পোর্তো, 16 নভেম্বর: মাসতিনেক পর চল্লিশ ছুঁয়ে ফেলবেন ৷ তবে অধ্যাবসায়, জেদ আর জেতার খিদে থাকলে এই বয়সেও যে মাঠে ত্রাসের সঞ্চার করা যায়; তার প্রকৃত উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ দেশের জার্সিতে শুক্রবার রাতে ঝলসে উঠলেন সিআর সেভেন ৷ জোড়া গোল করে পর্তুগালকে উয়েফা নেশনস লিগের কোয়ার্টারে পৌঁছে দিলেন তিনি ৷ যার মধ্যে একটি গোল দুর্ধর্ষ বাইসাইকেল ভলিতে ৷ ঘরের মাঠে পর্তুগাল এদিন 5-1 গোলে হারাল পোল্যান্ডকে ৷
পাঁচ ম্যাচ থেকে চতুর্থ জয় তুলে নিয়ে শেষ আটে পৌঁছে গেল প্রথমবারের চ্যাম্পিয়নরা ৷ পর্তুগালের ঝুলিতে পয়েন্ট 13 ৷ পিঠের চোটে কাহিল রবার্ট লেওয়ানডস্কি না-থাকায় খানিকটা পিছিয়েই শুরু করেছিল পোলিশরা ৷ যদিও প্রথমার্ধ এদিন গোলশূন্য থাকে ৷ ম্য়াচের দ্বিতীয়ার্ধেই হয় হাফডজন গোল ৷ 66 শতাংশ বল নিজেদের দখলে খেলে বাজিমাত করে পর্তুগাল ৷ পাসের নিরিখেও স্বাভাবিকভাবে পোল্য়ান্ডকে এদিন অনেকটা পিছনে ফেলেন রোনাল্ডোরা ৷
59 মিনিটে এদিন পর্তুগালের হয়ে প্রথম গোল করেন রাফায়েল লিয়াও ৷ ঠিক তার চোদ্দ মিনিট বাদে ম্যাচে প্রথম গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ ডিয়োগো ডালতের গোলমুখী শট বক্সের মধ্যে পর্তুগিজ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি ৷ স্পটকিক থেকে 2-0 করেন সিআর সেভেন ৷ 80 মিনিটে দূরপাল্লার শটে তৃতীয় গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ ৷ 83 মিনিটে পেদ্রো নেতোর গোলের অ্যাসিস্ট অবশ্য রোনাল্ডোর ৷ কিংবদন্তির ডিফেন্স চেরা থ্রু চতুর্থ গোলের পথ গড়ে দেয় 2016 ইউরো বিজেতাদের ৷
Don't scroll without liking this Cristiano Ronaldo bicycle kick ♥️ pic.twitter.com/Vrjnl4UxIR
— Fabrizio Romano (Parody) (@fabrizoromanoz) November 16, 2024
চার মিনিট বাদে দিনের সেরা গোল উপহার দেন ক্রিশ্চিয়ানো ৷ ভিটিহার ক্রস থেকে দুরন্ত বাইসাইকেল কিকে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন আল নাসের ফুটবলার ৷ এক মিনিট বাদে পোল্য়ান্ডের হয়ে ডমিনিক মারচুক এক গোলের ব্যবধান কমালেও পর্তুগালের শেষ আটে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে ততক্ষণে ৷