ETV Bharat / state

বিয়ের কার্ড বিলি করে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত তিন - ROAD ACCIDENT IN MALDA

বিয়ের কার্ড বিলি করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না ৷ পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের ৷ দু'জন একই পরিবারের সদস্য ৷

ROAD ACCIDENT IN MALDA
মালদায় বাইক দুর্ঘটনায় মৃত তিন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 2:05 PM IST

মালদা, 16 নভেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার বাংলা-বিহার সংযোগকারী ফুলহর নদীর নাককাট্টি ব্রিজে ৷ মৃতদের মধ্যে একই পরিবারের দুই সদস্যও রয়েছেন ৷

গভীর রাতে দেহগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে রতুয়া থানার পুলিশ ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিশ্বজিৎ কর্মকার (25), ভোলা কর্মকার (23) ও এনামুল রহমান (19)৷ বিশ্বজিৎ ও ভোলা সম্পর্কে শ্যালক-জামাইবাবু ৷ এনামুল ভোলার বন্ধু ৷ বিশ্বজিতের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের গঙ্গারামটোলা গ্রামে ৷ ভোলা হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা ৷

বাইক দুর্ঘটনায় মৃত তিন (ইটিভি ভারত)

এনামুল আদপে উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসিন্দা হলেও তিনি হরিশ্চন্দ্রপুরের একটি পাঁউরুটির কারখানায় কাজ করতেন ৷ কয়েকদিন পরেই বিশ্বজিতের ভাগনির বিয়ে ৷ গতকাল সেই বিয়ের কার্ড বিলি করে রাতে মোটরবাইকে চেপে তিন জন বাড়ি ফিরছিলেন ৷ নাককাট্টি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে একটি ট্র্যাক্টরে মোটরবাইকটি ধাক্কা মারে ৷ বাইক অত্যন্ত দ্রুতগতিতে থাকায় সংঘর্ষের অভিঘাতে তিন জন ছিটকে পড়েন ৷ ঘটনাস্থলেই সবার মৃত্যু হয় ৷

গঙ্গারামটোলার বাসিন্দা দেবাশিস মণ্ডল বলছেন, “গ্রামের সুভাষ কর্মকারের নাতনির বিয়ে ঠিক হয়েছে ৷ সুভাষবাবুর ছেলে বিশ্বজিৎ, জামাই ভোলা এবং আরেকজন গতকাল বিয়ের কার্ড বিলি করতে গিয়েছিল ৷ রাতে বাড়ি ফেরার সময় ব্রিজের উপর ট্র্যাক্টরের সঙ্গে ওদের বাইকের ধাক্কা লাগে ৷ ঘটনাস্থলেই তিন জন মারা যায় ৷ আজ পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে ৷”

মৃত বিশ্বজিতের বাবা সুভাষ কর্মকার বলেন, “আমার এক ছেলে, এক জামাই ৷ নাতনির বিয়ে ঠিক হয়েছে ৷ ছেলে, জামাই আর জামাইয়ের এক বন্ধু গতকাল নিমন্ত্রণের কার্ড বিলি করতে বেরিয়েছিল ৷ রাতে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে ৷ অনেক পরে ছেলের মোবাইল থেকে এক পুলিশকর্মী ফোন করে আমাদের সব ঘটনা জানান ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা থানায় আসি ৷ রাত 2টো নাগাদ বাড়ি ফিরে যাই ৷ পুলিশকর্মীরা আমাদের সকালে আসতে বলেন ৷ আজ সকালে ফের থানায় এসেছি ৷ আমার ধারণা, আমার ছেলে-জামাইকে খুন করা হয়েছে ৷ এটা দুর্ঘটনা নয় ৷ পুলিশ সঠিক তদন্ত করলেই সবকিছু সঠিকভাবে জানা যাবে ৷”

মালদা, 16 নভেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার বাংলা-বিহার সংযোগকারী ফুলহর নদীর নাককাট্টি ব্রিজে ৷ মৃতদের মধ্যে একই পরিবারের দুই সদস্যও রয়েছেন ৷

গভীর রাতে দেহগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে রতুয়া থানার পুলিশ ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিশ্বজিৎ কর্মকার (25), ভোলা কর্মকার (23) ও এনামুল রহমান (19)৷ বিশ্বজিৎ ও ভোলা সম্পর্কে শ্যালক-জামাইবাবু ৷ এনামুল ভোলার বন্ধু ৷ বিশ্বজিতের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের গঙ্গারামটোলা গ্রামে ৷ ভোলা হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা ৷

বাইক দুর্ঘটনায় মৃত তিন (ইটিভি ভারত)

এনামুল আদপে উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসিন্দা হলেও তিনি হরিশ্চন্দ্রপুরের একটি পাঁউরুটির কারখানায় কাজ করতেন ৷ কয়েকদিন পরেই বিশ্বজিতের ভাগনির বিয়ে ৷ গতকাল সেই বিয়ের কার্ড বিলি করে রাতে মোটরবাইকে চেপে তিন জন বাড়ি ফিরছিলেন ৷ নাককাট্টি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে একটি ট্র্যাক্টরে মোটরবাইকটি ধাক্কা মারে ৷ বাইক অত্যন্ত দ্রুতগতিতে থাকায় সংঘর্ষের অভিঘাতে তিন জন ছিটকে পড়েন ৷ ঘটনাস্থলেই সবার মৃত্যু হয় ৷

গঙ্গারামটোলার বাসিন্দা দেবাশিস মণ্ডল বলছেন, “গ্রামের সুভাষ কর্মকারের নাতনির বিয়ে ঠিক হয়েছে ৷ সুভাষবাবুর ছেলে বিশ্বজিৎ, জামাই ভোলা এবং আরেকজন গতকাল বিয়ের কার্ড বিলি করতে গিয়েছিল ৷ রাতে বাড়ি ফেরার সময় ব্রিজের উপর ট্র্যাক্টরের সঙ্গে ওদের বাইকের ধাক্কা লাগে ৷ ঘটনাস্থলেই তিন জন মারা যায় ৷ আজ পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে ৷”

মৃত বিশ্বজিতের বাবা সুভাষ কর্মকার বলেন, “আমার এক ছেলে, এক জামাই ৷ নাতনির বিয়ে ঠিক হয়েছে ৷ ছেলে, জামাই আর জামাইয়ের এক বন্ধু গতকাল নিমন্ত্রণের কার্ড বিলি করতে বেরিয়েছিল ৷ রাতে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে ৷ অনেক পরে ছেলের মোবাইল থেকে এক পুলিশকর্মী ফোন করে আমাদের সব ঘটনা জানান ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা থানায় আসি ৷ রাত 2টো নাগাদ বাড়ি ফিরে যাই ৷ পুলিশকর্মীরা আমাদের সকালে আসতে বলেন ৷ আজ সকালে ফের থানায় এসেছি ৷ আমার ধারণা, আমার ছেলে-জামাইকে খুন করা হয়েছে ৷ এটা দুর্ঘটনা নয় ৷ পুলিশ সঠিক তদন্ত করলেই সবকিছু সঠিকভাবে জানা যাবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.