জামশেদপুর, 23 অগস্ট: আরজি কর কাণ্ডে ডুরান্ড সরে গিয়েছে কলকাতা থেকে ৷ জামশেদপুরে কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসি’র বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন । চারদিন পরে দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে দেখা যাবে কি না, তা আজ ঠিক হবে ৷ ইস্টবেঙ্গল ছিটকে যাওয়ার পর ইস্পাত নগরীতে মোহনবাগানে হাতে ডুরান্ড কাপে বাংলার প্রতিনিধিত্ব টিকিয়ে রাখার ভার ৷ কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?
পঞ্জাব ম্যাচের জন্য দলকে পুরোপুরি তৈরি করে দিয়েছেন কোচ হোসে মোলিনা ৷ এবার বাকিটা তাঁর ফুটবলারদের উপর । ইতিমধ্যেই সবুজ-মেরুন কোচ একাধিকবার বলেছেন, তাঁর দলের প্রস্তুতি চলছে ৷ সঠিকভাবে দল তৈরি নয় ৷ ডুরান্ডকে তিনি প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখছেন । তবে গ্রুপ পর্বের দু’টি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট যে দাপট দেখিয়েছে, তাতে পঞ্জাব এফসির দুঃশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার কথা । আজ জয়ের ধারা বজায় রাখতে পারলে, আগামী 27 আগস্ট ঘরের মাঠে ডুরান্ডের সেমিফাইনাল খেলার সুযোগ পাবে গঙ্গাপাড়ের ক্লাব ৷
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পঞ্জাব এফসি ম্যাচের সময়: