টেক্সাস, 16 নভেম্বর: পেশাদার বক্সিং থেকে অবসরগ্রহণের 19 বছর পর রিংয়ে মাইক টাইসন ৷ তবে আটান্নয় এসে বয়সের ভারে নুইয়ে পড়া নয়, টাইসন যে আগের মতই রণংদেহী, তা বোঝা গিয়েছিল ম্যাচের আগে ওজন মাপার সময়ই ৷ হাঁটুর বয়সি জেক পল ওয়ে-ইনের সময় টাইসনকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করতেই প্রতিদ্বন্দ্বীকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন ৷ কিন্তু ষাটের দোরগোড়ায় পৌঁছে 'আইরন' টাইসনের রিফ্লেক্স যে সত্যি কমেছে, দেখিয়ে দিলেন ইউটিউবার টার্নড বক্সার জেক পল ৷
প্রদর্শনী হেভিওয়েট বক্সিং ম্যাচে মাইক টাইসনকে হারিয়ে দিলেন জেক পল ৷ যা অবাক হয়ে দেখল বক্সিং দুনিয়া ৷ 'ব্য়াডেস্ট ম্যন অন দ্য প্ল্যানেট' হারলেন 80-72, 79-73, 79-73 ব্যবধানে ৷ অর্থাৎ, ফলাফলেই স্পষ্ট একতরফা ম্যাচে টাইসনকে কুপোকাত করলেন জেক পল ৷ উত্তেজনা পারদ চড়েছিল সপ্তমে ৷ প্রাথমিকভাবে জুলাইয়ে হওয়ার কথা থাকলেও টাইসনের শারীরিক অসুস্থতার কারণে প্রদর্শনী এই লড়াই পিছিয়ে দেওয়া হয় ৷ লড়াইয়ের আগে টাইসনের হাঁটুতে চোট, বয়স তাঁর আটান্ন হওয়া সত্ত্বেও বক্সিংদুনিয়ার অধিকাংশ বাজি ধরেছিল 'কিড ডায়নামাইট'-এর হয়েই ৷
চূড়ান্ত সফল কেরিয়ারে 44টি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকে নকআউট করে দেওয়া টাইসন এই বয়সে এসে জেক পলকে নকআউট করে দেবেন, তেমনটা ভাবেননি কেউ ৷ আবার বছর সাতাশের জেকও যে টাইসনকে তেমনটা করতে পারেন, সেটাও কল্পনা করেননি কেউ ৷ বাস্তবে সেটা হয়ওনি ৷ বরং শুরুটা কিছুটা মন্থর করে ধীরে ধীরে এদিন টাইসনের উপর কব্জা করেন ৷ দু'মিনিটের আটটি বাউটের শেষে 'সর্বসম্মতিক্রমে' জেক পলই বিজেতা হিসেবে নির্বাচিত হন ৷
Jake Paul bows to Mike Tyson at the end of the match. #PaulTyson pic.twitter.com/FUQGZVyADQ
— Netflix (@netflix) November 16, 2024
তবে ফাইট জিতে আগ্রাসন নয়, বরং আর্লিংটনের অডিটোরিয়ামে টাইসনের সামনে এদিন মাথা নোয়ান 2020 সালে পেশাদার বক্সিংয়ে পা রাখা জেক ৷ টাইসনকে 'গ্রেটেস্ট অফ অল টাইম' আখ্যা দিয়ে জেক বলেন, "রিংয়ে ওর বিরুদ্ধে লড়াই করা আমার কাছে সম্মানের ৷ আমি ওকে আঘাত করতে মুখিয়ে ছিলাম, একইসঙ্গে ভয়ে ছিলাম কীভাবে ও আমায় পাল্টা দেবে এই ভেবে ৷ আমি সেরাটা নিংড়ে দিয়েছি ৷"
অন্যদিকে পরাজিত হয়ে টাইসন বলেন, "কারও কাছে আমার কিছু প্রমাণের ছিল না ৷ তবে আমি খুশি ৷ আমার প্রতিদ্বন্দ্বী একজন প্রকৃত লড়াকু এবং ভালো প্রস্তুতি নিয়ে নেমেছিল ৷ ম্যাচের আগে হাঁটুতে চোটকে আমি অজুহাত হিসেবে খাড়া করতে চাই না ৷ সেটা কোনওদিন করিওনি ৷"