ETV Bharat / state

নিম্নচাপে ফের বৃষ্টি বঙ্গে, থমকে ঠান্ডা; বড়দিন পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে ? - WEST BENGLA WEATHER FORECAST

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ ৷ বঙ্গে এর প্রভাব কতটা ? জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

WEST BENGLA WEATHER FORECAST
বড়দিনে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 21 নিম্নচাপ: বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ ৷ পশ্চিমী ঝঞ্ঝারও দাপট রয়েছে । ফলে, শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার সম্ভাবনা কম ৷ বরং, দক্ষিণের জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কী বললেন আবহাওয়াবিদ ? (ইটিভি ভারত)

বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা খানিকটা কমে যাবে ৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে । আগামী 4-5 দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির আশেপাশে থাকবে । রবিবার কলকাতা-সহ উপকূল এর জেলাগুলিতে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ থাকবে মেঘলা । দক্ষিণবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ।

শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 43 শতাংশ ।

আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে ৷ শনিবার যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝারও প্রভাব রয়েছে । ঘনীভুত নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাংলার বাতাসে প্রবেশ করেছে ৷ যদিও বঙ্গোপসাগরের উপর ঘনীভুত নিম্নচাপটি এই রাজ্য থেকে অনেকটাই দূরে রয়েছে ৷ তাই তার প্রভাবে ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । সেই সঙ্গে, বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।"

পড়ুন: তাপমাত্রা মাইনাসে, হাড় কাঁপানো শীত কাশ্মীর-লাদাখে

কলকাতা, 21 নিম্নচাপ: বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ ৷ পশ্চিমী ঝঞ্ঝারও দাপট রয়েছে । ফলে, শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার সম্ভাবনা কম ৷ বরং, দক্ষিণের জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কী বললেন আবহাওয়াবিদ ? (ইটিভি ভারত)

বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা খানিকটা কমে যাবে ৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে । আগামী 4-5 দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির আশেপাশে থাকবে । রবিবার কলকাতা-সহ উপকূল এর জেলাগুলিতে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ থাকবে মেঘলা । দক্ষিণবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ।

শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 43 শতাংশ ।

আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে ৷ শনিবার যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝারও প্রভাব রয়েছে । ঘনীভুত নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাংলার বাতাসে প্রবেশ করেছে ৷ যদিও বঙ্গোপসাগরের উপর ঘনীভুত নিম্নচাপটি এই রাজ্য থেকে অনেকটাই দূরে রয়েছে ৷ তাই তার প্রভাবে ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । সেই সঙ্গে, বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।"

পড়ুন: তাপমাত্রা মাইনাসে, হাড় কাঁপানো শীত কাশ্মীর-লাদাখে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.