লিভারপুল, 1 এপ্রিল: আর্থিক সংকটে প্রিমিয়র লিগের ক্লাব এভার্টন এফসি ৷ সম্প্রতি ক্লাবের তরফে প্রকাশিত আর্থিক হিসেবে 89.1 মিলিয়ন পাউন্ড অর্থাৎ, 112.5 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির হিসেব দেখানো হয়েছে ৷ এই ক্ষতির পরিমাণ 2022-23 আর্থিক বছরের থেকে 44.7 মিলিয়ন পাউন্ড বেশি বলে সংস্থার তরফে জানানো হয়েছে ৷
উল্লেখ্য, এভার্টন এফসি-র বিরুদ্ধে এই মরশুমে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘন করার অভিযোগ ওঠে ৷ যার জেরে মার্সিসাইড ক্লাবের 6 পয়েন্ট কাটা যায় ৷ তবে, নিয়ম লঙ্ঘনের জন্য আরও কোনও শাস্তি ক্লাবের জন্য অপেক্ষা করে আছে কি না, তা জানা বাকি রয়েছে ৷ এ নিয়ে এভার্টন কর্তৃপক্ষও অপেক্ষায় রয়েছে ৷ এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়র লিগের কুড়িটি দলের মধ্যে 16 নম্বরে রয়েছে এভার্টন ৷ উল্লেখ্য, এই মূহূর্তে এভার্টন এফসি-র সামনে নির্বাসনের খাঁড়া ঝুলছে ৷ ক্লাবটি নির্বাসন থেকে মাত্র 3 পয়েন্ট দূরে রয়েছে ৷
একটি বিবৃতিতে এভার্টন এফসি দাবি করেছে, এই পরিস্থিতির জন্য অন্যতম কারণ, প্রধান বিনিয়োগকারী অংশীদার সংস্থাকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে ৷ এর ফলে ক্লাব কর্তৃপক্ষের ঋণের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা পেরিয়েছে ৷ গত দু’বছরে এভার্টনের ঋণের পরিমাণ 330.6 মিলিয়ন পাউন্ড ৷ অর্থাৎ, 417 মিলিয়ন মার্কিন ডলার ৷ ফলে ভারতীয় মুদ্রায় এই অর্থবর্ষে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 938.10 কোটি টাকা ৷
এভার্টন ক্লাব এই অর্থবর্ষে প্লেয়ার ট্রান্সফারে 47.5 মিলিয়ন পাউন্ড বা 60 মিলিয়ন মার্কিন ডলার লাভ করেছে ৷ তা সত্ত্বেও ক্লাবের আয় হয়েছে মাত্র 172.2 মিলিয়ন পাউন্ড বা 217.5 মিলিয়ন মার্কিন ডলার ৷ উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নীতির নিয়ম অনুযায়ী, একটি ক্লাব তিন বছরে সর্বাধিক 105 মিলিয়ন পাউন্ড বা 133 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি দেখাতে পারে ৷ কিন্তু, 2022 সাল থেকে 2024 এর মার্চ পর্যন্ত সেই ক্ষতির পরিমাণ 133.5 মিলিয়ন পাউন্ড ৷
আরও পড়ুন:
- কন্যাশ্রী কাপে মহিলা ফুটবলার নিগ্রহের অভিযোগ, পুলিশি হস্তক্ষেপ
- বিয়াল্লিশেও রেকর্ড ফিনিশার ধোনির, দিল্লির জয়েও জরিমানা গুনলেন পন্ত
- হিলিকে বাংলা শেখালেন নিগার, পরিচিত হলেন বাঙালি সংস্কৃতির সঙ্গেও