পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

112 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি ইপিএল ক্লাব এভার্টন এফসি'র - Everton FC in Financial Crisis

Everton FC in Financial Crisis: হাজারো সমস্যায় জর্জরিত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভার্টন এফসি ৷ সম্প্রতি প্রকাশিত ক্লাবের আর্থিক তথ্যে প্রায় 112 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির হিসেব দেখানো হয়েছে ৷ এ নিয়ে পরপর দু’বছর আর্থিক ক্ষতির মুখে পড়ল ইপিএলের এই ক্লাব ৷

Image Courtesy: Everton FC X
Image Courtesy: Everton FC X

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 4:23 PM IST

লিভারপুল, 1 এপ্রিল: আর্থিক সংকটে প্রিমিয়র লিগের ক্লাব এভার্টন এফসি ৷ সম্প্রতি ক্লাবের তরফে প্রকাশিত আর্থিক হিসেবে 89.1 মিলিয়ন পাউন্ড অর্থাৎ, 112.5 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির হিসেব দেখানো হয়েছে ৷ এই ক্ষতির পরিমাণ 2022-23 আর্থিক বছরের থেকে 44.7 মিলিয়ন পাউন্ড বেশি বলে সংস্থার তরফে জানানো হয়েছে ৷

উল্লেখ্য, এভার্টন এফসি-র বিরুদ্ধে এই মরশুমে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘন করার অভিযোগ ওঠে ৷ যার জেরে মার্সিসাইড ক্লাবের 6 পয়েন্ট কাটা যায় ৷ তবে, নিয়ম লঙ্ঘনের জন্য আরও কোনও শাস্তি ক্লাবের জন্য অপেক্ষা করে আছে কি না, তা জানা বাকি রয়েছে ৷ এ নিয়ে এভার্টন কর্তৃপক্ষও অপেক্ষায় রয়েছে ৷ এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়র লিগের কুড়িটি দলের মধ্যে 16 নম্বরে রয়েছে এভার্টন ৷ উল্লেখ্য, এই মূহূর্তে এভার্টন এফসি-র সামনে নির্বাসনের খাঁড়া ঝুলছে ৷ ক্লাবটি নির্বাসন থেকে মাত্র 3 পয়েন্ট দূরে রয়েছে ৷

একটি বিবৃতিতে এভার্টন এফসি দাবি করেছে, এই পরিস্থিতির জন্য অন্যতম কারণ, প্রধান বিনিয়োগকারী অংশীদার সংস্থাকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে ৷ এর ফলে ক্লাব কর্তৃপক্ষের ঋণের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা পেরিয়েছে ৷ গত দু’বছরে এভার্টনের ঋণের পরিমাণ 330.6 মিলিয়ন পাউন্ড ৷ অর্থাৎ, 417 মিলিয়ন মার্কিন ডলার ৷ ফলে ভারতীয় মুদ্রায় এই অর্থবর্ষে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 938.10 কোটি টাকা ৷

এভার্টন ক্লাব এই অর্থবর্ষে প্লেয়ার ট্রান্সফারে 47.5 মিলিয়ন পাউন্ড বা 60 মিলিয়ন মার্কিন ডলার লাভ করেছে ৷ তা সত্ত্বেও ক্লাবের আয় হয়েছে মাত্র 172.2 মিলিয়ন পাউন্ড বা 217.5 মিলিয়ন মার্কিন ডলার ৷ উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নীতির নিয়ম অনুযায়ী, একটি ক্লাব তিন বছরে সর্বাধিক 105 মিলিয়ন পাউন্ড বা 133 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি দেখাতে পারে ৷ কিন্তু, 2022 সাল থেকে 2024 এর মার্চ পর্যন্ত সেই ক্ষতির পরিমাণ 133.5 মিলিয়ন পাউন্ড ৷

আরও পড়ুন:

  1. কন্যাশ্রী কাপে মহিলা ফুটবলার নিগ্রহের অভিযোগ, পুলিশি হস্তক্ষেপ
  2. বিয়াল্লিশেও রেকর্ড ফিনিশার ধোনির, দিল্লির জয়েও জরিমানা গুনলেন পন্ত
  3. হিলিকে বাংলা শেখালেন নিগার, পরিচিত হলেন বাঙালি সংস্কৃতির সঙ্গেও

ABOUT THE AUTHOR

...view details