ETV Bharat / sports

নিলামে নেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ! তালিকা কাঁটছাট করল বিসিসিআই - IPL 2025

বিসিসিআই 1574 জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা ছাঁটাই করে 574-এ নামিয়ে এনেছে ৷ 24-25 নভেম্বর জেদ্দায় নিলামে নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷

IPL 2025 Auction 574 Players To Go Under The Hammer
তালিকা কাঁটছাট করল বিসিসিআই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 16, 2024, 1:55 PM IST

হায়দরাবাদ, 16 নভেম্বর: ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, আর্শদীপ সিং... 24-25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় একাধিক তারকার ভাগ্য নির্ধারণ ৷ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে উঠবেন 2 কোটি টাকার শীর্ষ বেস প্রাইস-সহ 574 খেলোয়াড় ৷ ‘মেন ইন ব্লু’কে বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারদের পাশাপাশি নিলামে উঠবে 13 বছর বয়সি দেশের অনূর্ধ্ব-19 ক্রিকেটার বৈভব সূর্যবংশীও ৷

বিহারের এই ক্রিকেটারই নিলামে উঠতে চলা ক্রিকেটারদের মধ্যে কনিষ্ঠ ৷ তার বেস প্রাইস 30 লক্ষ টাকা ৷ শুক্রবার বিসিসিআই 1574 জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা ছাঁটাই করে 574-এ নামিয়ে এনেছে ৷ যার মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন বিদেশী । 48 জন ক্যাপড ভারতীয় এবং 193 জন ক্যাপড বিদেশী খেলোয়াড়। সমস্ত বর্তমান ভারতীয় খেলোয়াড় শীর্ষ বেস প্রাইস বন্ধনীতে রয়েছে ।

পন্ত ছাড়াও বড় নামগুলির মধ্যে রয়েছে আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার, আর্শদীপ সিং, কেএল রাহুল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল এবং আভেশ খান । শীর্ষ বন্ধনীতে 81 জন খেলোয়াড় রয়েছে ৷ 27 জন 1.5 কোটি টাকা বেস প্রাইস বিভাগে রয়েছে । 1.25 কোটি টাকার ক্যাটাগরিতে 18 জন রয়েছে ৷ 23 জনের বেস প্রাইস 1 কোটি টাকা ।

ইংল্যান্ডের জস বাটলার, হ্যারি ব্রুক এবং জনি বেয়ারস্টোরা রয়েছেন 2 কোটি টাকা বেস প্রাইস ব্র্যাকেটে ৷ ক্রিকেট থেকে অবসর নেওয়া জেমস অ্যান্ডারসনকে রাখা হয়েছে 1.25 কোটি টাকার বেস প্রাইসে ৷ বিদেশীদের মধ্যে 2 কোটি টাকা বেস প্রাইস ব্র্যাকেটে রয়েছে কাগিসো রাবাদা, দক্ষিণ আফ্রিকার অ্যানরিচ নর্টজে, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্করা ।

নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ ৷ টি-20 বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া সৌরভ নেত্রাভালকরকেও সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়নি । নিলামে নেই ইতালির থমাস ড্রাকাও ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 16 নভেম্বর: ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, আর্শদীপ সিং... 24-25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় একাধিক তারকার ভাগ্য নির্ধারণ ৷ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে উঠবেন 2 কোটি টাকার শীর্ষ বেস প্রাইস-সহ 574 খেলোয়াড় ৷ ‘মেন ইন ব্লু’কে বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারদের পাশাপাশি নিলামে উঠবে 13 বছর বয়সি দেশের অনূর্ধ্ব-19 ক্রিকেটার বৈভব সূর্যবংশীও ৷

বিহারের এই ক্রিকেটারই নিলামে উঠতে চলা ক্রিকেটারদের মধ্যে কনিষ্ঠ ৷ তার বেস প্রাইস 30 লক্ষ টাকা ৷ শুক্রবার বিসিসিআই 1574 জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা ছাঁটাই করে 574-এ নামিয়ে এনেছে ৷ যার মধ্যে 366 জন ভারতীয় এবং 208 জন বিদেশী । 48 জন ক্যাপড ভারতীয় এবং 193 জন ক্যাপড বিদেশী খেলোয়াড়। সমস্ত বর্তমান ভারতীয় খেলোয়াড় শীর্ষ বেস প্রাইস বন্ধনীতে রয়েছে ।

পন্ত ছাড়াও বড় নামগুলির মধ্যে রয়েছে আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার, আর্শদীপ সিং, কেএল রাহুল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল এবং আভেশ খান । শীর্ষ বন্ধনীতে 81 জন খেলোয়াড় রয়েছে ৷ 27 জন 1.5 কোটি টাকা বেস প্রাইস বিভাগে রয়েছে । 1.25 কোটি টাকার ক্যাটাগরিতে 18 জন রয়েছে ৷ 23 জনের বেস প্রাইস 1 কোটি টাকা ।

ইংল্যান্ডের জস বাটলার, হ্যারি ব্রুক এবং জনি বেয়ারস্টোরা রয়েছেন 2 কোটি টাকা বেস প্রাইস ব্র্যাকেটে ৷ ক্রিকেট থেকে অবসর নেওয়া জেমস অ্যান্ডারসনকে রাখা হয়েছে 1.25 কোটি টাকার বেস প্রাইসে ৷ বিদেশীদের মধ্যে 2 কোটি টাকা বেস প্রাইস ব্র্যাকেটে রয়েছে কাগিসো রাবাদা, দক্ষিণ আফ্রিকার অ্যানরিচ নর্টজে, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্করা ।

নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ ৷ টি-20 বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া সৌরভ নেত্রাভালকরকেও সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়নি । নিলামে নেই ইতালির থমাস ড্রাকাও ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.