 সালে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ৷ যে ছবিতে প্রয়াত শ্রীদেবীর পাশাপাশি অভিনয় করেন ভেঙ্কটেশ, পরেশ রাওয়াল ও রামি রেড্ডি ৷ সেই ছবির শুটিং চলাকালীন নাকি দুর্ঘটনা ঘটে ৷ যেখানে প্রাণ হারান তিনজন ৷ সেই কথা উল্লেখ করেই আল্লু অর্জুনের গ্রেফতারির প্রতিবাদ করে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন পরিচালক ৷

Allu Arjun arrest
আল্লু অর্জুন (এএনআই)

উল্লেখ্য, 13 ডিসেম্বর চঞ্চলগুড়া জেলে এক রাত কাটাতে হয় পুষ্পারাজকে ৷ তেলেঙ্গনা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পাওয়ার পরেও তাঁকে এক রাত জেলে থাকতে হয় ৷ 14 তারিখ তিনি সকালে মুক্তি পান ৷ এর আগে নিম্ন আদালত অভিনেতাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল ৷ যেহেতু জেল কর্তৃপক্ষ জামিন নির্দেশের কাগজ দেরিতে পেয়েছিল তাই এক রাত জেলেই কাটাতে হয় দক্ষিণী তারকাকে ৷

শনিবার সকালে জেল থেকে মুক্তি পাওয়ার পর পিছনের দরজা নিয়ে বাইরে আসেন অভিনেতা ৷ জেল থেকে অভিনেতা সোজা যান তাঁর অফিস গীতা আর্টসে ৷ প্রসঙ্গত, পুষ্পা 2 ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল সন্ধ্যা হলে ৷ কথামতো হল পরিদর্শনে যান আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানা ৷ অভিনেতাকে দেখতে হুড়োহুড়ি শুরু হলে পরপিষ্ট হয়ে এখ মহিলার মৃত্যু হয় ৷ তাঁর ছেলে গুরুতর আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় পুলিশ অভিনেতা ও সন্ধ্যা হল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ এরপর 13 তারিখ সকালে বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ ৷

হায়দরাবাদ, 21 ডিসেম্বর: সন্ধ্যা প্রেক্ষাগৃহের ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতারির ঘটনায় সরব রাম গোপাল ভার্মা ৷ ঘটনার কথা তুলে সামনে আনলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রসঙ্গ ৷ প্রশ্ন তুললেন, তাহলে কি শ্রীদেবীকে গ্রেফতার করার জন্য পুলিশ স্বর্গে যাবে? চমকে দেওয়ার মতো এমন কথায় সোশাল মিডিয়ায় লিখেছেন পরিচালক রাম গোপাল ৷

এদিন এক্স হ্যান্ডেলে (টুইটার) পরিচালক লেখেন, " প্রত্যেক তারকার আল্লু অর্জুনের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ৷ তিনি যেমনই তারকা হোক না কেন তা একজন অভিনেতা হোক বা রাজনৈতিক নেতা ৷ কারণ অত্যধিক জনপ্রিয়তা হওয়া কি তাঁদের অপরাধ ?"

এরপর তিনি তেলেঙ্গনা পুলিশের উদ্দেশ্যে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেন ৷ রাম লেখেন, " ক্ষনা ক্ষনম শুটিং সেটে শ্রীদেবীকে দেখতে লাখো লাখো ভিড় হয়েছিল ৷ অতিরিক্ত ভিড়, ঠেলাঠেলির কারণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছিল ৷ তাহলে কি তেলেঙ্গনা পুলিশ এখন স্বর্গে যাবে প্রয়াত শ্রীদেবীকে গ্রেফতার করতে?" উল্লেখ্য, এই ছবির পরিচালক ছিলেন রাম গোপাল ৷

রিপোর্ট অনুসারে, 'ক্ষনা ক্ষনম' 1991 সালে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ৷ যে ছবিতে প্রয়াত শ্রীদেবীর পাশাপাশি অভিনয় করেন ভেঙ্কটেশ, পরেশ রাওয়াল ও রামি রেড্ডি ৷ সেই ছবির শুটিং চলাকালীন নাকি দুর্ঘটনা ঘটে ৷ যেখানে প্রাণ হারান তিনজন ৷ সেই কথা উল্লেখ করেই আল্লু অর্জুনের গ্রেফতারির প্রতিবাদ করে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন পরিচালক ৷

Allu Arjun arrest
আল্লু অর্জুন (এএনআই)

উল্লেখ্য, 13 ডিসেম্বর চঞ্চলগুড়া জেলে এক রাত কাটাতে হয় পুষ্পারাজকে ৷ তেলেঙ্গনা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পাওয়ার পরেও তাঁকে এক রাত জেলে থাকতে হয় ৷ 14 তারিখ তিনি সকালে মুক্তি পান ৷ এর আগে নিম্ন আদালত অভিনেতাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল ৷ যেহেতু জেল কর্তৃপক্ষ জামিন নির্দেশের কাগজ দেরিতে পেয়েছিল তাই এক রাত জেলেই কাটাতে হয় দক্ষিণী তারকাকে ৷

শনিবার সকালে জেল থেকে মুক্তি পাওয়ার পর পিছনের দরজা নিয়ে বাইরে আসেন অভিনেতা ৷ জেল থেকে অভিনেতা সোজা যান তাঁর অফিস গীতা আর্টসে ৷ প্রসঙ্গত, পুষ্পা 2 ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল সন্ধ্যা হলে ৷ কথামতো হল পরিদর্শনে যান আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানা ৷ অভিনেতাকে দেখতে হুড়োহুড়ি শুরু হলে পরপিষ্ট হয়ে এখ মহিলার মৃত্যু হয় ৷ তাঁর ছেলে গুরুতর আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় পুলিশ অভিনেতা ও সন্ধ্যা হল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ এরপর 13 তারিখ সকালে বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.