ETV Bharat / state

স্কুল শিক্ষকের যৌনাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে নৃশংসভাবে খুন ! - SCHOOL TEACHER MURDERED

হাড়হিম করা এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলায় জয়গাঁ থানা এলাকায় ৷ বেসরকারি স্কুল চালাতেন তিনি ৷

school teacher murdered
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 2:17 PM IST

জলপাইগুড়ি, 16 নভেম্বর: স্কুল শিক্ষকের যৌনাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে দিয়ে খুনের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থানার ছোট মেচিয়া বস্তির শুকরাজোত এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম শান্তাবীর লামা । তিনি একটি বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন ৷ তাঁর বাড়ি দলসিং পাড়ায় ৷ তবে তিনি বেশ কয়েক বছর থেকে জয়গাঁ এলাকাতেই থাকতেন ।

পুলিশ সূত্রে আরও খবর, জয়গাঁর মেচিয়া বস্তির শুকরাজোত এলাকায় একটা বেসরকারি স্কুল চালাতেন শান্তাবীর লামা । সেই সুবাদেই তিনি সেখানেই থাকতেন । শনিবার সকালে নিজের স্কুলের সামনেই রক্তাক্ত দেহ উদ্ধার হয় ওই স্কুল শিক্ষকের ।

স্থানীয়দের তরফে জানা গিয়েছে, শান্তাবীর লামা স্থানীয় চার্চের সঙ্গেও যুক্ত ছিলেন । চার পাঁচ বছর থেকে দলসিং পাড়া থেকে এসে শুকরাজোতে স্কুল বানিয়ে থাকছিলেন তিনি । কী কারণে তাঁকে খুন, তা এখনও জানা যায়নি । পুরো ঘটনার তদন্তে নেমেছেন আলিপুরদুয়ার জেলা পুলিশের জয়গাঁ থানার পুলিশ কর্মীরা ।

শিক্ষকের যৌনাঙ্গ কেটে খুনের ঘটনায় আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তাবীর লামা নামে এক বেসরকারি স্কুলের শিক্ষকের দেহ উদ্ধার হয়েছে । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে ।

আলিপুরদুয়ারের জয়গাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পোলজার ভুটিয়া জানান, খুনের ঘটনায় সাতজনের নামে অভিযোগ দায়ের হয়েছে । তাঁরা তদন্ত শুরু করেছেন । এ দিন স্কুল শিক্ষকের দেহ উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

জলপাইগুড়ি, 16 নভেম্বর: স্কুল শিক্ষকের যৌনাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে দিয়ে খুনের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থানার ছোট মেচিয়া বস্তির শুকরাজোত এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম শান্তাবীর লামা । তিনি একটি বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন ৷ তাঁর বাড়ি দলসিং পাড়ায় ৷ তবে তিনি বেশ কয়েক বছর থেকে জয়গাঁ এলাকাতেই থাকতেন ।

পুলিশ সূত্রে আরও খবর, জয়গাঁর মেচিয়া বস্তির শুকরাজোত এলাকায় একটা বেসরকারি স্কুল চালাতেন শান্তাবীর লামা । সেই সুবাদেই তিনি সেখানেই থাকতেন । শনিবার সকালে নিজের স্কুলের সামনেই রক্তাক্ত দেহ উদ্ধার হয় ওই স্কুল শিক্ষকের ।

স্থানীয়দের তরফে জানা গিয়েছে, শান্তাবীর লামা স্থানীয় চার্চের সঙ্গেও যুক্ত ছিলেন । চার পাঁচ বছর থেকে দলসিং পাড়া থেকে এসে শুকরাজোতে স্কুল বানিয়ে থাকছিলেন তিনি । কী কারণে তাঁকে খুন, তা এখনও জানা যায়নি । পুরো ঘটনার তদন্তে নেমেছেন আলিপুরদুয়ার জেলা পুলিশের জয়গাঁ থানার পুলিশ কর্মীরা ।

শিক্ষকের যৌনাঙ্গ কেটে খুনের ঘটনায় আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তাবীর লামা নামে এক বেসরকারি স্কুলের শিক্ষকের দেহ উদ্ধার হয়েছে । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে ।

আলিপুরদুয়ারের জয়গাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পোলজার ভুটিয়া জানান, খুনের ঘটনায় সাতজনের নামে অভিযোগ দায়ের হয়েছে । তাঁরা তদন্ত শুরু করেছেন । এ দিন স্কুল শিক্ষকের দেহ উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.