ETV Bharat / sports

জেকের পাঞ্চে রিংয়ে কুপোকাত 'বুড়ো' টাইসন, অবাক হয়ে দেখল বক্সিংদুনিয়া - MIKE TYSON LOST

হেরে গেলেন মাইক টাইসন ৷ একতরফা লড়াইয়ে রিংয়ে প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়নকে ধরাশায়ী করলেন জেক পল ৷

JAKE PAUL BEAT MIKE TYSON
জেক পল হারালেন মাইক টাইসনকে (AFP)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 16, 2024, 12:48 PM IST

টেক্সাস, 16 নভেম্বর: পেশাদার বক্সিং থেকে অবসরগ্রহণের 19 বছর পর রিংয়ে মাইক টাইসন ৷ তবে আটান্নয় এসে বয়সের ভারে নুইয়ে পড়া নয়, টাইসন যে আগের মতই রণংদেহী, তা বোঝা গিয়েছিল ম্যাচের আগে ওজন মাপার সময়ই ৷ হাঁটুর বয়সি জেক পল ওয়ে-ইনের সময় টাইসনকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করতেই প্রতিদ্বন্দ্বীকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন ৷ কিন্তু ষাটের দোরগোড়ায় পৌঁছে 'আইরন' টাইসনের রিফ্লেক্স যে সত্যি কমেছে, দেখিয়ে দিলেন ইউটিউবার টার্নড বক্সার জেক পল ৷

প্রদর্শনী হেভিওয়েট বক্সিং ম্যাচে মাইক টাইসনকে হারিয়ে দিলেন জেক পল ৷ যা অবাক হয়ে দেখল বক্সিং দুনিয়া ৷ 'ব্য়াডেস্ট ম্যন অন দ্য প্ল্যানেট' হারলেন 80-72, 79-73, 79-73 ব্যবধানে ৷ অর্থাৎ, ফলাফলেই স্পষ্ট একতরফা ম্যাচে টাইসনকে কুপোকাত করলেন জেক পল ৷ উত্তেজনা পারদ চড়েছিল সপ্তমে ৷ প্রাথমিকভাবে জুলাইয়ে হওয়ার কথা থাকলেও টাইসনের শারীরিক অসুস্থতার কারণে প্রদর্শনী এই লড়াই পিছিয়ে দেওয়া হয় ৷ লড়াইয়ের আগে টাইসনের হাঁটুতে চোট, বয়স তাঁর আটান্ন হওয়া সত্ত্বেও বক্সিংদুনিয়ার অধিকাংশ বাজি ধরেছিল 'কিড ডায়নামাইট'-এর হয়েই ৷

MIKE TYSON SLAPPED JAKE PAUL
পলকে চড় মারছেন টাইসন (GETTY)

চূড়ান্ত সফল কেরিয়ারে 44টি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকে নকআউট করে দেওয়া টাইসন এই বয়সে এসে জেক পলকে নকআউট করে দেবেন, তেমনটা ভাবেননি কেউ ৷ আবার বছর সাতাশের জেকও যে টাইসনকে তেমনটা করতে পারেন, সেটাও কল্পনা করেননি কেউ ৷ বাস্তবে সেটা হয়ওনি ৷ বরং শুরুটা কিছুটা মন্থর করে ধীরে ধীরে এদিন টাইসনের উপর কব্জা করেন ৷ দু'মিনিটের আটটি বাউটের শেষে 'সর্বসম্মতিক্রমে' জেক পলই বিজেতা হিসেবে নির্বাচিত হন ৷

তবে ফাইট জিতে আগ্রাসন নয়, বরং আর্লিংটনের অডিটোরিয়ামে টাইসনের সামনে এদিন মাথা নোয়ান 2020 সালে পেশাদার বক্সিংয়ে পা রাখা জেক ৷ টাইসনকে 'গ্রেটেস্ট অফ অল টাইম' আখ্যা দিয়ে জেক বলেন, "রিংয়ে ওর বিরুদ্ধে লড়াই করা আমার কাছে সম্মানের ৷ আমি ওকে আঘাত করতে মুখিয়ে ছিলাম, একইসঙ্গে ভয়ে ছিলাম কীভাবে ও আমায় পাল্টা দেবে এই ভেবে ৷ আমি সেরাটা নিংড়ে দিয়েছি ৷"

অন্যদিকে পরাজিত হয়ে টাইসন বলেন, "কারও কাছে আমার কিছু প্রমাণের ছিল না ৷ তবে আমি খুশি ৷ আমার প্রতিদ্বন্দ্বী একজন প্রকৃত লড়াকু এবং ভালো প্রস্তুতি নিয়ে নেমেছিল ৷ ম্যাচের আগে হাঁটুতে চোটকে আমি অজুহাত হিসেবে খাড়া করতে চাই না ৷ সেটা কোনওদিন করিওনি ৷"

টেক্সাস, 16 নভেম্বর: পেশাদার বক্সিং থেকে অবসরগ্রহণের 19 বছর পর রিংয়ে মাইক টাইসন ৷ তবে আটান্নয় এসে বয়সের ভারে নুইয়ে পড়া নয়, টাইসন যে আগের মতই রণংদেহী, তা বোঝা গিয়েছিল ম্যাচের আগে ওজন মাপার সময়ই ৷ হাঁটুর বয়সি জেক পল ওয়ে-ইনের সময় টাইসনকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করতেই প্রতিদ্বন্দ্বীকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন ৷ কিন্তু ষাটের দোরগোড়ায় পৌঁছে 'আইরন' টাইসনের রিফ্লেক্স যে সত্যি কমেছে, দেখিয়ে দিলেন ইউটিউবার টার্নড বক্সার জেক পল ৷

প্রদর্শনী হেভিওয়েট বক্সিং ম্যাচে মাইক টাইসনকে হারিয়ে দিলেন জেক পল ৷ যা অবাক হয়ে দেখল বক্সিং দুনিয়া ৷ 'ব্য়াডেস্ট ম্যন অন দ্য প্ল্যানেট' হারলেন 80-72, 79-73, 79-73 ব্যবধানে ৷ অর্থাৎ, ফলাফলেই স্পষ্ট একতরফা ম্যাচে টাইসনকে কুপোকাত করলেন জেক পল ৷ উত্তেজনা পারদ চড়েছিল সপ্তমে ৷ প্রাথমিকভাবে জুলাইয়ে হওয়ার কথা থাকলেও টাইসনের শারীরিক অসুস্থতার কারণে প্রদর্শনী এই লড়াই পিছিয়ে দেওয়া হয় ৷ লড়াইয়ের আগে টাইসনের হাঁটুতে চোট, বয়স তাঁর আটান্ন হওয়া সত্ত্বেও বক্সিংদুনিয়ার অধিকাংশ বাজি ধরেছিল 'কিড ডায়নামাইট'-এর হয়েই ৷

MIKE TYSON SLAPPED JAKE PAUL
পলকে চড় মারছেন টাইসন (GETTY)

চূড়ান্ত সফল কেরিয়ারে 44টি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকে নকআউট করে দেওয়া টাইসন এই বয়সে এসে জেক পলকে নকআউট করে দেবেন, তেমনটা ভাবেননি কেউ ৷ আবার বছর সাতাশের জেকও যে টাইসনকে তেমনটা করতে পারেন, সেটাও কল্পনা করেননি কেউ ৷ বাস্তবে সেটা হয়ওনি ৷ বরং শুরুটা কিছুটা মন্থর করে ধীরে ধীরে এদিন টাইসনের উপর কব্জা করেন ৷ দু'মিনিটের আটটি বাউটের শেষে 'সর্বসম্মতিক্রমে' জেক পলই বিজেতা হিসেবে নির্বাচিত হন ৷

তবে ফাইট জিতে আগ্রাসন নয়, বরং আর্লিংটনের অডিটোরিয়ামে টাইসনের সামনে এদিন মাথা নোয়ান 2020 সালে পেশাদার বক্সিংয়ে পা রাখা জেক ৷ টাইসনকে 'গ্রেটেস্ট অফ অল টাইম' আখ্যা দিয়ে জেক বলেন, "রিংয়ে ওর বিরুদ্ধে লড়াই করা আমার কাছে সম্মানের ৷ আমি ওকে আঘাত করতে মুখিয়ে ছিলাম, একইসঙ্গে ভয়ে ছিলাম কীভাবে ও আমায় পাল্টা দেবে এই ভেবে ৷ আমি সেরাটা নিংড়ে দিয়েছি ৷"

অন্যদিকে পরাজিত হয়ে টাইসন বলেন, "কারও কাছে আমার কিছু প্রমাণের ছিল না ৷ তবে আমি খুশি ৷ আমার প্রতিদ্বন্দ্বী একজন প্রকৃত লড়াকু এবং ভালো প্রস্তুতি নিয়ে নেমেছিল ৷ ম্যাচের আগে হাঁটুতে চোটকে আমি অজুহাত হিসেবে খাড়া করতে চাই না ৷ সেটা কোনওদিন করিওনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.