পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডার্বির আগে নয়া বিদেশি, নিজামের শহরে কাল লাল-হলুদের হায়দরাবাদ চ্যালেঞ্জ - ISL 2024 25

11 জানুয়ারি কলকাতার বিরুদ্ধে ডার্বি ম্যাচ কিংবা তাঁর পরবর্তী গোয়া ম্য়াচে ক্রেসপো ফিরতে পারেন দলে ৷ হায়দরাবাদ ম্য়াচের আগে জানিয়ে দিলেন ব্রুজোঁ ৷

OSCAR BRUZON
অস্কার ব্রুজোঁ (EAST BENGAL MEDIA)

By ETV Bharat Sports Team

Published : Dec 27, 2024, 7:15 PM IST

Updated : Dec 27, 2024, 8:03 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর:মাদিহ তালাল ছিটকে গিয়েছেন ৷ তার পরিবর্ত হিসেবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় লাল-হলুদে যে নয়া বিদেশি আসছে সেটা জলের মত পরিষ্কার ৷ কিন্তু কে সেই বিদেশি? হাওয়ায় ভাসছে অস্কার ব্রুজোঁর প্রাক্তন ছাত্র ইংলিশ স্ট্রাইকার অ্যাশলে কোফির নাম ৷ এ বিষয়ে অবশ্য কোনও সিলমোহর না-দিলেও ইস্টবেঙ্গল কোচ জানিয়ে দিয়েছেন সাতদিনের মধ্যে নতুন বিদেশি চূড়ান্ত হয়ে যাবে ইস্টবেঙ্গলে ৷ এমতাবস্থায় শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে শনিবার অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল ৷

গত পাঁচ ম্যাচের মধ্যে চারটি জয় ৷ শনিবার বিকেলে নিজামের শহরে জয়ের হ্যাটট্রিক সেরে লিগ টেবিলে আরও উপরে ওঠাই লক্ষ্য অস্কার ব্রুজোঁর ছেলেদের ৷ পক্ষান্তরে শেষ চার ম্য়াচ হেরে বেকায়দায় হায়দরাবাদ ৷ ঝুলিতে মাত্র 7 পয়েন্ট ৷ এমতাবস্থায় আত্মতুষ্ট নয়, বরং আরও সতর্ক হয়ে মাঠে নামার বার্তা দিচ্ছেন লাল-হলুদ কোচ ৷ বছরের শেষ ম্যাচের আগে দলে চোট-কার্ডের সমস্য়া থাকলেও সেসব পাত্তা না-দিয়ে সামনে তাকাতে চান অস্কার ৷ আগামিকাল হায়দরাবাদ এফসি ম্যাচটিকে লিগ টেবিলে উত্তরণের গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করেন স্প্যানিশ ভদ্রলোক। অস্কার বলছেন, "অ্যাওয়ে ম্যাচে আমরা ভালো ফল করিনি। শনিবারের ম্যাচ আমাদের পয়েন্ট টেবিলে জায়গা পোক্ত করার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে জানি। তবে অন্য কিছু নয় আমরা কেবলমাত্র ভালো খেলার ধারাবাহিকতায় নজর দিতে চাই।"

কার্ড সমস্যায় হায়দরাবাদের বিরুদ্ধে নেই হেক্টর ইউস্তে। চোটের জন্য বাইরে মহম্মদ রাকিপ। ফলে রক্ষণে হিজাজি মাহেরের সঙ্গে আনোয়ার আলি ফিরছেন। রাকিপ না-থাকায় প্রভাত লাকরা বা নিশু কুমারের মধ্যে কেউ একজন খেলবেন। মাঝমাঠে জিকসন সিং থাকছেন সৌভিক চক্রবর্তীর সঙ্গে। দুই উইংয়ে নন্দকুমার এবং নাওরেম মহেশ বা পি ভি বিষ্ণু। শেষ কয়েকটি ম্যাচে বিষ্ণু ধারাবাহিক ভালো খেললেও অনুশীলনে পায়ে স্ট্র্যাপ বেঁধে নেমেছিলেন। তাই পরিবর্ত হিসেবেই হয়তো নামবেন কেরলের তরুণ তুর্কি।

অস্কার ব্রুজোঁর বক্তব্য (ETV Bharat)

আক্রমনে ক্লেইটন সিলভাকে একটু পেছন থেকে খেলিয়ে দিয়ামান্তাকোসকে গোলের জন্য ঠেলে দিচ্ছেন লাল-হলুদ কোচ। জামশেদপুরকে হারিয়ে সমর্থকদের বড়দিনের উপহার দেওয়ার পরে এবার লাল-হলুদ ফুটবলাররা বর্ষশেষের ম্যাচেও তিন পয়েন্ট চাইছে। গত ম্যাচে দু'গোলে এগিয়ে থেকেও 2-5 গোলে নর্থ-ইস্টের কাছে হেরেছে হায়দরাবাদ এফসি ৷ এই মুহূর্তে কোচহীন তাঁরা ৷ তবু সমীহ অস্কারের গলায় ৷ ইস্টবেঙ্গল কোচ বলেন, "হায়দরাবাদ ভালো দল। তবে ধারাবাহিকতার অভাব রয়েছে। গত কয়েক সপ্তাহ ভালো খেললেও রক্ষণে কিছু সমস্যা রয়েছে।" আর প্রতিপক্ষ রক্ষণের এই দুর্বলতাকে কাজে লাগিয়েই আইএসএলে প্রথম জয়ের হ্যাটট্রিক পূরণ করতে চায় কলকাতা জায়ান্টরা ৷

আরও পড়ুন:

Last Updated : Dec 27, 2024, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details